গত ২০শে অক্টোবর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত বিতর্ক শেষ হয়। এই বিতর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয় যার মধ্যে আবারো রাশিয়া এবং তার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নাম বেশ কয়েকবার উঠে আসে। রুনেট ইকো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে বির্তকের রাতে রাশিয়ার সর্ববৃহৎ সংবাদ সংস্থার করা বিভিন্ন টুইটের সার সংক্ষেপ করেছে এই বিষয়ে এক ধারণা পাওয়ার জন্য যে মস্কোয় বিষয়টি কি ভাবে প্রতিধ্বনিত হয়েছিল।
টুইটারে প্রায় ৩০ লক্ষ অনুসারী যার, সেই রিয়া (আরআইএ) নোভস্তি ছিল রাশিয়ার সবচেয়ে সক্রিয় চ্যানেল যা এই বিতর্ক চলাকালীন সময়ে সরাসরি ব্লগ করার সুযোগ প্রদান করেছিল। সেখানে সময়ের ক্রম অনুসারে নীচের টুইট গুলো করা হয়েছিল।
প্রথম টুইটটি করা হয় বির্তক শুরুর ঠিক আধা ঘন্টা সময় পরে,হিলারি ক্লিনটন যখন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার-এর গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়টি উল্লেখ করেন:
Клинтон заявила что Россия “шпионит” за американцамиhttps://t.co/ufZJlThpAX pic.twitter.com/pb8DVOu0tg
— РИА Новости (@rianru) October 20, 2016
ক্লিনটন ঘোষণা দিলেন যে রাশিয়া নামক রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছে
রিয়ার শব্দ ছিল এমন যা রুশ দর্শকদের আমোদিত করার উদ্দেশ্যে বেছে নেওয়া। এডোয়ার্ড স্নোডেন এবং অন্যান্যদের উদ্ঘাটিত তথ্যের ভিত্তিতে ক্রেমলিন এই প্রতিষ্ঠানটিকে বার বার স্মরণ করিয়ে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দাগিরি ঝুঁকির মাঝে রয়েছে।
Трамп рассказал, почему Клинтон “не любит Путина” https://t.co/5gpzxwDTlZ pic.twitter.com/F8sug6wlNt
— РИА Новости (@rianru) October 20, 2016
ট্রাম্প বলছে যে ক্লিনটন রুশ রাষ্ট্রপতি পুতিনকে “পছন্দ করেন না”।
Путин хочет использовать Трампа как марионетку на посту президента США, считает Клинтон: https://t.co/HcgjfJfjql pic.twitter.com/eD4ppRGdiA
— РИА Новости (@rianru) October 20, 2016
ক্লিনটন বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্রের এক পুতুল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে রুশ রাষ্ট্রপতি পুতিন ব্যবহার করতে চান
Трамп заявил, что благотворительный фонд семьи Клинтон является “преступной организацией” https://t.co/NURKLw6GwI pic.twitter.com/552cE6tJFa
— РИА Новости (@rianru) October 20, 2016
ট্রাম্প ঘোষণা প্রদান করেছে যে ক্লিনটন –এর দাতব্য প্রতিষ্ঠান হচ্ছে “এক অপরাধ মূলক সংগঠন”।
Трамп заявил, что Асад намного умнее Клинтон и Обамы https://t.co/kzuBsKGIuo pic.twitter.com/74isHq8CAF
— РИА Новости (@rianru) October 20, 2016
ট্রাম্প ঘোষণা প্রদান করে যে ক্লিনটন এবং ওবামার চেয়ে সিরিয়ার রাষ্ট্রপতি আসাদ বুদ্ধিমান
Трамп пообещал отменить реформу здравоохранения Обамы https://t.co/bflsAw5ctl pic.twitter.com/4ZY5FFoDRU
— РИА Новости (@rianru) October 20, 2016
ট্রাম্প প্রতিশ্রুতি প্রদান করেছে যে তিনি নির্বাচিত হলে তিনি ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার কার্যক্রম বাতিল করবেন ।
সর্বোপরি, রিয়া মনোযোগ প্রদান করে ডোনাল্ড ট্র্যাম্পের মন্তব্যের প্রতি, যার আতঙ্ক ছড়ানো স্বর সোশ্যাল মিডিয়ায় ট্রাফিকিং বা অনেক বেশী ব্যক্তির মনোযোগ আকর্ষনের জন্য উত্তম, এই সংবাদ সংস্থাও সেই মুহূর্তে এই বির্তকের প্রতি মনোযোগ প্রদান করেছে যখন রাশিয়া বির্তকের বিষয়ে পরিণত হয়, যদিও সিরিয়ার শহর আলেপ্পোয় রুশ-সিরীয় বাহিনীর বোমা বর্ষণ নিয়ে বির্তকের বাড়তি অংশে তৈরি হওয়া আলোচনা নিয়ে কোন টুইট করা হয়নি, যে বোমা বর্ষনের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিক ভাবে বলেছিল যে এই ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত।
পুনরায় করা টুইট এবং লাইকের ভিত্তিতে সবচেয়ে উপরের টুইটগুলোর মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় টুইটটি ছিল ট্রাম্পের এই ঘোষণাকে স্মরণ করা যে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল-আসাদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী [এবং রাষ্ট্রপতি প্রদপ্রার্থী] হিলারি ক্লিনটন এবং ওবামার চেয়ে অনেক বুদ্ধিমান।