মিয়ানমারের অধিবাসীরা এল নিনোর প্রভাবে বর্ধিত তাপমাত্রার সাথে যেভাবে মেকাবেলা করছে

Yangon residents have to adjust to the increased temperatures and water shortages brought by the El Niño weather pattern. Photo and caption by Hein Htet / The Irrawaddy

এল নিনো আবহাওয়ার কারণে ইয়াঙ্গুনের বাসিন্দাদের বর্ধিত তাপমাত্রা এবং পানির সংকট মোকাবেলা করতে হচ্ছে। ছবি ও ক্যাপশনঃ হেইন টেট/ দ্যা ইরাবতী

এই লিখাটি মিয়ানমারের মিয়ানমারের একটি স্বাধীন সংবাদ সাইট দ্যা ইরাবতী থেকে নেওয়া হয়েছে। গ্লোবাল ভয়েসেসে এটি বিষয়বস্তু শেয়ারিং চুক্তির অধীনে পুনঃপ্রকাশিত হল।

এল নিনো আবহায়ার বিপর্যয় সংক্রান্ত একটি ফলাফল। এশিয়া প্যাসিফিকের বেশ কিছু দেশে ইতিমধ্যে এটি অনুভূত হতে শুরু করেছে। যেহেতু এল নিনো এর ১২ থেকে ১৮ মাস চক্রের মধ্যে সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলে, মিয়ানমারের বিশাল চাষের এলাকা উচ্চ তাপমাত্রা এবং পানির অভাবে আক্রান্ত হয়ে পড়েছে।

সাধারণত মার্চ মাস পর্যন্ত গ্রীষ্ম শুরু হয় না, তবে তাপমাত্রা ইতিমধ্যে অপেক্ষাকৃত তীব্র হয়েছে। আবহাওয়াবিদেরা পূর্বাভাস দিয়েছেন যে মিয়ানমারের বহু অংশে পানির সংকট আগামী মাসগুলোতে যতটা সম্ভব তিন গুণ বেড়ে যেতে পারে। দেশের প্রধান শহুরে কেন্দ্রস্থল, ইয়াঙ্গুনে ইতিমধ্যে সম্প্রতি তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা মানুষকে কোনো ছায়ার নিচে আশ্রয় নিতে বাধ্য করেছে।

ইয়াঙ্গুন থেকে সমগ্র নদী জুড়ে থাকা একটি শহর, ডালাতে পানির সংকট আরও প্রতীয়মান হয়ে উঠেছে। রেঙ্গুন এবং ডালার অধিবাসীদের সে দেশের তীব্র আবহাওয়া সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হচ্ছে তা ইরাবতীর ফটোগ্রাফার হেইন টেট এবং পিয়াই কিয়াও সম্প্রতি ক্যামেরাতে ধারণ করেছেন।

Water rationing in Yangon. Photo by Hein Htet / The Irrawaddy

ইয়াঙ্গুনে পানি রেশন দেয়া হচ্ছে। ছবিঃ হেইন টেট / ইরাবতী পত্রিকা

Dala residents coping with the waves of severe weather brought by the El Niño weather pattern. Photo by Pyay Kyaw / The Irrawaddy

এল নিনো আবহাওয়া নমুনায় খারাপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঢেউ মোকাবেলা করছে ডালার বাসিন্দারা। ছবিঃ পিয়াই কিয়াও / ইরাবতী পত্রিকা

Community water pump in Dala. Photo by Pyay Kyaw / The Irrawaddy

ডালা শহরে জনসাধারণের জন্য যৌথ পানির পাম্প। ছবিঃ পিয়াই কিয়াও / ইরাবতী পত্রিকা

Transporting water buckets in Dala. Photo by Pyay Kyaw / The Irrawaddy

ডালা শহরে পানির বালতি পরিবহন। ছবিঃ পিয়াই কিয়াও / ইরাবতী পত্রিকা

Yangon residents carry umbrella as protection from the heat of the sun. Photo by Hein Htet / The Irrawaddy

সূর্যের তাপ থেকে সুরক্ষার জন্য ইয়াঙ্গুন বাসিন্দাদের ছাতা বহন। ছবিঃ হেইন টেট / ইরাবতী পত্রিকা

Birds soak in water as temperature rises in Dala. Photo by Pyay Kyaw / The Irrawaddy

ডালাতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় পাখিরা পানিতে ভিজছে। রাখুন ছবিঃ পিয়াই কিয়াও / ইরাবতী পত্রিকা

Yangon residents find a shade to rest. Photo by Hein Htet / The Irrawaddy

ইয়াঙ্গুন বাসিন্দাদের ছায়া খুঁজে বিশ্রাম নেয়া। ছবিঃ হেইন টেট / ইরাবতী পত্রিকা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .