শুনছেন কি? গ্লোবাল ভয়েসেস পডকাস্ট আবার ফিরে এসেছে

তিন বছর পর, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট অবশেষে ফিরে এলো। পুনরায় চালু হওয়া এই সংস্করণের আমরা নাম দিয়েছি, “গ্লোবাল ভয়েসেসে যে সপ্তাহ ছিল।”

এই সংস্করণে, গ্লোবাল ভয়েসেসের বার্তা সম্পাদক লরেন ফিঞ্চ এবং আমি – গ্লোবাল ভয়েসেস এর ব্যবস্থাপনা সম্পাদক – আপনাদেরকে মেক্সিকো, চীন, তাজিকিস্তান, ম্যাসিডোনিয়া ও রাশিয়ায় নিয়ে যাব।

মেক্সিকোতে আমরা আপনাদের একজন মেক্সিকান জনসেবক আর্নি আওস ডেন রুথেন সম্পর্কে গল্প বলব, যিনি আইনভঙ্গকারীদের মুখোশ উন্মোচন করতে পেরিস্কোপ ব্যবহার করেছিলেন। গল্পটি আমাদের কাছে নিয়ে এসেছেন গ্লোবাল ভয়েসেস-এর লেখক যে টাডেও।

এরপরে আমরা আপনাদের নিয়ে যাব চীনে। সেখানে এ সপ্তাহে আমাদের সেন্সরশিপের গল্প জানাব, যে বিষয়টিতে উত্তরপূর্ব এশিয়ার সম্পাদক ওয়ায়েন লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এর পরে আমরা আপনাকে নেব তাজিকিস্তানে, তারপর ম্যাসেডোনিয়ায় এবং একটি নতুন চলচ্চিত্রের বিষয়ে আমাদের রুনেট ইকোর সম্পাদক কেভিন রথরকের সাথে আলোচনা করব। সিনেমাটিতে রাশিয়া'র ভীতু দেশপ্রেম প্রদর্শনীর সময় হ্যারি পটাকে তিরস্কার করা হয়েছে।

গ্লোবাল ভয়েসেসের পডকাস্ট ফিরিয়ে আসার জন্য আমরা শিহরিত। আমাদের লেখক, অনুবাদক এবং সম্পাদকদের অনেক ধন্যবাদ, যারা এই পর্বকে সম্ভব করতে সাহায্য করেছেন।

গ্লোবাল ভয়েসেসের এই সপ্তাহের পর্বে, ফ্রি মিউজিক আর্কাইভ থেকে আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সযুক্ত সঙ্গীত নিয়ে ফিচার করেছি। সেগুলোর মধ্যে ছিল, যাহারমেক্সিকো জিমি পে এর দয়া করে যত্নসহকারে শুনুন, ক্রিস জাব্রিস্কি এর এয়ার হকি সেলুন, স্কট হলমেস এর রেনবো রাস্তাদা ফ্রিক ফ্যানডাঙ্গো অর্কেস্ট্রা’র একটি রাশিয়ান সার্কাসের গল্প।

আগামী দুই সপ্তাহের মধ্যে আবার আমাদের কণ্ঠ শুনতে পাবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .