আবহাওয়া বিষয়ক যাবতীয় খবরাখবর জানতে আপনার যদি খুব আগ্রহ থাকে, তাহলে জাপানের একটি সামাজিক নেটওয়ার্কে ঢুঁ মারতে পারেন। ওয়েদারনিউজ নামের এই সামাজিক নেটওয়ার্ক সোলাইভ২৪স্পেশালস্টিনিউজ নামের একটি চ্যানেলে ২৪ ঘণ্টা আবহাওয়া সংক্রান্ত খবর প্রচার করছে।
ডিজিটাল ব্রডকাস্টিং টেকনোলজি এবং আইপি-এনাবল ক্যাবল বক্সের মাধ্যমে দর্শকরা রিয়েল টাইমে উপস্থাপকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারা প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন, এমনকি জাপানের যেকোনো প্রান্তের আবহাওয়ার আপডেট (এবং ছবি) শেয়ার করতে পারেন।
নিচের স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ৬,৫০০’র বেশি দর্শক জাপানের বিভিন্ন প্রান্তের স্থানীয় আবহাওয়ার অবস্থা শেয়ার করেছেন।
দর্শক কোনো বিষয়ে মন্তব্য করলে অনুষ্ঠান ঘোষণাকারী সাথে সাথেই সেটার উত্তর দিয়ে থাকেন।
সোলাইভ২৪-এর লাইভ স্ট্রিমিং সেবা টেলিভিশনের মাধ্যমে দেখা যাবে। আবার লাইভ স্ট্রিমিং অ্যাপ থেকেও দেখা যাবে। তাছাড়া ওয়েদারনিউজ তাদের ইউটিউব চ্যানেলে প্রতি ঘণ্টার আপডেট আপলোড করে থাকে।
শুধু তাই নয়, আবহাওয়া সংক্রান্ত বড় কোনো ঘটনা ঘটলে, সেটার ব্যাপক লাইভ কাভারেজের ব্যবস্থা করে। সম্প্রতি তারা টাইফুন নাউলের ব্যাপক কাভারেজ দিয়েছে। এই টাইফুনের কারণে জাপানের পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। ওয়েদারনিউজ ওকিনায়ার নাহাতে ক্যামেরা সেট করে অনেকটা সময় নিয়ে সেখানকার অবস্থার লাইভ স্ট্রিমিং প্রচার করে। তাছাড়া পরে সেটার ভিডিও আপলোড করে।
জাপানে ওয়েদারনিউজের কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। তবে জাপানের আবহাওয়া বিষয়ক আলোচনা কিংবা ছবি দেখতে চাইলে সোলাইভ২৪ হ্যাশট্যাগ অনুসরণ করতে পারেন।