মেসেডোনিয় নারীরা পুলিশের চারদিকে মানব বর্ম গঠন করে প্রতিবাদকে শান্তিপূর্ণ রেখেছে

নারী প্রতিবাদকারীরা পুলিশদেরকে প্ররোচকদের হাত থেকে রক্ষা করতে, সহিংসতা বৃদ্ধি রোধ করতে মানব বর্ম গঠন করে। ছবি: মেটা.এমকে, অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
মেসেডোনিয়াতে পুলিশ জলকামান, ধোঁয়াবোমা ও লাঠি ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার একদিন পর একটি অভাবনীয় দৃশ্যে প্রতিবাদ করতে আসা একদল নারী কর্মকর্তাদের চারপাশে একটি মানব বর্ম তৈরী করেছে যাতে উত্যক্তকারীরা তাদের দিকে কাঁচের বোতল ছুড়ে মারতে না পারে।
মেসেডোনিয়ার রাজধানী শহর স্কোপিয়েতে ২০১১ সালে মার্টিন নেশকোভস্কির হত্যাকাণ্ডকে ধামাচাপা দেবার প্রচেষ্টা বলে মনে হওয়া একটি রেকর্ডিং ফাঁস হওয়ার পর বিচারের দাবী জানিয়ে প্রতিবাদের দ্বিতীয় দিনে নারীরা অংশগ্রহণ করছিল।
মে মাসের ৬ তারিখে আরও বেশ কয়েক হাজার লোক স্কোপিয়ের সড়কগুলোতে মিছিল করেছে, এবং এই আন্দোলনটি বিতোলা ও প্রিলেপ-এ ছড়িয়ে পড়ে। সরকার গতদিনের মতো তাদের শক্তি প্রদর্শন করার পুনরাবৃত্তি করে নি, এবং প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই হয়েছে যেমনটি কাঙ্খিত ছিল।
কিন্তু স্কোপিয়েতে বেশ কয়েক ঘন্টা পর জনতার ভিড় কমে আসতে থাকলে বেশ কিছু সংখ্যক অংশগ্রহণকারী সেখানে উত্যক্তকারীদের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়ে সতর্ক করে দেয়। শিরোবস্ত্র ও মুখোশ পরিহিত ‘ফুটবল প্রেমী'দের একটি দল একত্রে জমায়েত হয়ে সংসদভবন এবং রাস্তায়, মাঠে এবং কাছের একটি উদ্যানে দাঁড়িয়ে বা বসে থাকা জনগণ থেকে আগলে রাখার জন্য ভবনটিকে ঘিরে থাকা পুলিশের উপর বিভিন্ন বস্তু নিক্ষেপ করা শুরু করে।
মেটা.এমকে নামের সংবাদ সংস্থা প্রতিবেদন করেছে:
Although there were several attempts for provocation by fifteen protesters, protest for justice for Martin Neshkovski, which instead of in front of the Government was held in front of the Assembly, ended peacefully.
The last attempt of part of the protesters to initiate violence was prevented by group of female activists, who stood between them and the police.
A dozen protesters remained sitting on the grass in front of the Assembly and are talking.
Some participants collected waste and plastic bottles from the grass and the road, but there were some who, even though the road was put into use, didn’t allow vehicles to pass.
Most of the special forces and police vehicles left.
Few bottles and eggs were thrown at the building of the Assembly, but there were no seriously injured policemen or protesters.
Protesters called citizens to join them on a peaceful protest tomorrow at 6 pm, but the location has not yet been precisely determined.
যদিও ১৫জন প্রতিবাদকারীর দ্বারা বেশ কয়েকবার প্ররোচিত করার প্রচেষ্টা করা হয়েছে, মার্টিন নেশকভস্কির জন্য করা প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই শেষ হয়, যা সরকারের সামনে না করে বরং সংসদের সামনে অনুষ্ঠিত করা হয়।
প্রতিবাদকারীদের অংশবিশেষের দ্বারা সহিংসতা শুরু করার শেষ প্রচেষ্টা একদল নারী প্রতিবাদকারী প্রতিরোধ করেছে, যারা তাদের ও পুলিশের মধ্যে গিয়ে দাড়িয়েছে।
এক ডজন প্রতিবাদকারী সংসদের সামনের ঘাসে তখনও বসে ছিল এবং কথা বলছিল।
কোন কোন অংশগ্রহণকারী ঘাস ও সড়ক থেকে আবর্জনা ও প্লাষ্টিকের বোতল সংগ্রহ করছিল, সেখানে কিছু লোক ছিল যারা সড়কটি ব্যবহারের জন্য খোলা থাকা সত্ত্বেও গাড়ী চলাচল করতে দেয় নি।
বিশেষ বাহিনী ও পুলিশের বেশীরভাগ গাড়ীই চলে গিয়েছিল।
কয়েকটি বোতল ও ডিম সংসদ ভবনের দিকে ছোড়া হয়েছিল, কিন্তু কোন পুলিশ বা প্রতিবাদকারী মারাত্মকভাবে আহত হয় নি।
প্রতিবাদকারীরা নাগরিকদেরকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদে আগামী দিন সন্ধ্যা ৬টার সময় যোগ দিতে আহ্বান জানিয়েছে, কিন্তু স্থান এখনও নির্দিষ্ট করে নির্ধারণ করা হয় নি।
সাংবাদিক ভ্লাদো আপোষ্টোলভ (@আপোষ্টোলভ৮০) এই ঘটনাটির একটি ভিডিও পোষ্ট করেছে।
মাসের পর মাস ধরে বিরোধী দলের নেতারা অডিও রেকর্ডিং ফাঁস করে দিচ্ছে যেগুলোতে সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা বিভিন্ন ধরনের অপরাধমূলক অপকর্ম সংঘটিত করে যাওয়ার সন্দেহ নিশ্চিত করেছে বলে মনে হয়, যার মধ্যে আছে ভোট জালিয়াতি, অবৈধভাবে আড়ি পাতা এবং ২২বছর বয়েসী মার্টিন নেশকোভস্কির হত্যার তদন্তের বিস্তারিত গোপন করা।
নেশকভস্কিকে একজন পুলিশ কর্মকর্তা ২০১১ সালে ভোট পরবর্তী আনন্দোৎসবের সময় পিটিয়ে হত্যা করে। তার হত্যা সে সময়ে শক্তিশালী প্রতিবাদের ঝড় তোলে, এবং সেই কর্মকর্তাকে অবশেষে গ্রেফতার করা হয় এবং তাকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশের নৃশংসতার বিরুদ্ধে করা বিক্ষোভের মাধ্যমে স্থাপন করা সেই প্রথাকে অনুসরণ করেই অংশগ্রহণকারীরা তাদের এই ধামাচাপা দেবার ঘটনায় জড়িত সকল কর্মকর্তাদের পদত্যাগ করা ও বিচারের সম্মুখীন হওয়ার দাবী পুরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার সময় মিলিত হবার সিদ্ধান্ত গ্রহণ করে। মে মাসের ৬ তারিখে পুলিশ সরকারী ভবনগুলোর চারপাশের সড়কগুলোকে বন্ধ করে দিয়েছিলো যেখানে মিছিলকারীরা একটি র্যালী করার চিন্তা করেছিল, সুতরাং জনগণ ঘুরে দাঁড়ায় এবং সংসদভবনের সামনে গিয়ে তারা প্রতিবাদ শুরু করে। বেশ কয়েক ডজন প্রতিবাদকারী বন্ধ করে দেওয়া সড়কগুলোতে গিয়ে বসে ছিল এবং নতুন যারা আসছিল তাদেরকে সংসদে পাঠিয়ে দিচ্ছিল। কেউ কেউ তর্ক করলো যে এই বন্ধ করে দেয়ার মাধ্যমে সরকার মেসেডোনিয়া প্রজাতন্ত্রের সংবিধানের ২১ অনুচ্ছেদ ভঙ্গ করেছে:
Citizens have the right to assemble peacefully and to express public protest without prior announcement or a special license.
The exercise of this right may be restricted only during a state of emergency or war.
নাগরিকদের শান্তিপূর্ণভাবে জড়ো হবার, এবং কোন ঘোষণা ছাড়াই বা বিশেষ কোন লাইসেন্স ছাড়াই গণ প্রতিবাদ প্রকাশ করার অধিকার রয়েছে।
এই অধিকার ভোগ করা হয়তো জরুরী অবস্থা বা যুদ্ধের সময়ে সীমিত হয়ে যেতে পারে।
২০১৫ সালের মে'র ৫ তারিখে প্রতিবাদে ৫,০০০ অংশগ্রহণকারী যোগ দিয়েছিল, দ্বিতীয় দিনেরটিতে ২ থেকে ৩ গুণ বেশী হয়েছিল বলে ধারণা করা হয়। এই জনতাকে উদ্দেশ্য করে বক্তব্য দেয়া মার্টিন নেশকভস্কির ভাই-এর ভাষ্য অনুযায়ী সংখ্যাটি ছিল ১৫,০০০।

স্কোপিয়েতে মার্টিন নেশকভস্কির হত্যাকাণ্ড ধামাচাপা দেবার ঘটনার দায়িত্ব গ্রহণ করার করার দাবী জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ। ছবি: ভ্যাঞ্চো দ্জামবাস্কি, CC BY-NC-SA.
প্রতিবাদের আগেই, সক্রিয় কর্মীরা #протестирам (আমি প্রতিবাদ করি!) হ্যাসট্যাগ ব্যবহারের মাধ্যমে সমন্বয় করে শিশুদেরকে সঙ্গে না আনতে সাবধান করে দেয় যাতে সরকার যদি প্রতিহিংসামূলক ব্যবস্থা গ্রহণ করে তবে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়।
বিক্ষোভের পরপরই, যে যুব নারী মানব বর্মের উদ্দ্যোগ গ্রহণ করেছিল টুইটার ব্যবহারকারীরা দ্রুত তাকে তাদের নিজেদের একজন বলে চিহ্নিত করেছে। @মোমিশেত০ একটি ব্যাখ্যা দিয়ে তার জবাব দিয়েছে:
застанав зошто хулиганот ќе направи проблем и ќе избега, а на останатите ќе им се случи вчера и пак недолжно ќе го јадат ќотекот.
— Mомиче (@Momichet0) May 6, 2015
সত্যিই, প্রশংসার ব্যাপারে আমি ভাল অনুভূব করছি, কিন্তু আমি সেই মুহূর্তে সাহসী অনুভব করি নি, এমনকি এখন বীরত্ব অনুভব করছি না। আমি ভীত ছিলাম।
এবং আমি পুলিশদেরকে ভালবাসি বলে উঠে দাঁড়িয়েছি তা নয়। আমি তাদের কাজকে সমর্থন করি না এবং আমি মনে করি যে তাদের বাছাই করার সুযোগ আছে।
আমি উঠে দাঁড়িয়েছিলাম কারণ দাঙ্গাবাজরা একটি সমস্যার সৃষ্টি করবে এবং তার পর দৌঁড়ে পালাবে, এবং তারপর নিরাপরাধ প্রতিবাদকারীরা তার ফলাফল ভোগ করবে যেমন গতকাল হয়েছিল এবং পুনরায় তারা প্রহৃত হবে।
বিষয়বস্তু

আলোচনা শুরু করুন
বাংলা টাইপ করতে সমস্যা? এটি ব্যবহার করুন
আমাদের সাথে থাকুন
মাস অনুযায়ী আর্কাইভ
- মার্চ 2021 2 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2021 9 টি অনুবাদ
- জানুয়ারি 2021 5 টি অনুবাদ
- ডিসেম্বর 2020 5 টি অনুবাদ
- নভেম্বর 2020 1 পোস্ট
- অক্টোবর 2020 2 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2020 1 পোস্ট
- আগস্ট 2020 5 টি অনুবাদ
- জুলাই 2020 2 টি অনুবাদ
- মে 2020 14 টি অনুবাদ
- এপ্রিল 2020 28 টি অনুবাদ
- মার্চ 2020 4 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2020 1 পোস্ট
- জানুয়ারি 2020 6 টি অনুবাদ
- ডিসেম্বর 2019 5 টি অনুবাদ
- নভেম্বর 2019 6 টি অনুবাদ
- অক্টোবর 2019 3 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2019 4 টি অনুবাদ
- আগস্ট 2019 5 টি অনুবাদ
- জুলাই 2019 7 টি অনুবাদ
- জুন 2019 7 টি অনুবাদ
- মে 2019 8 টি অনুবাদ
- এপ্রিল 2019 11 টি অনুবাদ
- মার্চ 2019 11 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2019 8 টি অনুবাদ
- জানুয়ারি 2019 10 টি অনুবাদ
- নভেম্বর 2018 4 টি অনুবাদ
- অক্টোবর 2018 4 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2018 2 টি অনুবাদ
- আগস্ট 2018 2 টি অনুবাদ
- জুলাই 2018 1 পোস্ট
- জুন 2018 2 টি অনুবাদ
- মে 2018 3 টি অনুবাদ
- এপ্রিল 2018 7 টি অনুবাদ
- মার্চ 2018 7 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2018 12 টি অনুবাদ
- জানুয়ারি 2018 8 টি অনুবাদ
- ডিসেম্বর 2017 5 টি অনুবাদ
- নভেম্বর 2017 5 টি অনুবাদ
- অক্টোবর 2017 4 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2017 1 পোস্ট
- আগস্ট 2017 7 টি অনুবাদ
- জুলাই 2017 14 টি অনুবাদ
- জুন 2017 13 টি অনুবাদ
- মে 2017 8 টি অনুবাদ
- এপ্রিল 2017 22 টি অনুবাদ
- মার্চ 2017 50 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2017 38 টি অনুবাদ
- জানুয়ারি 2017 11 টি অনুবাদ
- ডিসেম্বর 2016 7 টি অনুবাদ
- নভেম্বর 2016 19 টি অনুবাদ
- অক্টোবর 2016 38 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2016 13 টি অনুবাদ
- আগস্ট 2016 18 টি অনুবাদ
- জুলাই 2016 12 টি অনুবাদ
- জুন 2016 25 টি অনুবাদ
- মে 2016 34 টি অনুবাদ
- এপ্রিল 2016 16 টি অনুবাদ
- মার্চ 2016 22 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2016 15 টি অনুবাদ
- জানুয়ারি 2016 28 টি অনুবাদ
- ডিসেম্বর 2015 32 টি অনুবাদ
- নভেম্বর 2015 18 টি অনুবাদ
- অক্টোবর 2015 24 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2015 35 টি অনুবাদ
- আগস্ট 2015 32 টি অনুবাদ
- জুলাই 2015 48 টি অনুবাদ
- জুন 2015 69 টি অনুবাদ
- মে 2015 65 টি অনুবাদ
- এপ্রিল 2015 54 টি অনুবাদ
- মার্চ 2015 61 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2015 75 টি অনুবাদ
- জানুয়ারি 2015 67 টি অনুবাদ
- ডিসেম্বর 2014 88 টি অনুবাদ
- নভেম্বর 2014 51 টি অনুবাদ
- অক্টোবর 2014 48 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2014 49 টি অনুবাদ
- আগস্ট 2014 42 টি অনুবাদ
- জুলাই 2014 62 টি অনুবাদ
- জুন 2014 47 টি অনুবাদ
- মে 2014 66 টি অনুবাদ
- এপ্রিল 2014 69 টি অনুবাদ
- মার্চ 2014 68 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2014 73 টি অনুবাদ
- জানুয়ারি 2014 69 টি অনুবাদ
- ডিসেম্বর 2013 93 টি অনুবাদ
- নভেম্বর 2013 68 টি অনুবাদ
- অক্টোবর 2013 61 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2013 72 টি অনুবাদ
- আগস্ট 2013 78 টি অনুবাদ
- জুলাই 2013 78 টি অনুবাদ
- জুন 2013 59 টি অনুবাদ
- মে 2013 42 টি অনুবাদ
- এপ্রিল 2013 41 টি অনুবাদ
- মার্চ 2013 17 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2013 34 টি অনুবাদ
- জানুয়ারি 2013 49 টি অনুবাদ
- ডিসেম্বর 2012 173 টি অনুবাদ
- নভেম্বর 2012 55 টি অনুবাদ
- অক্টোবর 2012 65 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2012 113 টি অনুবাদ
- আগস্ট 2012 84 টি অনুবাদ
- জুলাই 2012 114 টি অনুবাদ
- জুন 2012 79 টি অনুবাদ
- মে 2012 109 টি অনুবাদ
- এপ্রিল 2012 136 টি অনুবাদ
- মার্চ 2012 114 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2012 90 টি অনুবাদ
- জানুয়ারি 2012 59 টি অনুবাদ
- ডিসেম্বর 2011 47 টি অনুবাদ
- নভেম্বর 2011 51 টি অনুবাদ
- অক্টোবর 2011 61 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2011 63 টি অনুবাদ
- আগস্ট 2011 69 টি অনুবাদ
- জুলাই 2011 55 টি অনুবাদ
- জুন 2011 99 টি অনুবাদ
- মে 2011 55 টি অনুবাদ
- এপ্রিল 2011 55 টি অনুবাদ
- মার্চ 2011 56 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2011 101 টি অনুবাদ
- জানুয়ারি 2011 114 টি অনুবাদ
- ডিসেম্বর 2010 69 টি অনুবাদ
- নভেম্বর 2010 55 টি অনুবাদ
- অক্টোবর 2010 53 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2010 51 টি অনুবাদ
- আগস্ট 2010 96 টি অনুবাদ
- জুলাই 2010 90 টি অনুবাদ
- জুন 2010 70 টি অনুবাদ
- মে 2010 52 টি অনুবাদ
- এপ্রিল 2010 82 টি অনুবাদ
- মার্চ 2010 79 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2010 93 টি অনুবাদ
- জানুয়ারি 2010 110 টি অনুবাদ
- ডিসেম্বর 2009 85 টি অনুবাদ
- নভেম্বর 2009 80 টি অনুবাদ
- অক্টোবর 2009 80 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2009 99 টি অনুবাদ
- আগস্ট 2009 105 টি অনুবাদ
- জুলাই 2009 88 টি অনুবাদ
- জুন 2009 81 টি অনুবাদ
- মে 2009 81 টি অনুবাদ
- এপ্রিল 2009 83 টি অনুবাদ
- মার্চ 2009 86 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2009 83 টি অনুবাদ
- জানুয়ারি 2009 70 টি অনুবাদ
- ডিসেম্বর 2008 82 টি অনুবাদ
- নভেম্বর 2008 67 টি অনুবাদ
- অক্টোবর 2008 98 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2008 85 টি অনুবাদ
- আগস্ট 2008 74 টি অনুবাদ
- জুলাই 2008 70 টি অনুবাদ
- জুন 2008 44 টি অনুবাদ
- মে 2008 120 টি অনুবাদ
- এপ্রিল 2008 84 টি অনুবাদ
- মার্চ 2008 65 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2008 73 টি অনুবাদ
- জানুয়ারি 2008 91 টি অনুবাদ
- ডিসেম্বর 2007 69 টি অনুবাদ
- নভেম্বর 2007 70 টি অনুবাদ
- অক্টোবর 2007 74 টি অনুবাদ
- সেপ্টেম্বর 2007 79 টি অনুবাদ
- আগস্ট 2007 77 টি অনুবাদ
- জুলাই 2007 67 টি অনুবাদ
- জুন 2007 25 টি অনুবাদ
- মে 2007 4 টি অনুবাদ
- এপ্রিল 2007 4 টি অনুবাদ
- মার্চ 2007 9 টি অনুবাদ
- ফেব্রুয়ারি 2007 1 পোস্ট
অংশগ্রহন করুন

আপনার লেখাটি আমার কাছে অতান্ত মূল্যবান। অনেক সুন্দর ভাবে লিখছেন। নিউজ সাইট নিয়ে বিস্তারিত A-Z...