ইন্দোনেশিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া দাবানল দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতিকে আরো বাজে অবস্থায় পরিণত করেছে। খরা এবং ভূমি পরিষ্কার কার্যক্রম, এই দাবানলের অন্যতম কারণ, যার ফলে কেবল ইন্দোনেশিয়া নয়, একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের আকাশও ধোঁয়াশায় ভরে গেছে।
ধোঁয়াশা (ধোঁয়া দ্বারা সৃষ্ট কুয়াশা) এমন এক সমস্যা, যার জন্য ক্ষুদ্র কৃষকদের ঝোপঝাড় কাটা এবং পুড়িয়ে ফেলার মত ঘটনা এবং বিস্তৃত এলাকা আকারের পামওয়েল চাষকে অনেকে দায়ী করে থাকে, এই সমস্ত ব্যক্তি এবং কোম্পানি যাতে বন জ্বালানো বন্ধ করে, সে বিষয়টি দেখার জন্য ইন্দোনেশিয়া প্রতিশ্রুতি প্রদান করছে।
এদিকে, ইন্দোনেশিয়ার পশ্চিম পাশের কিছু অংশ এখনো আগুন জ্বলছে, এবং সে দেশটির বেশ কয়েকটি শহর সহ এর নিকটবর্তী মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কিছু শহর ধোঁয়ায় ঢেকে গেছে।
নীচে কয়েকটি ছবি তুলে ধরা হল যেগুলোতে উঠে এসেছে ধোঁয়াশার আক্রমণে সেখানকার বাসিন্দাদের যন্ত্রণা ভোগের দৃশ্য।
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
সিঙ্গাপুর
সিঙ্গাপুরের জাতীয় পরিবেশ সংস্থা ১৭ সেপ্টেম্বর ২০১৫-এ এক জরুরী সভার আয়োজন করে, এই সভায় আলোচনার বিষয় ছিল গণস্বাস্থ্যের উপর ধোঁয়াশার প্রভাব:
পরবর্তী ২৪ ঘন্টা আবহওয়ার গুণগত মান নিয়ে এক ভবিষ্যদ্বানী করা, স্বাস্থ্যবান ব্যক্তি জোরে শ্বাস গ্রহণের পরিমাণ কমিয়ে আনবে অথবা ঘরের বাইরে তারা কঠিন কোন শারীরিক পরিশ্রমের কাজ করা কমিয়ে দেবে। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং শিশুরা লম্বা সময় ধরে শ্বাস গ্রহণ-এর পরিমাণ কমিয়ে দেবে অথবা ঘরের বাইরে কোন ভারী কোন পরিশ্রমের কাজ, এদিকে যারা নিয়মিত শ্বাস কষ্টে ভোগে এবং যারা দীর্ঘ সময় ধরে হৃদরোগের সমস্যা ভুগছে তারা লম্বা সময় ধরে শ্বাস নেওয়া কিংবা ঘরের বাইরে শ্রম সাধ্য কাজ করা এড়িয়ে চলবে। যে সমস্ত ব্যক্তি অনুভব করছে যে তারা সুস্থ নয়, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং শিশুরা এবং যারা দীর্ঘ সময় ধরে হৃদরোগ এবং ফুসফুসের সমস্যায় ভুগছে, তারা অবশ্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে।
সিঙ্গাপুরের টুইটার ব্যবহারকারীরা এসজিহেজ নামক হ্যাশট্যাগের মাধ্যমে এর ছবি তুলে ধরেছে, এতে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত মারিনা বেস স্যান্ড নামক এলাকা ধোঁয়াশায় ঢেকে গেছে
200 PSI is the new 400 PSI. #sghaze [Photo by my friend WK] pic.twitter.com/i0bGUWwfbZ
— mrbrown (@mrbrown) September 14, 2015
২০০ পিসিআই থেকে এখন নতুন এক মাত্রা ৪০০ পিসিআই-এ নির্ধারণ করা হয়েছে [ ছবি আমার বন্ধু ডাব্লিউকে-এর]
Will this lead to heaven #sghaze pic.twitter.com/Z3BuAnhrxt
— o,o (@jinglebells61) September 14, 2015
এই বিষয়টি স্বর্গের দিকে নিয়ে যাবে
এবং সব শেষে এই হলিউডের ছবির প্যারোডি পোস্টার বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি নিয়ে ব্যাঙ্গ করছে :
If Maze Runner is filmed in Singapore #sghaze pic.twitter.com/i0KTTfgZhc
— ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ (@M2CTR) September 13, 2015
যদি সিঙ্গাপুরে মেজ রানার নামের ছবিটি বানানো হত।