রাশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ সেলফির স্বপক্ষে কথা বলছে

The Russian government wants your selfies to be safe! Images mixed by Tetyana Lokot

রুশ সরকার চায় আপনি নিরাপদে সেলফি তুলুন! ছবি মিশ্রণ তেতইয়ানা লোকোট-এর।

আমাদের পাঠকেরা হয়ত ভাবতে পারেন যে সেলফি হচ্ছে মজার এক বিষয় যা কোন ব্যক্তি নিজের ছবি তোলার ক্ষেত্রে থাকে ব্যবহার করে থাকে, অথবা অন্তত বিষয়টি বিরক্তিকর, কিন্তু সাধারণত ধরা হয় এটা সময় কাটানোর এক নিরীহ উপায় (যদি না কেউ একজন সেই সেলফি একেবারে আপনার মুখের কাছে দোলাতে থাকে!)। কিন্তু রুশ সরকার রুশ নাগরিকদের ঝুঁকিপূর্ণ সেলফি তোলা নিয়ে এতটাই উদ্বিগ্ন যে, এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সম্মিলিত ভাবে কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্স আয়োজন করেছে।

বেশ কিছু রুশ প্রচার মাধ্যম সংবাদ প্রদান করছে যে, কয়েকটি ঘটনায় কিছু স্মার্টফোন ব্যবহারকারীরা সেলফি তুলতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে। সম্প্রতি এক ঘটনায় এক তরুণীর ক্ষেত্রে সংবাদ পাওয়া গেছে যে সে জুলাই মাসে মস্কোর এক চলাচলের জন্য নির্মিত সেতুর উপর দাঁড়িয়ে তার এক বন্ধুর সাথে সেলফি তুলতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। এটি এবং অন্য সকল ঘটনা প্রাণঘাতী পরিণত হওয়ার ফলে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরণের কাজে তার সতর্কবার্তা তুলে ধরেছে। এই সমস্যার বিষয়ে রুশদের সতর্ক করতে এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রণালয় ৭ জুলাই ২০১৫-এ, এর সকল আঞ্চলিক শাখার সাথে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করে, যার শিরোনাম “ নিরাপদ সেলফি”। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা তাসকে জানাচ্ছে:

В МВД России обеспокоены участившимися случаями, когда человек травмируется или гибнет при попытке сделать уникальное селфи, ведь каждый из них можно было предотвратить. Селфи могут запомниться и удивить и без риска для жизни.

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সচেতন যে বিচিত্র উপায়ে সেলফি তুলতে গিয়ে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের আহত অথবা নিহত হয়েছে, যে ঘটনা ক্রমে বাড়ছে- আর এ সকল প্রতিটি ঘটনাই হয়ত প্রতিরোধ করা যেত। নিজের জীবনের ঝুঁকি না নিয়েও স্মরণীয় এবং বিস্ময়কর সেলফি তোলা যেতে পারে।

সেলফি গ্রহণকারীরা প্রচার মাধ্যমের নজরে পড়ে যায়, বিশেষ করে বেশ কয়েকজন সেলফি গ্রহণকারী উঁচু ভবনে চড়ার সময় গুরুতর আহত হয়েছেন অথবা এমনকি মৃত্যুবরণ করেছে, হয় বিদ্যুতের তারের স্পর্শে অন্যথায় নিজেদের জীবন কে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে, এর মধ্যে কয়েকটি হচ্ছে সেলফি তোলার ঘটনা। তবে এ সব ক্ষেত্রে মজারও কিছু ঘটনা ঘটেছে, যেমন জুন মাসে কেমেরোভা অঞ্চলে এ রকম এক ঘটনা ঘটনায় এক মাতাল লেনিনের মূর্তির সঙ্গে নিজের সেলফি তোলার চেষ্টা করার সময় মূর্তির খানিকটা অংশ ভেঙ্গে ফেলে

এর আগে শিশুদের নিরাপদ সেলফি তোলার প্রচেষ্টার বিষয়ে শিক্ষা প্রদানের অংশ হিসেবে সেন্ট পিটার্সবার্গ স্কুল সামগ্রিক তথ্য দিবসে কি ভাবে৩ মোবাইলে নিরাপদ ছবি তোলা যায় সে বিষয়ে অনুশীলন তার পাঠ্যসূচিতে অর্ন্তভুক্ত করেছে, যা অক্টোবর ২০১৫-এ বিদ্যালয় শিক্ষা বর্ষে শুরুতে যুক্ত করা হবে। যেহেতু সেলফি প্রায়শ সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা হয়, সংগঠকরা বিশ্বাস করে যে সামগ্রিক ভাবে ইন্টারনেট নিরাপত্তা প্রশিক্ষণ এ কাজে এক গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

যদিও রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেলফি তোলার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিচ্ছে, তবে মন্ত্রণালয় নভেম্বর ২০১৪-এ রাশিয়ার আইন শৃঙ্খলা বিভাগকে অনুরোধ জানায়, যেন তারা মা দিবস উদযাপনের জন্য মায়ের সাথে তাদের তোলা সেলফি পাঠানোর আহ্বান জানায়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি “ জনগণের আস্থায় উন্নতি ঘটানোর” “ আহ্বান জানায়। মন্ত্রণালয় অডোনোক্লাসনিক সোশ্যাল নেটওয়ার্কে এক ছবির এ্যালবাম তৈরি করে এবং মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট এই বিষয়ে জমা পড়া শত শত ছবি তুলে ধরে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .