বন উজাড় করে ফেলা ও সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে এ বছরের ১ অক্টোবরে এল ক্যাম্ব্রে ডস-এ (গুয়াতেমালা সিটি শহর থেকে নয় মাইল দুরে অবস্থিত এক শহর) ভূমিধস সংগঠিত হয়। সপ্তাহান্তে মৃতের সংখ্যা বেড়ে ২০০ জনে পরিণত হয়েছে, এবং এই ঘটনায় ৩০০ জন ব্যক্তির নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে এবং ২৩০ জন ব্যক্তি বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এছাড়াও এই ভূমিধস-এ ডজন খানেক ব্যক্তি আহত হয় এবং সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিবিসি-এর সংবাদ অনুসারে, স্থানীয় বাসিন্দাদের আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে এই এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এ বছর এবং গত বছর প্রবল বৃষ্টিপাত-এর ফলে প্রায় ৫০,০০০ হাজার নাগরিকের এই আবাসস্থল ইতোমধ্যে এই ধরণের ঘটনার দ্বারা আক্রান্ত হয়। বিশেষ করে বাজে আবহাওয়া ভূমিধসের সময় সম্বন্ধে যে ধারণা দেয়া হয় তাকে ভুল প্রমাণিত করে, যে সময় ধারণ করা হয়েছিল এই ঘটনা তার আগে ঘটে যায়।
গুয়াতেমালা রেডক্রস এই ঘটনার শিকার ব্যক্তিদের বিভিন্ন ভাবে সাহায্য করার জন্য নানান ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।
¡#CruzRojaGt agradece tu apoyo! pic.twitter.com/F72qQmCVS5
— CruzRojaGuatemalteca (@CRGuatemalteca) October 6, 2015
আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।
আমরা গুয়াতেমালার এই সকল দয়ালু নাগরিকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের সংগ্রহশালায় সংগৃহীত ত্রাণ উপকরণ সরবরাহের ক্ষেত্রে আমাদের উপর বিশ্বাস রেখেছে। যদিও এখনো আমরা সরবরাহকৃত দ্রব্যাদি পাইনি, কিন্তু এল ক্যাম্ব্র ডস-এ বসবাসরত ভ্রাতাদের অর্থনৈতিক ভাবে সাহায্য করার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন।
এই সকল একাউন্ট নাম্বারে আপনারা অর্থ পাঠাতে পারেন
একাউন্ট নাম্বার–১৭১৫৭৮০৩২ বাঙ্কো রিফার্মাডোর
একাউন্ট নাম্বার-৩০৩৩৬৯৯৩৫২ বানরুরাল ব্যাঙ্ক
যদি কেউ গুয়াতেমালা রেডক্রসের জরুরী ত্রাণ তহবিলে টাকা দিতে চায়, তাহলে তারা ওয়েবসাইট www.cruzroja.gt-এ দান করতে পারে, যেখানে যে কেউ প্রদান করা টাকার জন্য রসিদ পাঠানোর অনুরোধ জানাতে পারে।