
এই ছোট্ট পুতুলটাকে কে না পেতে চায়? চেবুরাশকা, সোভিয়েট আমলের এক প্রিয় কার্টুন চরিত্র, তাকে পোকেমোন গো-এর স্থানে স্থাপন করা হয়েছে-টুডি এমং আস থেকে ছবিটা নেওয়া হয়েছে।
পোকোমন গো নামক গেমসটি ঝড়ের গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং যদিও আজ, ১৮ জুলাই, ২০১৬-এ রাশিয়াতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হল,তবে ইতোমধ্যে রাশিয়ার ব্যবহারকারীরা এই মজায় যোগ দিয়েছে। আর সাথে সাথে রুশ কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে এই খেলা “দাঙ্গার সৃষ্টি করতে পারে” এবং হয়ত “রুশ চেতনাকে” ধ্বংস করতে পারে।
অন্যান্য রুনেট ব্যবহারকারীরা পোকেমোন গো নামক খেলাটাকে নিজের করে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হালকা মনোভাব গ্রহণ করেছে। রাশিয়ার সবচেয়ে বড় স্যোশাল নেটওয়ার্ক ভিকোনটাকটে সাইটের টুডি এমং আস নামক সম্প্রদায়ের একদল রুশ শিল্পী এবং ডিজাইনার এই প্রশ্নটি করেছে, যদি এই খেলাটি প্রাক্তন সোভিয়েট আমলের প্রেক্ষাপটে নির্মিত হত এবং তাতে সে সময়কার জনপ্রিয় কার্টুন চরিত্রগুলো ব্যবহার করা হত? এর ফলে পোকেমন গো-এ যে সমস্ত চরিত্র পাল্টে বসানো হয়েছে তারা আসলেই সুন্দর, চেবুরাশকা এবং অন্যান্য অতি পরিচিত কার্টুন চরিত্রগুলো মোবাইলে স্ক্রিনে নিয়ে আসা হয়েছে এবং সোভিয়েট পরবর্তী এমন কিছু স্থান যেগুলোকে সহজে চিহ্নিত করা যায়, যেমন বিবর্ণ গ্যারেজসমূহ, নষ্ট হতে থাকা খেলার মাঠ এবং শিল্প কারখানা এলাকায় বানর, তোতা, এবং মিষ্টি দুষ্টুমিতে মাতিয়ে রাখা ঘরোয়া ভূতকে স্থাপন করা হয়েছে।
এই সকল শিল্পীরা এই গেমের অন্যান্য সামগ্রী নিয়ে খেলা করেছেন, এতে পোকেবল নামক যন্ত্রের বদলে শিশুদের খেলার উপযোগী একটি লাল রাবারের বল রাখা হয়েছে। এর বিস্তারিত দৃশ্য এত বেশী পরিচিত মনে হয়েছে যে একজন ভিকোনটাকটে ব্যবহারকারী মন্তব্য করেছে যেন তারা এই ছবির মধ্যে “এমনকি বলের শব্দও শুনতে পাবে”।

৩৮ প্যারোট নামক কার্টুন ছবির চরিত্র এক বানর এই জীর্ণ কারখানার সামনে নিজেকে আবিস্কার করছে। ছবি টুডি এমং আস থেকে নেওয়া।
টুডি এমং আস নামক সম্প্রদায় সম্পাদনার মাধ্যমে জাগতিক বাস্তবতায় নিয়ে আসা কিছু কার্টুন অথবা চলচ্চিত্রের চরিত্র তুলে ধরেছে, যা আমরা আমাদের প্রতিদিনের জীবনে চারপাশে যে সমস্ত বিষয় প্রত্যক্ষ করি তার কিছু কৌতুকপূর্ণ এবং প্রায়শ বিস্ময়কর চেহারা সরবরাহ করছে। পোকেমোন গো–এর দ্বারা অনুপ্রাণিত আরো কিছু কার্টুন চরিত্র দেখুন ভিকোনটাকট নামক সাইটের টুডি এমং আস-এর পাতায়।