কিউবান সাংবাদিক ইলেইন ডিয়াজ এবং তার সহকর্মীগণকে “পারমিট ছাড়া” হারিকেন ম্যাথু'র প্রতিবেদন করায় গ্রেফতার

গ্লোবাল ভয়েসেস এর সদস্য মারিয়ানা ব্রাইটম্যান, ইলেইন ডিয়াজ, আইভান সিগাল, এলেরি রবার্টস বিডল এবং ফিরুযে সোকো ভালে ২০১৫।

গ্লোবাল ভয়েসেস এর সদস্য মারিয়ানা ব্রাইটম্যান, ইলেইন ডিয়াজ, আইভান সিগাল, এলেরি রবার্টস বিডল এবং ফিরুযে সোকো ভালে ২০১৫।

কিউবান সংবাদ সাইট কিউবানেট ১২ অক্টোবর রিপোর্ট করেছে যে গ্লোবাল ভয়েসেস এর একজন প্রদায়ক এবং কিউবান সংবাদ সাইট পেরিওদিসমা ডি বারিও প্রতিষ্ঠাতা, সাংবাদিক ইলেইন ডিয়াজকে, তার সহকর্মী মনিকা বারো, হুলিও বাতিস্তা রদ্রিগেজ, টমাস ই পেরেজ এবং গেয়সি গুইয়া'র সাথে কিউবার কর্তৃপক্ষ আটক করেছে। পাঁচ সাংবাদিককে কিউবার পূর্বপ্রান্তের প্রদেশ বরাকোয়া পৌরসভা থেকে মধ্যে গ্রেফতার করা হয়।

ইলেইন এবং তার সহকর্মীরা বরাকোয়াতে এসেছিলেন হারিকেন ম্যাথু'র সংবাদ নিয়ে কাজ করতে, সাথে আরও চারজন সাংবাদিক ও ছিলেন যাদের আটক করা হয়। সংবাদ মতে বরাকোয়াতে যাওয়া সম্ভব হয়েছে জনগণের কাছ থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে।

পেরিওদিসমো ডি বারিও ইলেইনের একটি নতুন মিডিয়া প্রকল্প যা ২০১৫ সালে শুরু হয় এবং এর উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ ও স্থানীয় অবকাঠামো বিষয়ে স্থানীয় প্রতিবেদনের মান উন্নত করা। ইলেইন এবং তার চার সাংবাদিক সহকর্মী, যাদের সবাই হাভানাতে বাস করেন, একসাথে এই প্রকল্পে কাজ করছিলেন এক বছরের বেশি সময় ধরে। এই দলের সকলেই সরকারী এবং স্বাধীন উভয় ধরনের সংবাদ মাধ্যমের সাথে কাজ করেছেন কিউবাতে। মনিকা বারো গত মাসে মর্যাদাপূর্ণ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

ইলেইন এর চাচী, সেইরে রদ্রিগেজকে, উদ্ধৃত করে দিয়ারিও দে লাস আমেরিকাস সংবাদে বলা হচ্ছে যে ইলেইন বরাকোয়াতে যাবার অনুমতি নেবার চেষ্টা করেছিলেন হারিকেন এর খবর সংগ্রহ করার জন্য, কিন্তু কর্তৃপক্ষ শুধুমাত্র “স্বীকৃত” গণমাধ্যমকে অনুমতি দিচ্ছিল।

একটি ঘনিষ্ঠ সূত্র রিপোর্ট করেছে যে ইলেইন বলেছে যে তাকে ও তার বন্দী করা সহকর্মীদের বলা হয়েছে যে তাদেরকে গুয়ান্তানামো শহরে পাঠানো হবে, যা গুয়ানতানামো বে কারাগার থেকে পৃথক কিন্তু কাছাকাছি।

সাংবাদিক মায়কেল গঞ্জালেজ ভিভেরো যেকিনা দিয়ারিও দে কিউবার হয়ে কাজ করে, কিউবার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তাকেও বরাকোয়াতে আটক করে হারিকেন ম্যাথু নিয়ে কাজ করার সময়। তাকে তিনদিন আটক অবস্থায় রাখার পর গত ১২ অক্টোবর ছেড়ে দেওয়া হয়। গঞ্জালেজ দিয়ারিও দে কিউবাকেবলেন যে তাকে প্রথমে “রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে” আটক করা হয়, কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে ‘অবৈধ অর্থনৈতিক কার্যকলাপ” এর অভিযোগ আনা হয়।

ইলেইন কয়েক বছর হাভানা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেন, একই সময়ে স্বাধীনভাবে ব্লগিং করেন তার নিজস্ব সাইটে। এ ছাড়াও লা পলেমিকা ডিজিটাল এবং ইন্সটিটুটো দে প্রেন্সা ই সোসিয়েদাদের জন্য লেখালেখি করতেন। ২০০০ সালের মধ্যভাগ থেকে তিনি একজন প্রভাবশালী কন্ঠ হিসেবে কিউবার ব্লগ জগতে বিরাজ করছেন। তার কিউবার শিক্ষা, কাঠামো এবং সেবাখাতসমূহ সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে।

ইলেইন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের একজন নিম্যান ফেলো এবং ২০১৫-২০১৬ সালে পাওয়া প্রথম কিউবান। সে সময়ে, সে মিসর, চিলি, চীন, রাশিয়া এবং স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক এবং প্রখ্যাত লেখক অ্যান বার্নে এবং এমআইটি অধ্যাপক এবং গ্লোবাল ভয়েসেস এর সহ-প্রতিষ্ঠাতা ইথান জুকারম্যান সঙ্গে কাজ করে।

২০১০ সাল থেকে ইলেইন গ্লোবাল ভয়েসেসের সাথে যুক্ত, আমরা তার আটকের খবরে গভীরভাবে উদ্বিগ্ন এবং কিউবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি ইলেইন এবং তার সহকর্মীদের তাৎক্ষণিক মুক্তির জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .