গুগল আর্থ ব্লগ (যা গুগল সঙ্গে সম্বন্ধযুক্ত নয়) আকাশ থেকে তোলা গুগলের কিছু ছবি পোস্ট করেছে যা দেখায় ২০১৬ সালে এপ্রিল ১৪ এবং ১৬ তারিখে কুমামোতো ভূমিকম্পের ভূমিধ্বস কীভাবে জাপানের অংশকে ক্ষতিগ্রস্ত করেছে।
উদাহরণস্বরূপ, আমরা আসো পর্বতের ভূপৃষ্ঠের ১৫ এপ্রিলে আকাশ থেকে তোলা ছবিগুলি দেখতে পারি। এরপর ১৬ এপ্রিলে তারিখে তোলা ছবিতে এই দুই দিনের মধ্যেই বিশাল পরিমাণ ভূমিধ্বসের চিত্র দেখাচ্ছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে ৭.০ মাত্রার ভূমিকম্পসহ ধারাবাহিক শক্তিশালি ভূমিকম্প কুমামোতোর উপরিভাগে আঘাত হানে।
ভূমিকম্পজনিত ক্ষতি আকাশ থেকে নির্ণয় করা সহজ, এবং যা এখন গুগল আর্থ এ দৃশ্যমান।
গুগল আর্থ ব্লগ ভূমিকম্পের আগে ও পরের কিছু ছবি একসাথে তুলে ধরেছে, যেখানে ভূমিকম্পের আকার এবং পরিধি কিছু অসাধারন উদাহরণ হয়ে আছে।
কুমামোতো ভূমিকম্পের সময় তোলা আরো কিছু ছবি এখানে দেখতে পারেন।