আয়োতজিনাপা: ৪৩জন ছাত্রের অন্তর্ধানের এক বছর পরও থেকে যাওয়া ৯টি প্রশ্নের সম্ভাব্য ৯টি উত্তর

Manta de los 43 colocada en la Normal de Ayotzinapa. Foto: Francisco Cañedo, SinEmbargo.

আয়েতজিনাপার সাধারণ বিদ্যালয়-এ ৪৩ জন নিখোঁজ ছাত্রের ব্যানার ঝুলছে। ছবি: ফ্রান্সিসকো কানিয়েডো, সিনএমবার্গো।

এই লেখাটি মূলত সিন এমবার্গো-তে প্রকাশিত হয়েছিল এবং আমাদের অংশিদারিত্বের চুক্তির ভিত্তিতে এখানে পুন:প্রকাশিত হয়েছে। 

এক বছর আগে, মেক্সিকোর দক্ষিণে ইগুয়ালা শহরের পুলিশ কর্তৃক আটক ও অপহরণের পর ৪৩ জন ছাত্র নিখোঁজ হয়ে যায়। কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে একদল সন্ত্রাসী তাদেরকে হত্যা করছে এবং তাদের দেহগুলোকে পুড়িয়ে কাছের একটি আবর্জনা সংগ্রহের স্থানে রেখে গেছে। এই সিদ্ধান্ত সম্পর্কে এখনও অনেক সন্দেহ আছে।

১। এই ছাত্ররা কারা?

They were young adults from poor families who studied at the Ayotzinapa school, an institution known for its strong political activism, to be rural teachers. The majority were in their first year of study and had spent just a few months at the school, located 125 kilometers south of Iguala, in the Guerrero state of Mexico.

দরিদ্র পরিবার থেকে আসা তরুণ প্রাপ্তবয়স্করা পল্লী শিক্ষক হতে পড়াশুনা করার জন্য আয়োতজিনাপা বিদ্যালয়ে আসত, যে প্রতিষ্ঠানটি তার শক্তিশালী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিল। এদের বেশীরভাগই তাদের প্রথম বছরের পড়াশুনা করছিল এবং মাত্র কয়েক মাস হলো বিদ্যালয়ে এসেছে যেটি মেক্সিকোর হেররেরো প্রদেশের ইগুয়ালার ১২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল।

২। ইগুয়ালাতে কী ঘটেছিল?

The normalistas (students of normal schools) of Ayotzinapa were accustomed to seizing buses on roads to use for demonstrations. Last September, they intercepted one close to Iguala and the driver, in agreement with the normalistas, brought the group toward the bus terminal to let off the earlier passengers, according to information from experts from the Inter-American Commission on Human Rights (CIDH).

আয়োতজিনাপার সাধারণপন্থীরা (সাধারণ বিদ্যালয়েলের ছাত্ররা) বিক্ষোভে ব্যবহার করার জন্য সড়ক থেকে বাস আটকাতে অভ্যস্ত ছিল। গত সেপ্টেম্বরে, তারা ইগুয়ালার কাছাকাছি একটির পথ রোধ করে, এবং এর চালক আগে থেকে ভ্রমণরত আরোহীদের নামিয়ে দেবার জন্য সাধারণপন্থীদের সাথে ঐক্যমতের ভিত্তিতে ঐ দলটিকে নিয়ে বাস টারমিনালের দিকে যায়, মানবাধিকারের আন্ত-আমেরিকীয় কমিশন (সিআইডিএইচ) এর বিশেষজ্ঞের তথ্য মতে।

৩। ৪৩ জন ছাত্র কি বাসেই ছিল?

No, less than 10 of them went. In the terminal, the driver left the students locked in the bus. Those trapped students called their friends for help. More normalistas arrived in two buses and together, they seized three more vehicles and pelted another one with stones.

না, তাদের মধ্যে থেকে ১০ জনের কম যায়। টার্মিনালে চালক ছাত্রদেরকে বাসের মধ্যে আটকে রাখে। সেই আটকে থাকা ছাত্ররা তাদের বন্ধুদেরকে সাহায্যের জন্য ডাকে। আরও দুটো বাস নিয়ে আরও সাধারণপন্থীরা সেখানে আসে এবং একত্রে তারা আরও তিনটি গাড়ী আটক করে এবং অন্য আর একটিকে পাথর ছুড়ে ভাঙ্গচুর করে।

4. সেই কারণেই কি পুলিশ তাদেরকে অনুসরণ করেছিল?

For years, the police had permitted the hijacking of buses to avoid violence. On September 26 in Iguala, a three-hour ferocious persecution took place: municipal police were shot, six people were killed, 40 people were wounded, in addition to 43 people being turned in to the Guerreros Unidos cartel.

বছরের পর বছর ধরে, পুলিশ সহিংসতা রোধ করতে এই বাস হাইজ্যাক করা ঘটতে দিয়েছে। ২৬শে সেপ্টেম্বর ইগুয়ালাতে তিন ঘন্টা ধরে ভয়ঙ্কর নিপীড়ন চলে: ৪৩ জন লোককে হেররেরোস উনিদোস কার্টেল-এর হাতে তুলে দেয়া ছাড়াও পৌর পুলিশকে গুলি করা হয়, ৬ জন ব্যক্তি মৃত্যুবরণ করে, ৪০ জন আহত হয়।

৫. যে ছয়জন লোক মারা গেছে তারা সবাই কি ছাত্র ছিল?

