অসাধারন গুগল উপগ্রহ ছবি জাপানে ভূমিকম্পের ভূমিধ্বস দেখায়

Before and after of multiple landslides on Mt Aso, Japan. Images from Google Earth blog.

জাপানের আসো পর্বতের ভূমিকম্পের আগে ও পরের ছবি।  ছবি গুগল আর্থ ব্লগ থেকে নেওয়া।

গুগল আর্থ ব্লগ (যা গুগল সঙ্গে সম্বন্ধযুক্ত নয়) আকাশ থেকে তোলা গুগলের কিছু ছবি পোস্ট করেছে যা দেখায় ২০১৬ সালে এপ্রিল ১৪ এবং ১৬ তারিখে কুমামোতো ভূমিকম্পের ভূমিধ্বস কীভাবে জাপানের অংশকে ক্ষতিগ্রস্ত করেছে।

উদাহরণস্বরূপ, আমরা আসো পর্বতের ভূপৃষ্ঠের ১৫ এপ্রিলে আকাশ থেকে তোলা ছবিগুলি দেখতে পারি। এরপর ১৬ এপ্রিলে তারিখে তোলা ছবিতে এই দুই দিনের মধ্যেই বিশাল পরিমাণ ভূমিধ্বসের চিত্র দেখাচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে ৭.০ মাত্রার ভূমিকম্পসহ ধারাবাহিক শক্তিশালি ভূমিকম্প কুমামোতোর উপরিভাগে আঘাত হানে।

ভূমিকম্পজনিত ক্ষতি আকাশ থেকে নির্ণয় করা সহজ, এবং যা এখন গুগল আর্থ এ দৃশ্যমান।

গুগল আর্থ ব্লগ ভূমিকম্পের আগে ও পরের কিছু ছবি একসাথে তুলে ধরেছে, যেখানে ভূমিকম্পের আকার এবং পরিধি কিছু অসাধারন উদাহরণ হয়ে আছে।

satellite images of Kumamoto earthquake

পূর্ব কুমামোতোর আসো শহরে ভূমিধ্বসে একটি সেতু ও রাস্তা ধ্বংস হওয়ার ছবি।

satellite images of kumamoto earthquake

পূর্ব কুমামোতোর মিনামি আসো শহরে ভূমিধ্বসে একটি সেতু ও রাস্তা ধ্বংস হওয়ার ছবি।

কুমামোতো ভূমিকম্পের সময় তোলা আরো কিছু ছবি এখানে দেখতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .