সার্বিয়ার গোঁড়া খৃষ্টান এক গ্রামের বাসিন্দারা হুমকি দিয়েছে যদি তাদের গির্জা মেরামত না করা হয় তাহলে তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করবে

A street in the village of Šopić. Photo by Dungodung, used under CC BY-SA 3.0 license.

সোপিক নামের এক গ্রামের রাস্তা। ছবি ডাংগোডাং-এর। সিসি বাই –এসএ ৩.০ লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।

বেলগ্রেড থেকে সামান্য দূরে সাপিক নামক গ্রামের বাসিন্দারা হুমকি প্রদান করেছে যে ২০১৫-এর অক্টোবরের মধ্যে তাদের ক্ষতিগ্রস্থ চার্চ ঠিক না করে দেয়া হয় তাহলে একসাথে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। সার্বিয়ার অর্থোডক্স চার্চের প্রধান আইরিজে-এর কাছে লেখা এক চিঠিতে গ্রামের উক্ত সম্প্রদায়ের সদস্যরা চার্চের নেতাদের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা সাপিকের এই ১৫০ বছর পুরোনো চার্চ পুনরায় নির্মাণে সাহায্য করে, যা গত বছরের গ্রীষ্মের এক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়।

সার্বিয়ার দৈনিক পত্রিকা ‘আলো'র সংবাদ অনুসারে এই সঙ্কটের শুরু জুলাই ২০১৪-এ যখন এক ঘূর্ণিঝড়ে কয়েক মিনিটের মধ্যে গির্জাটি ভেঙ্গে পড়ে, ঝড়ে এর ছাদ উড়ে যায়,আর চার্চের ঘণ্টা এবং কাঠামোর ক্ষতি হয়। এই সম্প্রদায়ের পাদ্রিরা পুরোনো চার্চ কে ভেঙ্গে তার জায়গায় নতুন এক চার্চ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে, যদিও স্থানীয় বাসিন্দাদের সমালোচনার মাঝে এই উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা চাইছিল দেড়শ বছরের পুরোনো এই চার্চের কাঠামো ঠিক রেখে যেন একে সংস্কার করা হয়। সার্বিয়ান অর্থোডক্স চার্চের নেতাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে চার্চ সমিতির সদস্য বলেন :

Ako ne dobijemo vašu podršku, koju očekujemo kao vernici i vaši ikreni mirjani, bićemo prinuđeni da, bože me prosti, pređemo kolektivno u islam kako bismo po pozitivnim zakonima Republike Srbije dobili bolju zaštitu za naše objekte i da kao naši stari mučenici na taj način čpuvamo našeg Gospoda Isusa Hrista u srcu, a na glavu stavimo bilo koju kapu koja će nam omogućiti da od bahatosti i bilo čije samovolje zaštitimo naše svetinje.

যদি আমরা আপনাদের সমর্থন না পাই, যা এই মতের বিশ্বাসী অনুসারী সদস্য হিসেবে এবং আপনার বিশ্বস্ত অনুসারী হিসেবে, সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন, কারণ আমরা একসাথে সকলে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য হব, যা আমরা করতে পারি সার্বিয়া প্রজাতন্ত্রের ইতিবাচক আইন অনুসারে, আমাদের ধর্ম চর্চার কেন্দ্র যেন আরো নিরাপদে থাকে এবং আমাদের প্রভু যীশু খ্রিষ্ট যাতে আমাদের হৃদয়ে থাকে, যা আমাদের প্রাচীনকালের শহীদের যেমন রেখেছিল এবং আমাদের মাথায় যে কোন ধরণের টুপি যা আমাদের ধর্মচর্চা করার স্থানকে ক্রোধ এবং যে কারো নিপীড়কের হাত থেকে।

প্রচার মাধ্যমে প্রদান করা বক্তব্যে সোপিক এর সদস্যরা যোগ করেন কে তার নতুন এক চার্চ নির্মাণের পুরোপুরি বিরোধী নন, যতক্ষণ না পুরোনো চার্চ সংরক্ষণ এবং নতুন ভাবে নির্মাণ করা হবে। তারা এই বিষয়ের উপর জোর দেন যে সার্বিয়ায় অন্য যে সমস্ত সংখ্যালঘু বিশ্বাস যে ভাবে নিরাপত্তা প্রদান করা হচ্ছে তাদের বিশ্বাস সে ভাবে নিরাপদ নয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .