২০ শতকের ঔপনিবেশিক সময়ের রঙিন ছবিতে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাস্তার চিত্র উঠে এলো

Photo by Vo Anh Ninh, taken from the Flickr page of manhhai (CC License)

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

আপনি যদি ইন্টারনেটে অনুসন্ধান করেন, তাহলে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ফিলিপাইনের হাতে রং করা এমন কিছু ছবি ও পোস্টকার্ড পাবেন, যেগুলো ২০ শতকের শুরুর দিকের। এই ছবিগুলোতে সেই সময়কার বড় বড় শহরগুলোর দৈনন্দিন জীবনের চিত্র উঠে এসেছে।

এই ছবিগুলোর ঐতিহাসিক মূল্য অনেক। এই ছবিগুলো দেখে এক শতক আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তা আঁচ করা যায়। চলুন দেখা যাক, সেই ছবিগুলো।

যুদ্ধপূর্ব ভিয়েতনাম

নিচের ছবিটি তুলেছেন ভ আন নিন। ভিয়েতনামের ফটোগ্রাফি ইতিহাসের জনক হিসেবে গন্য করা হয় তাকে। ১৯৫০ সালে ফরাসি ঔপনিবেশিক আমলের শেষের দিকে তিনি ছবিটি তুলেছিলেন। এটি ১৯৫০ সালের ভিয়েতনামীদের জীবনযাপনের একটি বিরল মূহূর্ত তুলে ধরেছে। এর মাত্র এক দশক পরেই দেশটি দীর্ঘস্থায়ী রক্তাক্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

ফ্লিকার পেইজ মাহহাই থেকে এই ধরনের আরো কিছু রঙিন ছবি সাইগনিয়ান ওয়েবসাইট পোস্ট করেছে:

Photo by Vo Anh Ninh, taken from the Flickr page of manhhai (CC License)

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Photo by Vo Anh Ninh, taken from the Flickr page of manhhai (CC License)

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Photo by Vo Anh Ninh, taken from the Flickr page of manhhai (CC License)

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

Photo by Vo Anh Ninh, taken from the Flickr page of manhhai (CC License)

ছবি তুলেছেন ভ আন নিন। মাহহাই-এর ফ্রিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি নেয়া হয়েছে। সিসি লাইসেন্সের আওতায় প্রকাশিত।

১৯০০ সালের ম্যানিলা

ফিলিপাইন দীর্ঘ ৩০০ বছর স্প্যানিশদের অধীনে ছিল। ১৮৯৮ সালে দেশটি বিপ্লব করে স্বাধীনতা লাভ করে। কিন্তু অল্প কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি দখল করে নেয়। ১৯৪৬ সাল পর্যন্ত তারা মার্কিনদের অধীনে ছিল। নিচের ছবিগুলো ম্যানিলা শহরের স্প্যানিশদের হাত থেকে মার্কিনিদের অধীনে যাওয়ার সময়ের। তাই শহরের ঐতিহ্যে স্প্যানিশ কৃষ্টির পাশাপাশি মার্কিন প্রভাব চোখে পড়ছে।

জন টিওয়েলের ডিজিটাল সংগ্রহ থেকে ছবিগুলো নিয়ে রং করেছেন ই এস সিসন। পরে ছবিগুলো কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজে আপলোড করা হয়।

Binondo, an important religious and commercial center in old Manila. Image from the Facebook page of Kinulayang Kasaysayan, used with permission

পুরোনো ম্যানিলার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হলো বিনডো। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Crossing the Escolta bridge. Escolta was the premier business center in old Manila. Image from the Facebook page of Kinulayang Kasaysayan, used with permission

এসকোলটা সেতু। পুরোনো ম্যানিলার অভিজাত বাণিজ্যিক কেন্দ্র এটি। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Washing clothes in Manila during the early 1900s. Image from the Facebook page of Kinulayang Kasaysayan, used with permission

উনিশ সালের শুরুর দিকের ম্যানিলাতে কাপড় ধোয়ার দৃশ্য। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Luneta Park in the early 1900s. This place, then and now, is famous for its spectacular view of the Manila Bay sunset. Image from the Facebook page of Kinulayang Kasaysayan, used with permission

উনিশ সালের শুরুর দিকের লুনেতা পার্ক। তখনকার মতো এখনো এখান থেকে ম্যানিলা বে’র সূর্যাস্তের অসাধারণ দৃশ্য দেখা যায়। ছবি নেয়া হয়েছে কালারাইজড হিস্টোরি নামে একটি ফেসবুক পেইজ থেকে। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

সিঙ্গাপুরের পুরোনো পোস্টকার্ড

হাতে রং করা এই পোস্টকার্ডগুলো নিউ ইয়র্ক গণগ্রন্থাগারের পাবলিক ডোমেইন থেকে নেয়া হয়েছে। এই ছবিগুলো ২০ শতকের শুরুর দিকের। সিঙ্গাপুর যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যস্ততম বন্দর তা এই ছবিগুলোতে সেটাই উঠে এসেছে।

Native sampan, Singapore. 1907 - 1918. Photo from The New York Public Library Digital Collections.

দেশীয় নৌকা, সিঙ্গাপুর ১৯০৭-১৯১৮। নিউ ইয়র্ক গণগ্রন্থাগারের ডিজিটাল সংগ্রহশালা থেকে নেয়া হয়েছে।

Finlayson Green, Singapore. 1907-1918. Photo from The New York Public Library Digital Collections.

ফিনলেসন গ্রিন, সিঙ্গাপুর ১৯০৭-১৯১৮। নিউ ইয়র্ক গণগ্রন্থাগারের ডিজিটাল সংগ্রহশালা থেকে নেয়া হয়েছে।

Hill Street, Singapore. 1907-1918. Photo from The New York Public Library Digital Collections.

হিল স্ট্রিট, সিঙ্গাপুর ১৯০৭-১৯১৮। নিউ ইয়র্ক গণগ্রন্থাগারের ডিজিটাল সংগ্রহশালা থেকে নেয়া হয়েছে।

Victoria Street, Singapore. 1907-1918. Photo from The New York Public Library Digital Collections.

ভিক্টোরিয়া স্ট্রিট, সিঙ্গাপুর ১৯০৭-১৯১৮। নিউ ইয়র্ক গণগ্রন্থাগারের ডিজিটাল সংগ্রহশালা থেকে নেয়া হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .