জাপানের অপরূপ চেরি ফুল ফোটার মৌসুম

Cherry blossom viewing in Japan

সুরুগার কানেগাসাকি’র মঠে আলোকমালার মতো ফুটে আছে চেরি ফুল। ছবি তুলেছেন নেভিন থমসন।

মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের শুরু জাপানে চেরি ফুল ফোটার মৌসুম। এই সময়ে দেশটিতে প্রচুর পরিমাণ চেরি ফুল ফুটে থাকে।

মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের শুরুতে চেরি ফুটবে এমনটাই সবাই আশা করে। আর এর মধ্যে দিয়ে জাপানে সত্যি সত্যি নতুন বছরের শুভ সূচনা ঘটে।

A photo posted by しぃ 。 (@shiinyanko77) on

জাপানে এপ্রিল মাসে স্কুলের ক্লাস শুরু হয়। চাকরিপ্রার্থীরাও এই সময়ে চাকরিতে যোগ দেন। গাছে গাছে চেরি ফুল ফুটে সবাইকে নতুন বছরে স্বাগত জানায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে চেরি ফুল এক-দু’সপ্তাহ আগেই ফোটে।

This is #Yoshino #吉野 in NARA

A photo posted by JapanGram 🇯🇵 いいね!ニッポン。 (@this_is_japan) on

এটি নারা’র ইয়োশিনো।

২০১৬ সালে আবহাওয়া আর চেরি ফুলের সম্পর্কটা ভালোই জমে উঠেছে। চেরি ফোটার মৌসুমে যার যে কাজ থাকুক সব ফেলে রেখে মাটিতে একটি নীল রঙের শিট বিছিয়ে খানাপিনা ও গানবাজনায় মেতে ওঠে।

জাপানে চেরি ফুল দেখার সবচে’ জনপ্রিয় এলাকা হলো ইয়োশিনো। এটি নারা’র দক্ষিণ অঞ্চলে অবস্থিত।

পাহাড়ের নিচে-উপরে চেরি ফুল ফুটে আছে, যা এলাকাটিকে দর্শনীয় স্থানে পরিণত করেছে।

A photo posted by @mao_saori on

ইয়োশিনো’র বিভিন্ন উদ্যানে বিভিন্ন প্রজাতির চেরি গাছ রোপন করা হয়েছে। তাই বসন্তের ভিন্ন ভিন্ন সময়ে চেরি গাছে ফুল আসে।

#yoshinoyama #吉野山 😍🌸

A photo posted by Lena 🍫🍰🍮🍵 (@lleffox) on

জাপানে মার্চ ও এপ্রিল মাসজুড়েই সবচে’ বেশি চেরি ফুল ফুটে থাকে। তবে শীত প্রধান উত্তর-পূর্বাঞ্চলে এপ্রিল মাসের শেষের দিকে চেরি ফোটে।

জেলে পল্লী হিসেবে পরিচিত ওবামা শহরের সেই বিখ্যাত “ক্রন্দনরত” চেরি গাছ। এটি কিয়োটো থেকে উত্তরে দু’ঘণ্টার দূরত্বে অবস্থিত।

A photo posted by Masato Kawakatsu (@masattoh) on

জাপান উপকূলের ফুকাই শহরে কেন্দ্রস্থলে অবস্থিত দুর্গের চারদিকে সার বেঁধে দাঁড়িয়ে আছে চেরি গাছ। রাতের আলোতে ফুলগুলো উদ্ভাসিত হয়ে আছে।

টোকিওতে চেরি ফুলের বাহার দেখার সবচে’ জনপ্রিয় জায়গা হলো ইউনো পার্ক। প্রতি বসন্তে হাজার হাজার মানুষ চেরি ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে এখানে আসেন।

A photo posted by yuka (@yuka_tokyoadvisor) on

ফুল ফোটার মৌসুমে পরিবারে সবাই কিংবা বন্ধুবান্ধব মিলে আয়েশি ভাবে চেরি গাছের নিচে নীল রঙের শিট বিছিয়ে খানাপিনা ও গানবাজনায় মেতে ওঠেন। অনেক প্রতিষ্ঠান এ সময়ে চেরি ফুল দেখার ট্যু আয়োজন করে।

A photo posted by viachesiva (@viachesiva) on

এ সময়ে আবহাওয়া খানিকটা ঠান্ডা থাকে। তবে বৃষ্টি নামলে চেরি মৌসুম খুব দ্রুত ফুরিয়ে যায়। কারণ, বৃষ্টিতে চেরি ফুলের পাপড়ি ঝরে যায়।

A photo posted by Ichina Kurita (@ichina.k) on

The Asuwa River in Fukui City.

ফুকাই শহরের আসুয়া নদী।

অল্প কয়েকদিন স্থায়ী হলেও বেশিরভাগ জাপানিজের কাছে বছরের সবচে’ সুন্দর সময় হলো চেরি ফুল ফোটার মৌসুম। সবাই এই স্বল্প সময়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করে থাকে।

A photo posted by @xiaoqiume on

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .