কালচারাল ট্রি টিভি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল যা জনপ্রিয় ইংরেজি ছেলে ভুলানো ছড়া এবং নাইজেরিয়ার প্রচলিত গানকে অ্যানিমেশন ভিডিওতে রূপান্তরিত করে, যে সমস্ত শিশুর এটি মাতৃভাষা, বিশেষ করে যারা বিদেশে থাকে তারা যেন নিজেদের মাতৃভাষায় কথা বলতে শিখে, এই বিষয়টিকে উত্সাহিত করার লক্ষ্যে তারা এই কাজ করছে।
এই প্রকল্পের চিন্তা আসে নাইজেরীয় এক মায়ের মাথায়, যে কিনা লন্ডনে বাস করে, তার নাম গেবেমিসোলা ইসিমি। তিনি খেয়াল করে দেখেন যে তার সন্তান আইপ্যাডে শিশুতোষ ভিডিও দেখতে ভালবাসে। তবে,যখন তিনি ইউটিউবে নিজের মাতৃভাষা ইয়োরুবা সংক্রান্ত ভিডিও খোঁজা শুরু করলেন, তখন তিনি আবিস্কার করলেন, সেখানে এই ভাষায় কোন ভিডিও নেই।
এরপর তিনি ভাবলেন, কেন না নিজেই এই ভাষায় ভিডিও তৈরি করি? যেমনটা সুচনা হিসেবে প্রদান করা এই ভিডিওতে বর্ণনা করা হয়েছে, ইসিমি দেখলেন যে “নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য নিজের মাতৃভাষাকে টিকিয়ে রাখা প্রয়োজন, আর আমরা সে কাজটি করার সিদ্ধান্ত নিলাম। আমরা প্রযুক্তির সুবিধা গ্রহণ করলাম এবং ইন্টারনেটে এসে হাজির হলাম”।
যে সমস্ত বন্ধুরা অ্যানিমেশনে দক্ষ তাদের সহায়তায়, তিনি নতুন ভিডিও সৃষ্টি এবং রেকর্ড করলেন, আর নতুন এই চ্যানেলে আপলোড করলেন। তার সন্তান এবং বিশ্বের অন্যান্য প্রান্তে বাস করা শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চিত করার জন্য, যেন হাজার কিলোমিটার দূরে থেকেও তারা তাদের ইয়োরুবা শিকড় বজায় রাখে- এই জাতির সন্তানদের জন্য এটাই তার অবদান।
সাংস্কৃতি এবং ভাষাগত ভাবে বৈচিত্র্যময় এক রাষ্ট্র নাইজেরিয়ার প্রচলিত ৫২০টি ভাষার মধ্যে ইয়োরুবা হচ্ছে একটি। মূলত নাইজেরিয়া এবং প্রতিবেশী বেনিনের কিছু নাগরিক এই ভাষায় কথা বলে থাকে এবং এক হিসেবে দেখা গেছে সারা বিশ্বে প্রায় দুই কোটি লোক এই ভাষায় কথা বলে। এই পরিসংখ্যানে বিদেশে বাস করা লক্ষ লক্ষ নাইজেরীয়কে যুক্ত করা হয়েছে। বিদেশে বাস করা নাইজেরীয়দের একটা বিশাল অংশ লন্ডনে বাস করে। এখানকার পেকহাম এলাকার দক্ষিণে এত বেশী সংখ্যা নাইজেরীয় বাস করে যে এই এলাকাটিকে অনেকে আদর করে লিটিল লাগোস বলে ডাকে।
ইয়োরুবা ভাষায় শিশুদের জন্য ভিডিও সহজলভ্য করার বিষয়টি ভাষাটিকে আরো বেশী করে সবার কাছে পরিচিত করতে এবং কিশোরদের বিনোদন প্রদানে সাহায্য করবে। কালচারাল ট্রি ইউটিউব চ্যানেল বিশ্বের জনপ্রিয় সব ছেলে ভুলানো ছড়া যেমন ওল্ড ম্যাকডোনাল্ড অথবা “বাবা ম্যাকডোনাল্ড” কিংবা ইঙ্কি উইঙ্কি অথবা “রোনোড রোনোডো আলানটাকুন” উপরে তুলে ধরা হয়েছে যা ইয়োরুবা ভাষায় অনুবাদ করা সাথে দুটি ভাষায় সাবটাইটেল প্রদান করা হয়েছে।
এবং ইয়োরুবা ভাষায় বিঙ্গো নামের কুকুরটির (বিঙ্গো দি ডগ) ভিডিও:
ইসিমির তথ্য অনুসারে, ইউটিউব সরবরাহকৃত বিশ্লেষণ নির্দেশ করছে যে এই চ্যানেলে প্রবেশকারীদের একটা বড় অংশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়ার বাসিন্দা। এই নতুন প্রকল্পকে ধন্যবাদ,এখন থেকে পিতামাতা এবং অভিভাবকেদের ইউটিউবে ইয়োরুবা ভাষায় শিক্ষামূলক ভিডিও অনুসন্ধান করলে খালি হাতে ফিরতে হবে না।