গ্লোবাল ভয়েসেস-এর এ সপ্তাহের পডকাস্টঃ পানামা পেপারস আসলে কি?

এই সপ্তাহে আমরা আপনাদের নিয়ে যাব আজারবাইজান, চিলি, ফিলিপাইনস, পোল্যান্ড এবং চীনে।

আসুন প্রথমে আমার পোল্যান্ডে থেকে ঘুরে আসি, যেখানে এখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, বিশেষ করে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধ করে আনা এক আইনের প্রতি নারী প্রধানমন্ত্রীর সমর্থন প্রকাশের পর। এই ঘটনায় সাথে সাথে ফেসবুকে একটি পাতা খোলা হয়, “সরকারের জন্য এক কঠিন সময়” এই শিরোনামে, যেখানে এই বিষয়ে নারীদের বিস্তারিত বর্ণনা প্রদান করে একটি লেখা প্রধানমন্ত্রীর নিজস্ব ফেসবুক পাতায় পোস্ট করতে বলা হয়েছে। আমাদের কন্ট্রিবিউটর আনা গোটোসাওয়াক আমাদের সামনে এই কাহিনীটি তুলে ধরছে

এরপর আমাদের গন্তব্যস্থল চিলি, যেখানে আমাদের কন্ট্রিবিউটর শিরলে ক্যাম্পবেল আমাদের জানাচ্ছে কি ভাবে দেশটির আফ্রিকান বংশোদ্ভুত নাগরিকেরা নিজেদের পরিচয় অর্জনের জন্য লড়াই করছে। এদিকে নাগোর্নো কারাবাখে ২ এপ্রিল তারিখে আজেরি ও আর্মেনিয়ার মাঝে এক সংঘর্ষের পর যে এলাকা ধিকিধিকি জ্বলছে, আমাদের কন্ট্রিবিউটর উইনস্টোন ওবের্টান সে বিষয়ে সংবাদ প্রদান করেছে

আমাদের দক্ষিণ এশীয় বিষয়ক সম্পাদক মং পালাটিনো আমাদের সাথে গ্রেগোরে ইয়া জারার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, যিনি ফিলিপাইনের এক ইঞ্জিনিয়ার। জারা “উভয় দিক থেকে কথা বল ব্যক্তিকে দেখা যায়” এমন এক টেলিফোন আবিস্কার করেছিল যা ভিডিওফোন হিসেবেও পরিচিত।

আমরা আমাদের এই পর্বের ইতি টানব ওয়াইন লামের সাক্ষাৎকার দিয়ে, যিনি আমাদের উত্তর পূর্ব এশিয়ার সম্পাদিকা, তাঁকে পানামা পেপারস সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। গত সপ্তাহে প্রকাশিত এই লিকস উন্মোচন করেছে কী ভাবে বিশ্বের ধনীরা আয়কর ফাঁকি দেওয়ার স্বর্গ পরিচিত রাষ্ট্র এবং কোম্পানির সুযোগ গ্রহণ করেছে, কখনো কখনো যা অবৈধ। এই কাহিনী চীন ব্যাতিত সারা বিশ্বের সংবাদপত্রেভ শিরোনাম হয়েছে- যে সময়টিতে একটা নির্দিষ্ট সময় ধরে ওয়েবসাইট গুলো সেন্সর করে রাখা হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য যে চীনের নাগরিকেরা এই লিকস সম্বন্ধে হয় খুব অল্প অথবা যেন কিছুই না জানে

এ সপ্তাহের এই গ্লোবাল ভয়েসেস-এর পর্বে যে সমস্ত সঙ্গীত ব্যবহার করা হয়েছে তা ফ্রি মিউজিক আর্কাইভ-এর, আর এগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স-এর মাধ্যমে গ্রহণ করা হয়েছে। এতে জাহজারের প্লিজ লিসেন কেয়ারফুলি, থাইয়াজ ইতচির হালবি ঘিঝি, এল রেমলোনের কাম্বাইয়া বিচেরা, ক্রিস জাবারিস্কির মারিয়ো বাভা স্লিপস ইন এ লিটিল লেটার দ্যান হি এক্সপেকটেড টু বি, পডিংটন বিয়ারের ক্যান আই টক টু ইউ এবং গুড ওল্ড নিওনের অ্যাট দা ল্যাব উই ওয়ার্ক এন্ড প্লে-এর মিউজিক ব্যবহার করা হয়েছে।

এই সপ্তাহের পডকাস্টে সঞ্চালক ছিলেন লরেন ফিঞ্চ এবং গ্লোবাল ভয়েসেস-এর ম্যানেজিং এডিটর এই আমি-। দুই সপ্তাহের মধ্যে আমাদের কন্ঠ শোনার জন্য আবার প্রস্তুত থাকুন।

সাউন্ডক্লাউড থাম্বনেল: পানামা পেপারের মাঝে চীনের নেতাদের ছবি, মূল ছবি আইসিআইজে-এর

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .