কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৬ এর জন্য শুরু হয়েছে অনলাইন ভোটিং

The logo of Kenyan Blog Awards 2016.

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৬ এর লোগো।

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৬ সালের জন্য অনলাইন ভোটিং চলছে। ভোটদান ৩ মার্চ শুরু হয়ে ১ মে, ২০১৬ পর্যন্ত চলবে।

কেনিয়ার ব্লগার এসোসিয়েশন (বিএকেই) ২০১২ সালে ‘কেনিয়ার ব্লগ পুরস্কার’ চালু করে। এর আরেকটি নাম বেক পুরস্কার।  এর মাধ্যমে ব্যতিক্রমী কেনিয়ান ব্লগারদের স্বীকৃতি প্রদান ও পুরস্কৃত করা হয়। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতাটি কেনিয়ার সকল নাগরিক এবং কেনিয়ায় পরিচালিত ব্রান্ডের জন্য উন্মুক্ত।

৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত জমা দানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয়। এরপর ৩ মার্চ, ২০১৬ তারিখে জনসাধারণের জন্য উন্মুক্ত অনলাইন ভোটিং এর পূর্বে বিচারকরা প্রতিটি বিভাগের জন্য সেরা পাঁচটি ব্লগ নির্বাচন করেন।

৭ মে, ২০১৬ তারিখে একটি সার্বজনীন অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

কেনিয়ার ব্লগ পুরস্কার ২০১৫ এর হাইলাইট দেখার জন্য নিচের YouTube ভিডিওটি দেখুন:

এই বছর ১৯ টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আয়োজকরা এবার শ্রেষ্ঠ ধর্ম এবং আধ্যাত্মিকতা ব্লগ বিভাগ চালু করেছেন।

পুরস্কারের ওয়েবসাইটে ১৯ টি শ্রেণীর জন্য মনোনীতদের তালিকা দেখুন এবং এখানে আপনার ভোট দিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .