জাপানের অনেকে বিশ্বাস করেছিল যে শেষ পর্যন্ত এবারের নোবেল পুরস্কার হারুকি মুরাকামি জিতবে

Haruki Murakami Nobel Prize

শিরোনামঃ হারুকি মুরাকামি কি নোবেল পুরষ্কার জয় লাভ করবে?–আজ সন্ধ্যায় সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এএনএন নিউজের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে নেওয়া স্ক্রিনশট

১৩ অক্টোবর ২০১৬ তারিখে, সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদানকারি সংস্থা আমেরিকার গায়ক এবং সঙ্গীতজ্ঞ বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদান করে, “আমেরিকার ঐতিহ্যবাহী সঙ্গীতের মাধ্যমে ভাব প্রকাশের নতুন ধারা সৃষ্টির জন্য”।

যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকে বব ডিলানের নোবেল পুরষ্কার বিজয় উদযাপন করছে, তখন জাপানের অনেকে এই সংবাদে হতাশ । তারা ভেবেছিলো, অবশেষে এ বছর হারুকি মুরাকামি হয়ত নোবেল পুরষ্কার জিততে যাচ্ছেন।

সাহিত্যে ২০১৬ সালের নোবেল পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণার আর মাত্র ১২ ঘন্টা বাকী। হারুকি মুরাকামি এই বছর সাহিত্যে কি নোবেল পুরস্কার লাভ করবে? মুরাকামি হারুকি নিউজ [ ভক্তদের ওয়েবসাইট]

হারুকি মুরাকামি বর্তমানে জাপানের এক জনপ্রিয় লেখক। যখনই মারুকামি এক নতুন বই প্রকাশ করে, তখনই তা জাপানের এক প্রধান সংস্কৃতি কর্মসূচিতে পরিণত হয়:

Countdown to the new Haruki Murakami book going on sale. The line is huge, so I guess I just have to give up [and go home].

হারুকি মুরাকামির নতুন বই বিক্রি শুরু হওয়ার ক্ষণ গণনা শুরু। বিশাল লম্বা লাইন, কাজে আমি অনুমান / ধারণা করছি যে আমার হাল ছেড়ে দেওয়া উচিত এবং [ বাড়ি ফিরে যাওয়া উচিত]।

এই তথ্যকে ধন্যবাদ যে তার উপন্যাস এবং ছোট গল্প ৫০ টি ভাষায় অনুবাদ হয়েছে। সারা বিশ্বে মুরাকামির অনুসারী গড়ে উঠেছে। মুরাকামি দেশে এবং বিদেশের অজস্র সম্মান সূচক পুরষ্কার লাভ করেছেন। কাজে সাহিত্যে নোবেল পুরষ্কার তার অসাধারণ সব অর্জনের মুকুটে আরেকটি পালক যুক্ত করবে।

১৩ অক্টোবর তারিখে যখন নোবেল কমিটি ঘোষনার প্রস্তুতি নিচ্ছিল, তখন জাপানের টিভি চ্যানেল এএনএন সংবাদ প্রদান করে যে পুরস্কারের তালিকায় মুরাকামির নাম সবার উপরে ছিল আর বব ডিলানের নাম এমনকি সম্ভব্য তালিকায়ও ছিল না:

haruki murakami noble prize

জাপানের টেলিভিশন চ্যানেল এমন ভাবে তালিকা তৈরি করেছে তাতে মনে হবে হারুকি মুরাকামি নোবেল পুরষ্কার লাভ করেছে। এএনএন নিউজ এর নিজস্ব ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট।

জাপানে নোবেল পুরস্কারকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, যে দেশটি যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ নোবেল পুরষ্কার প্রাপ্তদের দেশঃ

হারুকি মুরাকামির ভক্তদের আশা ছিল অনেক বেশি :

কেন, আপনাদের ধন্যবাদ! সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেছে হারুকি মুরাকামি! এটা হারুকি, যে নোবেল পুরষ্কার জিতেছে!

কিন্তু যেমনটা ভাবা হয়েছিল তেমনটা ঘটল না।

যেই মূহুর্তে নোবেল পুরষ্কার কমিটি ঘোষণা প্রদান করে সেই মূহুর্তে গোটা কক্ষ বিস্ময় এবং উল্লাসে ফেটে পড়ে। প্রথমে সুইডিশ ভাষায় ঘোষণা প্রদান করা হয় (অসুস্থ্), কিন্তু আমি “বব ডিলান” নামটা শুনতে পেলাম

মারুকামি জিতবে, এই বিষয়ে সবার এতটাই দৃঢ় বিশ্বাস ছিল যে কোবেতে অবস্থিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাপানের প্রবীণ লেখকদের দল স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে নোবেল পুরষ্কার ঘোষণার অনুষ্ঠান দেখার জন্য সমবেত হয়েছিল।

ট্যাবলয়েড পত্রিকা নিক্কান স্পোর্টস সংবাদ প্রদান করেছে উপস্থিত একজন বিভ্রান্ত হয়ে পড়েছিল যে কেন বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদান করা হয়েছে :

মুরাকামির পুরোনো বিদ্যালয় উপস্থিত প্রবীণদের মাঝে এক হতাশা ছুয়ে গেলঃ বব ডিলান, তিনি কি এক গায়ক নন?

“হারুকি মুরাকামির সম্ভব্য নোবেল জয় নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল জাপানের বেশ কয়েকজন টুইটার ব্যবকারী এতে অনেক বেশী বিদ্রূপাত্মক দৃষ্টিভঙ্গি প্রদান করেছিল:

এ বছর হারুকি মুরাকামি অবশেষে নোবেল পুরষ্কার লাভ করবে! অবশেষে তিনি নোবেল পুরষ্কার লাভ করতে যাচ্ছেন! এবার বিজয়ী হবেন হারুকি!

কিন্তু সকলে নোবেল পুরস্কারকে যেন মিউজিকাল চেয়ার খেলা মনে করছে, যেখানে খেলার জন্য একজন সৌভাগ্যবান অংশগ্রহণকারী পুরষ্কার দাবী করবে (নিঃসন্দেহে, আমি মনে করি কোন এক সময় তিনি পুরষ্কার লাভ করবেন)।

তবে, অন্যদের ক্ষেত্রে এই উদ্দীপনা যা বার্ষিক এক হতাশা চর্চার বিষয়, শেষ পর্যন্ত তা পরিণত হয় এক নিষ্ঠুর রসিকতায়:

এটা সুন্দর, নিখুঁত এক চক্র, যার শুরু হয় এভাবে, এই বছরটি হচ্ছে সেই বছর যে বছরে হারুকি মুরাকামি নোবেল পুরষ্কার পেতে যাচ্ছে? এবং প্রতিবছর এই এই পুরষ্কার তার পাশ দিয়ে চলে যায়।

এই বিষয়টি নিয়ে প্রতি বছর এত নিখুঁত ভবিষ্যৎবাণী করা যায়, যার ফলে এটা বলা বাড়াবাড়ি হবে না যে মুরাকামির নোবেল প্রাপ্তি নিয়ে তৈরি হওয়া উত্তেজনা স্বয়ং নিজে এক শিল্পে পরিণত হয়েছে- পুরষ্কার ঘোষণার দিন এটা আশা এবং হতাশার পরিভ্রমণে পরিণত হয়েছে […]

এদিকে অনেকে যখন সঙ্গীত রচয়িতা বব ডিলানকে সাহিত্যে নোবেল পুরষ্কার প্রদান নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে একজন জাপানী টুইটার ব্যবহারকারী এই ফলাফলে আনন্দিত :

আমি মুরাকামির সকল উপন্যাস পড়েছি এবং আমি জানি স্বয়ং লেখক নিজে এই সকল উত্তেজনা অপছন্দ করেন[সম্ভব্য নোবেল বিজয়ী হিসেবে তাঁকে তুলে ধরা]। যে সমস্ত ব্যক্তি দেখতে চায় যে মুরাকামি নোবেল পুরষ্কার লাভ করেছে, তারা আসলে নিজের সুখ নিয়ে কেবল চিন্তা করছে।

আমি বব ডিলানের সকল গানের তালিকা তৈরি করেছি– আমি বিস্মিত নোবেল সাহিত্য পুরষ্কার প্রদান কমিটি তার গান শুনেছে কিনা [বব ডিলান-এর সকল গান]। আমি জানি বিচারকেরা মূল জাপানী ভাষায় লিখিত মুরাকামির লেখা পাঠ করেনি।

তার মানে নোবেল পুরষ্কার নিছক রাজনীতির বিষয়।

এই বছর, আমি আনন্দিত যে গান লেখাকে সাহিত্যের একটা অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে।

মাসায়ে ওকাবায়াশি এই প্রবন্ধ লেখায় সহায়তা করেছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .