তারা দু’জন টেটোভোর শাস্ত্রীয় সংগীতশিল্পী। দেখেও মনে হচ্ছে তারা কোনো আনুষ্ঠানিক কনসার্টে গাইছেন। তবে মুখে মাস্ক পরা। হ্যাঁ, বিখ্যাত বাখ সংগীতের মাধ্যমে তারা এভাবেই বায়ুদূষণের প্রতিবাদ জানালেন।
মেসিডোনিয়ার পশ্চিমাঞ্চলে সবচে’ বড় শহর টেটোভো। এই শহরে ঢোকার মুখে অবৈধভাবে গড়ে উঠেছে আবর্জনা ফেলার আস্তাকুড়। উল্লেখ্য, টেটোভো ইউরোপের সবচে’ দুষিত শহরগুলোর একটি। কেউ কেউ অবশ্য বিশ্বের সবচে’ বেশি দুষিত শহর বলে থাকেন।
ইকো গেরিলা নামের একটি নাগরিক সংস্থা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল। প্রতিবাদ কর্মসূচিকে ডিজিটাল রূপ দেয়ার লক্ষ্যে তারা কনসার্টের ভিডিওটি বানায়। এটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ফলে সমস্যাটি সবার মনোযোগ কেড়েছে।
এর আগে শহরটিতে বেশ কয়েকবার প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এমনকি দেশটির রাজধানী স্কোপিয়ে-তেও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। কিন্তু সরকার বরাবরই এ ব্যাপারে নিস্ক্রিয় থেকেছে।
টেটোভোর দুষণের অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নিকটবর্তী জোগোহরম কমপ্লেক্স মেটালারজিক্যাল-এর ফিল্টারের অভাব। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি, তাপ পোহানোর জন্য কাঠের অত্যাধিক ব্যবহার; বিশেষ করে আবর্জনা সংগ্রহ ব্যবস্থাপনার অভাব। এজন্য মানুষজন অবৈধভাবে গড়ে ওঠা আস্তাকুড়ে আবর্জনা ফেলে। কনসার্টটি অনুষ্ঠিত হয়, শহরের সবচে’ বড় আস্তাকুড়ের সামনে। মাসের পর মাস ধরে সরকারি কর্তৃপক্ষ এটি দেখেও না দেখার ভান করে আসছে। এটাই শহরের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত।
ইকো গেরিলার প্রতিনিধি আরিয়ানিত ঝাফেরি গ্লোবাল ভয়েসেস-কে বিষয়টি ব্যাখ্যা করে বলেন:
Депонијата на влезот на градот постои едно подолго време. Актуелната градоначалничка, г-а Теута Арифи кога се кандидираше ни вети дека депонијата ке биде дислоцирана од градот и дека овој проблем ке биде решен на брз и ефикасен начин. До ден денеска депонијата е тука, како знак за ДОБРЕДОЈДЕ ВО ТЕТОВО – и ни служи како центар на срамот.
Тетово веќе подолго време се наоѓа на врвот на најзагадени градови во светот, и освен Југохром како најголем загадувач во регионот, депонијата исто така е загадувач на градот, од каде се шират различни болести и зарази.
বহুদিন ধরে শহরের প্রবেশ মুখে এই আস্তাকুড়টি রয়েছে। ২০১৩ সালে শহরটির বর্তমান মেয়র মিস টেওটা আরিফি তার নির্বাচনী প্রচারাভিযানের সময় আস্তাকুড়টি অপসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বটে, তবে দ্রুত ও দক্ষতার সাথে সমস্যাটির মোকাবেলা করেননি। সেটি যথাস্থানে রয়ে গেছে। এটি শহরে ঢোকার মুখে আপনাকে ‘টেটোভোতে স্বাগতম’ জানাবে। যা আমাদের মুখে কালি মেখে দিচ্ছে।
ইতোমধ্যে টেটোভো বিশ্বের অন্যতম দুষিত শহরের তালিকায় স্থান করে নিয়েছে। এ অঞ্চলে দূষণের প্রধানতম কারণ জোগোহরমের পাশাপাশি এই আস্তাকুড়ও শহরকে দুষিত করার মাধ্যমে নানা ধরনের রোগ-ব্যাধি ছড়াচ্ছে।
প্রতিবছর অক্টোবর মাসে টেটোভোর সিটি কর্পোরেশনের অর্থায়নে ‘দ্য ডেইজ অব নাঈম’ নামে একটি কবিতা উৎসবের আয়োজন করা হয়। আলবেনিয়ার বিখ্যাত কবি নাঈম ফাসহেরির সম্মানে এই উৎসবের আয়োজন হয়ে থাকে। প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা কনসার্টের জন্য এই সময়টাই বেছে নিয়েছেন। কারণ অসংখ্য শিল্পী, শিল্প অনুরাগী মানুষ এই সময়ে শহরটিতে জমায়েত হন।