Only three of them were students. A bus carrying a youth football team called “Los Avispones” was also attacked. The driver, a 15 year old football player, and a taxi passenger died in the attack.

এদের মধ্যে মাত্র তিনজন ছিল ছাত্র? একটি যুব ফুটবল দলকে বহনকারী ‘লোস আবিসপোনেস’ নামের একটি বাসও আক্রান্ত হয়। তার চালক ১৫ বছর বয়েসী একজন ফুটবল খেলোয়াড়, এবং একটি ট্যাক্সির একজন আরোহী এই হামলায় মারা যায়।

৬। সেখানে এতো বেশী সহিংসতা কেন হয়েছিল?

Some of the captured witnesses later mentioned they thought that, in the mix of students, members of the criminal rival group Los Rojos had infiltrated the group. CIDH experts believe that something else could have been a possible cause for the altercation: drugs or drug money could have been in one of the buses, without the young people knowing, since drugs are often trafficked from Iguala to Chicago.

আটক হওয়া কয়েকজন প্রত্যক্ষদর্শী পরবর্তীতে জানায় যে তারা ভেবেছিলো যে ছাত্রদের মধ্যে সন্ত্রাসী প্রতিদ্বন্দ্বী দল লোস রোহোস-এর সদস্যারা অনুপ্রবেশ করেছে। সিআইডিএইচ বিশেষজ্ঞরা বিশ্বাস করে যে এই অরাজকতার সম্ভাব্য কারণ অন্য কিছুও হতে পারে: তরুণদের অজান্তে এর কোন একটি বাসে মাদক বা মাদক বিক্রির টাকা থাকতে পারে, কারণ প্রায়শই ইগুয়ালা থেকে শিকাগো পর্যন্ত মাদক পাচার করা হয়।

৭। দু'টি ছাত্রকে যদি চিহ্নিত করা হয়ে তবে ভাগারে থাকা দেহগুলোর বিষয়ে কেন সন্দেহ হয়?

Although various detainees talk about how the young people were incinerated, and the jury says that the remains were in a bag in the river by the trash, Argentinian expert witnesses do not agree with these statements, since the bodies were not present when they found the bags. The CIDH experts discard the Argentinian expert witness claim, as there had been a huge fire at the site, obstructing evidence.

যদিও আটককৃত অনেক ব্যক্তিই তরুণদেরকে কিভাবে পোড়ানো হয়েছে সে বিষয়ে কথা বলেছে, এবং জুরী বলছে যে আবর্জনার পাশেই নদীতে একটি থলির মধ্য অবশিষ্টংশ ছিল, আর্জেন্টিনীয় বিশেষজ্ঞ প্রত্যক্ষদর্শীরা এই বক্তব্যের সাথে একমত নয়, কারণ তারা যখন থলিগুলো পায় তখন তার মধ্যে কোন দেহ ছিল না। সিআইডিএইচ বিশেষজ্ঞরা আর্জেন্টিনীয় বিশেষজ্ঞদের এই দাবী বাতিল করে দিয়েছে, যেহেতু ঘটনাস্থলে একটি বিরাট অগ্নীকাণ্ড ঘটে যা প্রমাণগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

৮। তারা কি কোন একদিন দেহাবশেষগুলোকে চিহ্নিত করতে পারবে?

With difficulty. Experts have recovered 60 thousand charred fragments, and the 17 of them with the greatest chances of identifying DNA have been mailed to a lab in Innsbruck.  Up until now, only one student, Alexander Mora, could be identified with certainty and another one, Jhosivani Guerrero, with moderate certainty.

অনেক কষ্টসাধ্যে। বিশেষজ্ঞরা ৬০ হাজার পুড়ে কাঠ হয়ে যাওয়া ভগ্নাবশেষ পেয়েছে, এবং এর মধ্যে ডিএনএ চিহ্নিত করতে পারার বিরাট সুযোগ রয়েছে এমন ১৭টিকে ইনস্‌ব্রুকের একটি পরীক্ষাগারে ডাকাযোগে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মাত্র একটি ছাত্র আলেক্সান্ডার মোরাকে নিশ্চিতভাবে এবং অন্য আর একজন ছাত্র যোসিবানি হেররেরোকে মোটামুটি নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারা গেছে।

৯। এই ঘটনাটি মেক্সিকোর সরকারের জন্য কী পরিণতি বয়ে আনবে?

Ayotzinapa represented a big loss for president Enrique Peña Nieto. Iguala was governed by an opposing party, so the government has been criticized for delaying action on the investigation and for declaring that the “all victims incinerated” version was the “true story” of the case.

রাষ্ট্রপতি এনরিকে পেনিয়া নিয়েতোর জন্য আয়োতজিনাপা একটি বড় ধরনের ক্ষতি বয়ে এনেছে। ইগুয়ালা একটি বিরোধী দল কর্তৃক শাষিত হতো, তাই ঘটনার তদন্তে তারা সময় ক্ষেপণ করছে বলে এবং ‘সকল ক্ষতিগ্রস্তকেই পুড়িয়ে ফেলা হয়েছে’ মূলক ধারণাটি এই বিষয় সম্পর্কে একটি ‘সত্যিকার ঘটনা’ বলে ঘোষণা দেয়ায় সরকারের সমালোচনা করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .