গো মাটিলডে তখন টুইটারে আলোচিত ধারা হয়ে ওঠে যখন অস্ট্রেলিয়া প্রমীলা ফুটবল দল কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে ১-১ গোলে সুইডেনের সাথে ড্র করে ১৬ দলের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। এর আগে দলটি ২-০ গোলে নাইজেরিয়াকে দারুণ ভাবে পরাজিত করে এবং লড়াই করে ৩-১ গোলে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়, যে যুক্তরাষ্ট্র এই প্রতিযোগিতায় শিরোপা বিজয়ের অন্যতম দাবিদার।
STANDINGS: Confirmation #USA & #AUS go through to Round of 16 from ‘Group of Death.’ #SWE must wait. #FIFAWWC pic.twitter.com/aU4ZX5V1wL
— FIFA Women'sWorldCup (@FIFAWWC) June 17, 2015
গ্রুপ অফ ডেথ নামে পরিচিত ডি গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় (নক আউট) পর্বে উত্তীর্ণ হয়েছে, এখন সুইডেনকে এখন অপেক্ষা করতে হবে ।
অনলাইনে দলের খেলায় দারুণ প্রশংসা করা হয়েছে এবং দলটিকে নিয়ে প্রচণ্ড আশাবাদ তৈরী হয়েছে:
Stoked with the Matilda's result!! Bring on Brazil 👍⚽️ #AUSSWE #WomensWorldCup
— Zoe Hara (@zoehara5) June 17, 2015
মাটিলডাদের খেলার এই ফলাফলে দারুণ খুশী!! তারা ব্রাজিলকেও মাটিতে নামিয়ে আনবে!
I can see #AUS going far in this World Cup. They're playing some of their best ball and I love it. @TheMatildas #WWC2015 #GoMatildas
— Neveen Esho (@NeveenEsho) June 17, 2015
আমি দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপে শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তারা তাদের সেরা খেলাটি প্রদর্শন করছে আর আমার তা উপভোগ করছি
তবে মাটিলডা নামে পরিচিত অস্ট্রেলীয় প্রমীলা ফুটবল দলের সমর্থকদের কেউ কেউ এই ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নয়:
I mean, it was a satisfactory game. But somehow it wasn't satisfying. Have higher hopes for #AUS. #AUSSWE #GoMatildas
— Elena Wewer (@ElenaWewer) June 17, 2015
আমার কাছে মনে হয়েছে, দল খারাপ খেলেনি। তবে পুরোপুরি সন্তুষ্ট নই। আরো ভাল ফলের প্রত্যাশা ছিল।
অস্ট্রেলীয় ফুটবল দলের জন্য এটা ছিল দারুণ সন্তোষজনক এক দিন। সকারু নামে পরিচিত অস্ট্রেলীয় পুরুষ ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কিরগিজস্তানকে ২-১ গোলে পরাজিত করেছে:
VIDEO: See how the @Socceroos got the job done against a spirited Kyrgyzstan in Bishkek – http://t.co/EotpSsijFd pic.twitter.com/rRtRK0ZmqP
— Socceroos (@Socceroos) June 16, 2015
দেখুন কি ভাবে অস্ট্রেলীয় ফুটবল দল বিশকেকে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে উজ্জীবিত কিরগিজস্তানকে পরাজিত করেছে তাদের কাজ সমাপ্ত করেছে।
Great few hours for #Aus (@FFA) football. @Pararoos, @TheMatildas and @Socceroos all getting a result. #GoPararoos #GoMatildas #GoSocceroos
— David (@gotosleepathome) June 17, 2015
অস্ট্রেলীয় ফুটবল দলের জন্য দারুণ কয়েকটি মুহূর্ত, প্যারারোস, মাটিলডাস এবং সকারু, সবাই নিজ নিজ খেলায় জয়লাভ করেছে
অস্ট্রেলিয়ার প্যারাঅলিম্পিক ফুটবল টিম, যা প্যারারোস নামে পরিচিত, তারাও রিও প্যারাঅলিম্পিক-এর ফুটবল খেলায় ২-০ গোলে পর্তুগালকে পরাজিত করেছে।
The @Pararoos started their #CPFWC in emphatic style, defeating #Portugal 2-0! @CPEngland2015 @AUSParalympics
— Para Sports News AUS (@AUS_ParaSports) June 16, 2015
প্যারাঅলিম্পিকে, প্যাররারোসরা দারুণ সূচনা করেছে, তারা পর্তুগালকে ২-০ গোলে পরাজিত করেছে
সারাহ কে রাইট, মাটিলডা-এর জয়ে বেশ কিছু হাস্যোজ্জ্বল ইমোটিকন দিয়ে টুইট করেছে:
@TheMatildas De Vanna's awesome goal! So much skill and domination! 👍🏼💚⚽️💛 #GoMatildas #ThisIsIt
— Sarah K Wright (@sarahkatewright) June 17, 2015
ডে ভান্না-এর অসাধারণ গোল!! সে এত দক্ষ এবং বলের উপর দারুণ নিয়ন্ত্রণ
সুইডেনের বিরুদ্ধে খেলা শুরুর পাঁচ মিনিটে লিসা ডে ভান্না-গোল করে আর সুইডেনের সোফিয়া জ্যাকবসন ১৫ মিনিটে তা পরিশোধ করে, জয়সূচক গোলের জন্য জাস্টিন সিভিটিলোসকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে:
Here we go, another 45 mins of unimaginable stress. Let's do this. #GoMatildas #FIFAWWC
— Justin Civitillo (@JC_Kazama) June 17, 2015
আবার আমাদের যাত্রা শুরু। অকল্পনীয় মানসিক চাপ যুক্ত ৪৫ মিনিটের খেলা শুরু হয়েছে। এইবার কাজটি শেষ করতে হবে।
মাটিলডার কোচ এ্যালেন স্টাটিচ, খেলোয়াড়দের নিজেদের পাদপ্রদীপের সামনে নিয়ে সুযোগ দিয়েছেন:
“We're battle-hardened now. There's belief. Bring on Brazil.” -Alen Stajcic after #AUS finish 2nd in Group D. Carry no yellow cards too.
— Anthony DiCicco (@DiCiccoMethod) June 17, 2015
অস্ট্রেলিয়া গ্রুপে দ্বিতীয় হওয়ার পর বলেন, “এখন আমরা প্রচণ্ড লড়াকু দল। এই বিশ্বাস ব্রাজিলকে হারাতে সাহায্য করবে।- আর হলুদ কার্ডের কারণে কেউ খেলা থেকে বাদ পড়ার মত সমস্যাও নেই”।
অস্ট্রেলিয়ার পরবর্তী প্রতিপক্ষ ছিল আরো শক্তিশালী–ব্রাজিলকে হারানো। ফুটবল ওয়েবসাইট আউটসাইড৯০, কিছুটা ভরসার জায়গা প্রদান করেছে:
প্রতিটি খেলায় মাটিলডাদের ক্রমশ আত্মবিশ্বাস বাড়ছে, এবং রক্ষণভাগে ধৈর্য্যের পরিচয় দিচ্ছে, খেলায় পরিণতির ছাপ লক্ষ্য করা যাচ্ছে, তারা মধ্যমাঠে প্রতিপক্ষকে বোকা বানাচ্ছে, সুচার আক্রমণ সুচারু এবং এবং ভয়ঙ্কর প্রকৃতি, তাদেরকে নকআউট পর্বে সত্যিকারের এক জয়ের দাবীদার করে তুলেছে। এবং তারা ব্রাজিলকে ০-১ গোলে পরাজিত করেছে]।