
ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।
আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন, তাহলে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের হাতে রং করা এমন কিছু ছবি ও পোস্টকার্ড পাবেন, যেগুলো ২০ শতকের শুরুর দিকের। এই ছবিগুলোতে সেই সময়কার বড় বড় শহরগুলোর দৈনন্দিন জীবনের চিত্র উঠে এসেছে।
এই ছবিগুলোর ঐতিহাসিক মূল্য অনেক। এই ছবিগুলো দেখে এক শতক আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তা আঁচ করা যায়। চলুন দেখা যাক, সেই ছবিগুলো।
যুদ্ধপূর্ব ভিয়েতনাম
নিচের ছবিটি তুলেছেন ভ আন নিন। ভিয়েতনামের ফটোগ্রাফি ইতিহাসের জনক হিসেবে গন্য করা হয় তাকে। ১৯৫০ সালে ফরাসি ঔপনিবেশিক আমলের শেষের দিকে তিনি ছবিটি তুলেছিলেন। এটি ১৯৫০ সালের ভিয়েতনামীদের জীবনযাপনের একটি বিরল মূহূর্ত তুলে ধরেছে। এর মাত্র এক দশক পরেই দেশটি দীর্ঘস্থায়ী রক্তাক্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
ফ্লিকার পেইজ মাহহাই থেকে এই ধরনের আরো কিছু রঙিন ছবি সাইগনিয়ান ওয়েবসাইট পোস্ট করেছে:

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।
১৯০০ সালের ম্যানিলা
ফিলিপাইন দীর্ঘ ৩০০ বছর স্প্যানিশদের অধীনে ছিল। ১৮৯৮ সালে দেশটি বিপ্লব করে স্বাধীনতা লাভ করে। কিন্তু অল্প কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি দখল করে নেয়। ১৯৪৬ সাল পর্যন্ত তারা মার্কিনদের অধীনে ছিল। নিচের ছবিগুলো ম্যানিলা শহরের স্প্যানিশদের হাত থেকে মার্কিনিদের অধীনে যাওয়ার সময়ের। তাই শহরের ঐতিহ্যে স্প্যানিশ কৃষ্টির পাশাপাশি মার্কিন প্রভাব চোখে পড়ছে।
জন টিওয়েলের ডিজিটাল সংগ্রহ থেকে ছবিগুলো নিয়ে রং করেছেন ই এস সিসন। পরে ছবিগুলো কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজে আপলোড করা হয়।

পুরোনো ম্যানিলার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হলো বিনডো। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

এসকোলটা সেতু। পুরোনো ম্যানিলার অভিজাত বাণিজ্যিক কেন্দ্র এটি। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

উনিশ সালের শুরুর দিকের ম্যানিলাতে কাপড় ধোয়ার দৃশ্য। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

উনিশ সালের শুরুর দিকের লুনেতা পার্ক। তখনকার মতো এখনো এখান থেকে ম্যানিলা বে’র সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখা যায়। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
সিঙ্গাপুরের পুরোনো পোস্টকার্ড
হাতে রং করা এই পোস্টকার্ডগুলো নিউ ইয়র্ক গণগ্রন্থাগারের পাবলিক ডোমেইন থেকে নেয়া হয়েছে। এই ছবিগুলো ২০ শতকের শুরুর দিকের। সিঙ্গাপুর যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যস্ততম বন্দর তা এই ছবিগুলোতে সেটাই উঠে এসেছে।