জাপানের ইতিহাস বিষয়ক একটি কৌতুককর ভিডিও ব্যাপক প্রশংসা পেয়েছে, এমনকি জাপানিদের কাছ থেকেও

History of Japan by Bill Wurtz

ভিডিও আর্টিস্ট বিল ওয়ার্টজের জাপানের ইতিহাস ভিডিও’র স্ক্রিনশট। ইউটিউব থেকে নেয়া হয়েছে।

ভিডিও আর্টিস্ট বিল ওয়ার্টজ জাপানের ইতিহাস নামে একটি চমৎকার ভিডিও বানিয়েছেন। ভিডিওটি সবার কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই এটি শেয়ারও করছেন। ভিডিওটি ফেব্রুয়ারির শুরুর দিকে ইউটিউবে আপলোড করা হয়েছিল। ইতোমধ্যে ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভিডিওতে মাত্র ৯ মিনিটে জাপানের ৪০ হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।

সাইকেডেলিক ধরনের এই ভিডিওতে জাপানি ইতিহাসের গল্প বলতে অদ্ভূত সব চিত্র ব্যবহার করা হয়েছে। যদিও ভিডিও দেখে কেউ কেউ অভিযোগ করেছেন, জাপানি ইতিহাস বুঝাতে মূল কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে মাত্র, বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। তবে, মাত্র ৯ মিনিটের ভিডিওতে সবকিছু তুলে ধরা সম্ভব নয়।

জাপানের সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের ইতিহাস এভাবে তুলে আনার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছে। তবে ভিডিও’র ভাষা ইংরেজি হওয়ায় এখন পর্যন্ত জাপানে ভাইরাল হয়নি।

বিবিসি’র প্রতিনিধি মারিকো আইয়ি লিখেছেন:

জাপানের ইতিহাস নিয়ে ৯ মিনিটে এই ভিডিও আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ করাটা কি ভূল হয়েছে? থাক, পছন্দ করার বিষয়টি ছেড়ে দিন। ভিডিওটিতে যেভাবে জাপানের ইতিহাস তুলে ধরা হয়েছে, সেটা আপনাকে ব্যাপক আনন্দ দিবে।

রেকিশি যাতসুদান নামের জনপ্রিয় ওয়েবসাইটটিতে জাপানের ইতিহাস তুলে ধরা হয়ে থাকে। সেই ওয়েবসাইটে বলা হয়েছে:

জাপানের ইতিহাস নিয়ে সবচে’ বিনোদনমূলক ভিডিও দেখতে পাবেন। মাত্র ৯ মিনিটে জাপানের ইতিহাস তুলে ধরা হয়েছে। ভিডিও’র ভাষা ইংরেজি। তবে এটা বেশ মজাদার।

ব্লগার ক্যামবোডিয়া টারো ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন:

এটি খুবই ভালো একটি সহায়ক ভিডিও। ইংরেজিতে সংক্ষিপ্তভাবে জাপানের ইতিহাস বর্ণনা করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .