
ভিডিও আর্টিস্ট বিল ওয়ার্টজের জাপানের ইতিহাস ভিডিও’র স্ক্রিনশট। ইউটিউব থেকে নেয়া হয়েছে।
ভিডিও আর্টিস্ট বিল ওয়ার্টজ জাপানের ইতিহাস নামে একটি চমৎকার ভিডিও বানিয়েছেন। ভিডিওটি সবার কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এটি শেয়ারও করছেন। ভিডিওটি ফেব্রুয়ারির শুরুর দিকে ইউটিউবে আপলোড করা হয়েছিল। ইতোমধ্যে ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।
ভিডিওতে মাত্র ৯ মিনিটে জাপানের ৪০ হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।
সাইকেডেলিক ধরনের এই ভিডিওতে জাপানি ইতিহাসের গল্প বলতে অদ্ভূত সব চিত্র ব্যবহার করা হয়েছে। যদিও ভিডিও দেখে কেউ কেউ অভিযোগ করেছেন, জাপানি ইতিহাস বুঝাতে মূল কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে মাত্র, বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। তবে, মাত্র ৯ মিনিটের ভিডিওতে সবকিছু তুলে ধরা সম্ভব নয়।
জাপানের সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ইতিহাস এভাবে তুলে আনার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছে। তবে ভিডিও’র ভাষা ইংরেজি হওয়ায় এখন পর্যন্ত জাপানে ভাইরাল হয়নি।
বিবিসি’র প্রতিনিধি মারিকো আইয়ি লিখেছেন:
Is it wrong that I kinda like this Japan's history in 9mins video? 略ししぎだろと思いつつ、思わず笑っちゃう日本の歴史を9分で説明するビデオ!https://t.co/1FwvaHQMyw
— Mariko Oi 大井真理子 (@MarikoOiBBC) February 6, 2016
জাপানের ইতিহাস নিয়ে ৯ মিনিটে এই ভিডিও আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ করাটা কি ভূল হয়েছে? থাক, পছন্দ করার বিষয়টি ছেড়ে দিন। ভিডিওটিতে যেভাবে জাপানের ইতিহাস তুলে ধরা হয়েছে, সেটা আপনাকে ব্যাপক আনন্দ দিবে।
রেকিশি যাতসুদান নামের জনপ্রিয় ওয়েবসাইটটিতে জাপানের ইতিহাস তুলে ধরা হয়ে থাকে। সেই ওয়েবসাইটে বলা হয়েছে:
日本の歴史を9分でたどる動画。英語ですが面白いです。→ The Most Entertaining Video on Japan's History You Will See https://t.co/xcKwmqC9Tx
— 歴史雑談録 (@rekishizatsudan) February 5, 2016
জাপানের ইতিহাস নিয়ে সবচে’ বিনোদনমূলক ভিডিও দেখতে পাবেন। মাত্র ৯ মিনিটে জাপানের ইতিহাস তুলে ধরা হয়েছে। ভিডিও’র ভাষা ইংরেজি। তবে এটা বেশ মজাদার।
ব্লগার ক্যামবোডিয়া টারো ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন:
日本の歴史を、英語でサクッと伝える素晴らしい素材。 https://t.co/ScMCCTGpAz
— カンボジア太郎 (@Cambodiataro) February 4, 2016
এটি খুবই ভালো একটি সহায়ক ভিডিও। ইংরেজিতে সংক্ষিপ্তভাবে জাপানের ইতিহাস বর্ণনা করা হয়েছে।