জাপানের কসমেটিক উত্পাদনকারী প্রতিষ্ঠান শিসেইডো সম্প্রতি একটি অনলাইন বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিজ্ঞাপনটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা (ভাইরাল) পেয়েছে।
“জাপানের হাই স্কুলের মেয়েদের মেকআপ রহস্য” (দ্য মেকআপ সিক্রেটস অব জাপানিজ হাই স্কুল গার্লস) শিরোনামের বিজ্ঞাপনটি শুরু হয় একজন হাই স্কুল শিক্ষিকার ক্লাসে ঢুকে পড়ানোর মধ্যে দিয়ে।
তারপর ক্যামেরা পুরো ক্লাসরুম জুড়ে ঘোরে। তখন ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের এক ঝলক দেখা যায়।
Video caption: The Makeup Secrets of Japanese High School Girls
ভিডিও ক্যাপশন: জাপানের হাই স্কুলের মেয়েদের মেকআপ রহস্য
বিজ্ঞাপনটিতে দর্শকদের জন্য একটা চমক লুকিয়ে রয়েছে। কিন্তু সেটা কী?
তার একটা ইঙ্গিত মেলে একজন শিক্ষার্থীর পড়তে থাকা একটি বইয়ের পাতায়:
“Did you notice any boys in this classroom?”
ক্লাসে কোনো ছেলে আছে কিনা তা কি খেয়াল করেছেন?
তারপরেই দেখা যায়, ক্লাসের ছাত্রীরা ছেলেতে রূপান্তরিত হচ্ছে। উল্টো দিক থেকে ভিডিওটি চালানো হলে ছাত্রদেরকে কীভাবে ছাত্রীতে রূপান্তরিত করা হচ্ছে, সেটা দেখা যায়।
এমনকি ক্লাসের শিক্ষিকাও শিক্ষকে রূপান্তরিত হন।
প্রত্যাশিতভাবেই বিজ্ঞাপনটি জাপানে ব্যাপক জনপ্রিয় হয়।
টুইটার ব্যবহারকারী একজন নারী বলেছেন:
資生堂のCM凄いね!女よりキレイで自信なくした(*´ェ`*)…
— まにゃ (@k15rko) October 20, 2015
শিসেইডো’র এই বিজ্ঞাপনটি সত্যিই অসাধারণ। বিজ্ঞাপনে অংশ নেয়া ছেলেদের মেয়েদের চেয়েও সুন্দর লাগছে।
বেশিরভাগ প্রতিক্রিয়াই মেয়েদের ছেলেতে রূপান্তরের বিষয় নিয়ে। সবাই এর প্রশংসাও করেছেন। তবে কম হলেও কিছু মন্তব্য এসেছে কীভাবে নারীর বিনির্মাণ হয় সেটা নিয়ে। এক্ষেত্রে প্রসাধন সামগ্রীর ভূমিকা কতটুকু, নারীরা এটিকে কতটা বিবেচনায় নেন সেটাও উঠে এসেছে:
プロの仕事って凄い!資生堂の本気も凄い!
— すずみ (@suzumi_heywho) October 20, 2015
পেশাদার স্টাইলিস্টরা এককথায় চমৎকার! এই বিজ্ঞাপনে শিসেইডোর ভূমিকা নিখুঁতভাবে উঠে এসেছে।
বিজ্ঞাপনে অংশ নেয়া কিছু মডেল আগে ও পরের ছবি পোস্ট করেছেন।
আশাহি ফুজি মডেল হিসেবে খুব একটা পরিচিত নন। এখানে রইলো তার ছবি:
Before After載せます! #女装 #見た人全員RT #少しでもいいなと思ったらRT pic.twitter.com/sZbyUPOIQh
— 伊藤 明日陽 (@Rising_Sun119) October 16, 2015
আগে ও পরের ছবি। #ক্রস-ড্রেসিং
ইউকি মুরাকামি নামের একজন মডেল পুরো দলের ছবি পোস্ট করেছেন:
資生堂のウェブCM出ました!少しだけど😅 なんと!池田翼くんとかでてる!! てかイケメンめっちゃおおいです! 女子必見?wはずいけど https://t.co/qJlbEy8D5C メイク道具の紹介はメイキングだね〜 pic.twitter.com/KcJEOSP4Vm
— Yuki Murakami (@XvyukivX) October 16, 2015
আমি শিসেইডো’র নতুন অনলাইন বিজ্ঞাপনে কাজ করছি। এখানকার বেশিরভাগ মডেলই খুব হ্যান্ডসাম। মেয়েদের অবশ্যই এই বিজ্ঞাপনটি দেখা উচিত!…
টুইটার ব্যবহারকারী @আরএলএল_৯২৫ বিজ্ঞাপনে অংশ নেয়া মডেল মুরাকামি’র বন্ধু। তিনি বিজ্ঞাপনের পিছনের ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। কীভাবে মেকআপ দেয়া হচ্ছে, কীভাবে তাদের মেয়েতে রূপান্তরিত করা হয়েছে, সেটা দেখা গেছে:
@XvyukivX え、まって!スゴイじゃん!笑 pic.twitter.com/0f8U9ZzqdZ
— とびたりさ (@RII__925) October 16, 2015
একটু অপেক্ষা করুন! এটা সত্যিই খুব চমত্কার!
তুলনা করলে বিজ্ঞাপনের শেষের দিকে মেকআপ ছাড়া ছেলেদের উপস্থিতিই সবচে’ বেশি আকর্ষণীয়: