ছবিতে প্রদর্শিত হচ্ছে কতটা বাজে ভাবে ধোঁয়া দক্ষিণ পূর্ব এশিয়াকে আক্রান্ত করেছে

A family riding a motorcycle wear masks as protection against the haze in Riau Province, Indonesia.  Photo by Fachrozi Amri, Copyright @Demotix (9/17/2015)

ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের ধোঁয়াশার হাত থেকে বাঁচার জন্য মোটর সাইকেল আরোহি এক পরিবার মাস্ক বা মুখে ধোঁয়াশা প্রতিরোধী উপাদান পড়েছে। ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইটস @ডেমোটিক্স-এর (১৭/৯/২০১৫)

ইন্দোনেশিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া দাবানল দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতিকে আরো বাজে অবস্থায় পরিণত করেছে। খরা এবং ভূমি পরিষ্কার কার্যক্রম, এই দাবানলের অন্যতম কারণ, যার ফলে কেবল ইন্দোনেশিয়া নয়, একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের আকাশও ধোঁয়াশায় ভরে গেছে।

ধোঁয়াশা (ধোঁয়া দ্বারা সৃষ্ট কুয়াশা) এমন এক সমস্যা, যার জন্য ক্ষুদ্র কৃষকদের ঝোপঝাড় কাটা এবং পুড়িয়ে ফেলার মত ঘটনা এবং বিস্তৃত এলাকা আকারের পামওয়েল চাষকে অনেকে দায়ী করে থাকে, এই সমস্ত ব্যক্তি এবং কোম্পানি যাতে বন জ্বালানো বন্ধ করে, সে বিষয়টি দেখার জন্য ইন্দোনেশিয়া প্রতিশ্রুতি প্রদান করছে।

এদিকে, ইন্দোনেশিয়ার পশ্চিম পাশের কিছু অংশ এখনো আগুন জ্বলছে, এবং সে দেশটির বেশ কয়েকটি শহর সহ এর নিকটবর্তী মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কিছু শহর ধোঁয়ায় ঢেকে গেছে।

নীচে কয়েকটি ছবি তুলে ধরা হল যেগুলোতে উঠে এসেছে ধোঁয়াশার আক্রমণে সেখানকার বাসিন্দাদের যন্ত্রণা ভোগের দৃশ্য।

ইন্দোনেশিয়া

A volunteer try to extinguish a fire in a peatland in Rimbo Long, Kampar, Riau province, Indonesia. Photo by Fachrozi Amri, Copyright @Demotix (9/14/2015)

ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের কামপুরের রিমবো লং-এ এক জলাভূমিতে অগ্নি নির্বাপণের জন্য এক স্বেচ্ছাসেবীর প্রচেষ্টা । ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৪/৯/২০১৫)।

Soldiers extinguish the fire that burned peatlands in Rimbo Long, Kampar, Riau Province, Indonesia's Sumatra. Photo by Fachrozi Amri, Copyright @Demotix (9/16/2015)

ইন্দোনেশিয়ার সুমাত্রার রাইয়ু প্রদেশের কামপুরের রিমবো লং-এ এক জলাভূমিতে সেনারা আগুন নেভাচ্ছে,ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইটস @ ডেমোটিক্স-এর (১৬/৯/২০১৫)।

A jogger uses a mask as protection against the haze in Riau Province, Indonesia.  Photo by Fachrozi Amri, Copyright @Demotix (9/17/2015)

ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের এক মহিলা সকালে দৌড়ানোর সময় ধোঁয়া থেকে নিজের মুখ রক্ষা করার জন্য মুখ কাপড়ে ঢেকে রেখেছে ।ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৭/৯/২০১৫)।

A vendor wearing a mask sells newspaper as the city of Pekanbaru in Indonesia is enveloped with haze. Photo by Fachrozi Amri, Copyright @Demotix (9/14/2015)

ইন্দোনেশিয়ার পেকানবারু শহরের ধোঁয়াশা বাড়ার সাথে সাথে এক সংবাদপত্র বিক্রেতা মুখ কাপড়ে ঢেকে সংবাদপত্র বিক্রি করছে। ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৪/৯/২০১৫)।

Thick haze covered Sultan Syarif Kasim II airport in Riau Province, Indonesia which resulted in the delay and cancellation of some domestic and international flights. Photo by Fachrozi Amri, Copyright @Demotix (9/15/2015)

ইন্দোনেশিয়ার রাইয়ু প্রদেশের সুলতান দ্বিতীয় সাইরিফ কাসিম বিমান বন্দর ঘন ধোঁয়াশা-এ ঢেকে গেছে, যার ফলে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট-এর যাত্রায় বিলম্ব ঘটে কিংবা বাতিল ঘোষণা করা হয়। ছবি ফাচোরাজি আমরি-এর। কপিরাইটস @ ডেমোটিক্স-এর (৯/১৫/২০১৫)।

মালয়েশিয়া

A man wears face mask checking his smartphone with a very low visibility of Sultan Ismail Mosque in Johor, Malaysia which is blanketed by a thick haze. Photo by Fadzil Daud, Copyright @Demotix (9/13/2015)

মালয়েশিয়ার জোহর নামক শহর ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় এক ব্যক্তি মুখ কাপড়ে ঢেকে তার স্মার্টফোন যাচাই করে দেখছে। ছবি ফাদজিল দাউদ-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (৯/১৩/২০১৫)

A boy covers up his face while playing football in Kuala Lumpur. The iconic buildings (Back) of Kuala Lumpur are seen shrouded by haze. Photo by Mukhriz Hazim Mohammad Zabidi, Copyright @Demotix (9/13/2015)

কুয়ালামপুরের এক বালক মুখ ঢেকে ফুটবল খেলছে। কুয়ালালামপুরের বিখ্যাত ভবন (পেছনে) ধোঁয়াশার ভেতর দিয়ে আবছা চেহারায় উঁকি দিচ্ছে। ছবি হাজিম মোহাম্মদ জাবিদি-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (১৩/০৯/২০১৫)।

A student wears a face mask during a school assembly due to haze that hit several states in Malaysia. Photo by Fadzil Daud, Copyright @Demotix (9/13/2015)

ধোঁয়াশা যখন মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রদেশে আঘাত হেনেছে. তার প্রেক্ষাপটে এক ছাত্র মুখ কাপড়ে ঢেকে রেখেছে। ছবি ফাদজিল দাউদ-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (৯/১৩/২০১৫)।

The air pollution index soared to an unhealthy level in Malaysia forcing students to wear face masks in school. Photo by Fadzil Daud, Copyright @Demotix (9/13/2015)

মালয়েশিয়ায় বায়ু দূষণ সূচক যখন ক্রমশ এক অস্বাস্থ্যকর অবস্থার দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নির্দেশ করছে, সে অবস্থায় সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা মুখ কাপড়ে ঢাকতে বাধ্য হচ্ছে। ছবি ফাদজিল দাউদ-এর, কপিরাইট @ ডেমোটিক্স-এর (৯/১৩/২০১৫)

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থা ১৭ সেপ্টেম্বর ২০১৫-এ এক জরুরী সভার আয়োজন করে, এই সভায় আলোচনার বিষয় ছিল গণস্বাস্থ্যের উপর ধোঁয়াশার প্রভাব:

পরবর্তী ২৪ ঘন্টা আবহওয়ার গুণগত মান নিয়ে এক ভবিষ্যদ্বানী করা, স্বাস্থ্যবান ব্যক্তি জোরে শ্বাস গ্রহণের পরিমাণ কমিয়ে আনবে অথবা ঘরের বাইরে তারা কঠিন কোন শারীরিক পরিশ্রমের কাজ করা কমিয়ে দেবে। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শিশুরা লম্বা সময় ধরে শ্বাস গ্রহণ-এর পরিমাণ কমিয়ে দেবে অথবা ঘরের বাইরে কোন ভারী কোন পরিশ্রমের কাজ, এদিকে যারা নিয়মিত শ্বাস কষ্টে ভোগে এবং যারা দীর্ঘ সময় ধরে হৃদরোগের সমস্যা ভুগছে তারা লম্বা সময় ধরে শ্বাস নেওয়া কিংবা ঘরের বাইরে শ্রম সাধ্য কাজ করা এড়িয়ে চলবে। যে সমস্ত ব্যক্তি অনুভব করছে যে তারা সুস্থ নয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং শিশুরা এবং যারা দীর্ঘ সময় ধরে হৃদরোগ এবং ফুসফুসের সমস্যায় ভুগছে, তারা অবশ্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে।

সিঙ্গাপুরের টুইটার ব্যবহারকারীরা এসজিহেজ নামক হ্যাশট্যাগের মাধ্যমে এর ছবি তুলে ধরেছে, এতে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বেস স্যান্ড নামক এলাকা ধোঁয়াশায় ঢেকে গেছে

২০০ পিসিআই থেকে এখন নতুন এক মাত্রা ৪০০ পিসিআই-এ নির্ধারণ করা হয়েছে [ ছবি আমার বন্ধু ডাব্লিউকে-এর]

এই বিষয়টি স্বর্গের দিকে নিয়ে যাবে

এবং সব শেষে এই হলিউডের ছবির প্যারোডি পোস্টার বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি নিয়ে ব্যাঙ্গ করছে :

যদি সিঙ্গাপুরে মেজ রানার নামের ছবিটি বানানো হত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .