গত এক মাস ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা চলছে। তবে এই হামলা শুধু সেনা এলাকায় বা হুতি বিপ্লবীদের উপর সীমাবদ্ধ ছিল না। আবাসিক এলাকাতেও হামলা হচ্ছে। এতে করে ইয়েমেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হুতিরা গত জানুয়ারি মাসে ইয়েমেনি রাষ্ট্রপতি মন্সুর হাদির কাছ থেকে রাজধানী সানা'কে দখলে নেয়।
তাছাড়া সুন্দর শহর এডেনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সেখানে হুতিরা প্রাক্তন রাষ্ট্রপতি সালেহ বাহিনীর সাথে মিলে এই বিমান হামলার বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে।
সালেহ তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১১ সালে গণঅভ্যুত্থানের পর হাদির কাছে ক্ষমতা তুলে দেয় – যার মধ্যস্থতা করেছিল সৌদি আরবের নেতৃত্বে গালফ কোঅপারেশন কাউন্সিল, সেই একই দেশ এখন বিমান হামলা চালাচ্ছে। সালেহ এখনো ইয়েমেনের অনেক সেনাকে নিয়ন্ত্রণ করে এবং বিশ্বের এই দরিদ্রতম আরব রাষ্ট্রের উপর তার অনেক প্রভাব রয়েছে। (আমাদের এ সংক্রান্ত পূর্বের প্রতিবেদন পড়ুন)
জাতিসংঘের মানবাধিকার কমিশন ওএইচসিএইচআর ১৭ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ধ্বংসযজ্ঞের বিষয়টি উঠে আসে:
যুদ্ধের ফলশ্রুতিতে যাবতীয় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে সানা, আল দালি এবং এডেন শহরের পাঁচটি হাসপাতাল; এডেন, আল দালি এবং সানা’র ১৫টি স্কুল; সানা, এডেন এবং হুদাইদাহ’র তিনটি প্রধান বিমানবন্দর; আল দালি’র দু’টি সেতু, দু’টি কারখানা এবং চারটি মসজিদ রয়েছে। তাছাড়া এডেন, হাজ্জাহ এবং সাদা শহরের হাট-বাজার, বিদুৎ কেন্দ্র, পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বেসামরিক ঘরবাড়িও বিমান হামলা থেকে রক্ষা পাচ্ছে না। তবে দক্ষিণে এই ঘটনা বেশি করে ঘটছে।
উদ্দেশ্য সফল হয়েছে দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট গত ২১ এপ্রিল ইয়েমেনে পরিচালিত অপারেশন ডিসাইসিভ স্টর্ম হামলা বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে তারা অপারেশন রিস্টোরিং হোপ নামের নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। নতুন এই অভিযানের মাধ্যমে দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করবে। উল্লেখ্য, গত চার সপ্তাহ ধরে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা পরিচালনা করে আসছিল। এই হামলায় ৯৪৪ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে ৩,৪৮৭ জনের বেশি মানুষ। (আরও পড়ুন ইয়েমেনবাসির দুর্দশা নিয়ে আমাদের প্রতিবেদন)
নিচের বেশিরভাগ ছবি ও ভিডিও-ই মার্কিন সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোটের অপারেশন ডিসাইসিভ স্টর্ম হামলার। কিছু ছবি অবশ্য হুতি/সালেহ বাহিনীর ট্যাংক হামলার। এগুলোতে যুদ্ধের ধ্বংসযজ্ঞ ও ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে:
ইয়েমেন আপডেট এবং অন্যান্য টুইটার ব্যবহারকারীরা যুদ্ধের ফলে ইয়েমেনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার ছবি ও খবর শেয়ার করেছেন।
UN, civilian infrastructure, including schools, health facilities, markets, power plants and warehouses has been damaged by fighting.
— Zaid al-Alaya'a (@zaidaahmed) April 10, 2015
জাতিসংঘ, যুদ্ধের কারণে স্কুল, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বাজারঘাট, বিদুৎ কেন্দ্র, গুদামঘর-সহ যাবতীয় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
Two MEG29 aircrafts were destroyed in Sanaa Airport in one #KSA Airstrikes. #Yemen pic.twitter.com/jeWCDxGHW8
— Yemen Post Newspaper (@YemenPostNews) March 30, 2015
সৌদি নেতৃত্বাধীন জোটের দু’টি এমইজি২৯ বিমান সানা বিমানবন্দর ধ্বংস করে দিয়ে গেছে। #ইয়েমেন
Pictures of the damage in #Hodeidah Airport targeted last night by #DecisiveStorm raids. #Yemen pic.twitter.com/JyrYazFSMb
— Yemen Updates (@yemen_updates) March 29, 2015
হুদাইদাহ বিমানবন্দরের ধ্বংসযজ্ঞের ছবি। গত রাতে #ডিসাইসিভস্টর্মের হামলায় এমন হাল হয়েছে। #ইয়েমেন
#DecisiveStorm raids targeted the newly built Saada Airport, northern #Yemen. It started operation this month. pic.twitter.com/AHPQxUuKpr
— Yemen Updates (@yemen_updates) March 30, 2015
#অপারেশনডিসাইসিভস্টর্ম হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে উত্তর ইয়েমেনে নবনির্মিত সাদা বিমানবন্দর। চলতি মাসেই বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছিল।
Pictures are from #Aden where Houthi/Saleh forces continue to target the residential areas. #Yemen #DecisiveStorm pic.twitter.com/lLs2QjO5Gd
— Yemen Updates (@yemen_updates) April 16, 2015
এডেনের ছবি এটি। হুতি/সালেহের বাহিনী ক্রমাগতভাবে আবাসিক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে। #ইয়েমেন #ডিসাইসিভস্টর্ম
A man sits on the rubble of his home in Aden, Yemen (via @ORHamilton) (Photo by Saleh Bahales) pic.twitter.com/xpwD1Yptfd
— Sara Yasin (@missyasin) April 10, 2015
ইয়েমেনের এডেনে একজন তার বাড়ির ধ্বংসস্তুপের উপর বসে আছেন। ছবি নেয়া হয়েছে @ওআরহ্যামিলটন-এর কাছে থেকে। আর ছবি তুলেছেন সালেহ বাহেলস।
Man looks at his house destroyed by #Saudi airstrike Tues 31 March near #Sanaa Airport #Yemen http://t.co/blLL58zWx1 pic.twitter.com/ZgEYD6jZ66
— Jamila Hanan (@JamilaHanan) April 7, 2015
সানা বিমানবন্দরের কাছে সৌদি নেতৃত্বাধীন জোট হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া নিজের বাড়ি দেখছেন এক ব্যক্তি। #ইয়েমেন
This is my friend Madih's bedroom before and after #Houthies attack in #Aden #yemen pic.twitter.com/QsnJIgTDnH
— FaizahAl-sulimani (@faizahsulimani) April 9, 2015
আমার বন্ধু মাইদা’র শোবার ঘর এটি। দেখুন আগে কী ছিল, আর এখন কী হয়েছে। এডেনে হুতিদের আক্রমণে এমন অবস্থা হয়েছে।
Local sources: More than 16 petrol station have been targeted today by airstrikes #OpDecisiveStorm in #Saadah #Yemen pic.twitter.com/9tyXyKUeL5
— ~• A. Sayaghi •~ (@AhmedSayaghi) April 15, 2015
স্থানীয় সূত্রের খবর: আজকের বিমান হামলায় ১৬টির বেশি পেট্রোল পাম্পকে লক্ষ্যবস্তু করা হয়েছে। #ইয়েমন #সাদাহ-এ #অপারেশনডিসাইসিভস্টর্ম
Yesterday coalition airstrikes targeted the main water tower, power generators & cooking gas only station in Sa'daa city north. Locals said
Aden's biggest flour mills & silos: 5500 tones/d. 170,000 ton capacity. A main source for whole #Yemen. Up in flames. pic.twitter.com/LnPvZRLtSO
— Ammar Al-Aulaqi (@ammar82) April 10, 2015
— Ammar Al-Aulaqi (@ammar82) April 11, 2015
স্থানীয়’রা বলেছে, গতকাল সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল সাদা শহরের উত্তরের পানির ট্যাংকি, বিদ্যুতের জেনারেটর এবং রান্নার গ্যাসের স্টেশনগুলো।
Footage of the destruction of the People Palace in #Taiz, next to my college. It is a symbol of pride. #Yemen pic.twitter.com/INMRwWSgHY
— Mohammed Al-Asaadi (@alasaadim) April 17, 2015
তেইজের পিপল প্যালেস ধ্বংসের ভিডিও। এটা আমার কলেজের খুব কাছেই। এটা ছিল গর্বের প্রতীক। #ইয়েমেন
Close-up pictures of the destroyed People Palace n #Taiz. This palace was built by the most loved Prz AlHamdi. #Yemen pic.twitter.com/CFC4zYydhN
— Yemen Updates (@yemen_updates) April 17, 2015
তেইজের পিপল প্যালেস ধ্বংসের ক্লোজআপ ছবি। প্যালেসটি তৈরি করেছিলেন আলহামদি। #ইয়েমেন
Examples of damages in Aden city which is under nonstop brutal attack from Houthi/Saleh forces. #Yemen pic.twitter.com/3UBcvLS7IT
— Hafez Albukari (@hafezbukari) April 8, 2015
হুতি/সালেহ বাহিনীর আক্রমণে এডেন শহরের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার নমুনা। #ইয়েমেন
wheat silos and Radfan Tobacco factory in Aden have been destroyed by Saudi air strikes.they r really helping #Yemen pic.twitter.com/2V8i1vcCAf
— Hamed Yemen (@HamedGhaleb) April 9, 2015
গতকাল সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হুয়েট সাইলোস এবং রাদফান টোবাকো কারখানা ধ্বংস হয়ে গেছে। তারা সত্যিই ইয়েমেনকে সহযোগিতা করছে।
Air strikes destroyed palace hotel in #aden #Yemen #KefayaWar pic.twitter.com/5AP5tEYg0S
— Nisma Alozebi (@NismaAlozebi) April 8, 2015
ইয়েমেনের এডেনে অবস্থিত প্যালেস হোটেল বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।
Now, Al-Mualla street's buildings are being shelled in #Aden. #Yemen #Houthis #DecisiveStorm pic.twitter.com/TR3DXBS9Ke
Destruction in #Saada after #OpDecisiveStorm bombarded houses & non military sites, innocent ppl died too #Yemen pic.twitter.com/0uIjzmnwnK
— amal suqaf (@amalsuqaf) April 16, 2015
Houthi tanks shell a residential building in Mualla, #Aden.
#الحوثيين يقصفون مبنى في المعلا، #عدن
#Yemen #اليمن pic.twitter.com/7idfJP5mtf
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 11, 2015
Six #Saudi Airstrikes in Haradth border crossing city. Six killed…all civilians. #Yemen #اليمن pic.twitter.com/fU4yYa4Tan
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 21, 2015
Destruction in heart of Sanaa. #Saudi airstrike targets residential building in Jiraf district of #Yemen capital. pic.twitter.com/xXEtRc2DE0
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 8, 2015
— Yemen Updates (@yemen_updates) April 4, 2015
এডেনের মুয়ালা স্ট্রিটের বাড়িঘরের উপরে এখন কামানের গোলা নিক্ষেপ করা হচ্ছে। #ইয়েমেন #হুতি #ডিসাইসিভ স্টর্ম
A friend of mine just finished building his farmhouse in Hajja. Got blown up by Saudi jets. He denies any Houthi ties pic.twitter.com/4peZ0qUaO6
— Ammar Al-Aulaqi (@ammar82) April 16, 2015
সম্প্রতি আমার এক বন্ধু হাজ্জায় তার ফার্মহাউজের নির্মাণ কাজ শেষ করেছিল। কিন্তু সৌদি বিমান সেটা উড়িয়ে দিয়েছে। কোনো হুতি এটা করতে পারে, সেটা সে অস্বীকার করেছে।
Just 5yrs ago Yemen #Aden host #Gulf Cup opening ceremony @ 22nd May Stadium. Now blown 2 pieces #KefayaWar pic.twitter.com/dudA3pifL8
— Wesam Qaid (@Wesamqaid) April 9, 2015
পাঁচ বছর আগে এডেনের এই মাঠে গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। আজ সেটা ভেঙ্গে দু’টুকরো হয়ে গেছে।
This used to be Ibb #Football Stadium before a #Saudi airstrike…. Completely destroyed. #Yemen #اليمن pic.twitter.com/6fFyMCSPkb
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 14, 2015
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার আগে এটা ছিল একটা ফুটবল খেলার মাঠ। এখন চেনাই যায় না। পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে।
At least 29 people were killed last night when Saudi attacked a Milk and Yogurt factory in Hodieda. #Yemen pic.twitter.com/YWavKss008
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 1, 2015
গত রাতে হুদাইদার দুধ ও দই কারখানায় সৌদি বিমান হামলায় কমপক্ষে ২৯ জন মারা গেছেন। #ইয়েমেন
Elementary school targeted by Saudi airstrike in Sahar, Saadah province. #Yemen #OpDecisiveStorm #عاصفة_الحزم #اليمن pic.twitter.com/0rbYGLNZFB
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 9, 2015
সাদাহ প্রদেশের সাহার শহরে সৌদি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে প্রাথমিক স্কুল। #ইয়েমেন #অপারেশনডিসাইসিভস্টর্ম
Hodieda #university after #Saudi airstrike. No students were inside as schools are closed due to war. #Yemen #اليمن pic.twitter.com/FYBmTpSEQv
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 11, 2015
সৌদি বিমান হামলার পর হুদাইদাহ বিশ্ববিদ্যালয়। কোনো শিক্ষার্থীই সেসময়ে ছিলেন না। যুদ্ধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। #ইয়েমেন
Bridge linking Taiz to Lahj province…. Destroyed by #Saudi airstrike. #Yemen #OpDecisiveStorm #عاصفة_الحزم #اليمن pic.twitter.com/XG0gT9Cc0n
— Yemen Post Newspaper (@YemenPostNews) April 6, 2015
সৌদি বিমান হামলায় তেইজ থেকে লাহজ প্রদেশের যাওয়ার সংযোগ সেতু ধ্বংস হয়ে গেছে। #ইয়েমেন #অপারেশনডিসাইসিভস্টর্ম
তবে সবচে’ ভয়াবহ বিমান আক্রমণ হয়েছে গত ২০ এপ্রিলে, ইয়েমেনের রাজধানী শহর সানাতে। এদিন ফাজ আত্তান নামের একটি গোলাবারুদের গুদামে বিমান হামলা চালানো হয়। গুদামটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় বিস্ফোরণে ডজনখানেক মানুষ নিহত হয়। আহত হয় শতাধিক ব্যক্তি। তাছাড়া বিপুল পরিমাণ সম্পদেরও ক্ষতিসাধন হয়।
How reckless is it to drop such a massive bomb on a heavily populated city??? #OpDecisiveStorm pic.twitter.com/MzfvQUD1l9
— Ammar Al-Aulaqi (@ammar82) April 20, 2015
Clear photo for the massive explosion in Faj-Attan yesterday which completely destroyed the whole neighborhood #Yemen pic.twitter.com/AFwEUYWCaf
— Ala'a Assamawy (@assamawy) April 21, 2015
কতোটা বেপরোয়া হয়ে উঠলে জনাকীর্ণ শহরের মধ্যে ব্যাপক বোমা হামলা করা যায়? #অপারেশনডিসাইসিভস্টর্ম
The mother of all explosions. My apartment destroyed. pic.twitter.com/6uSUFRvMm9
— Ammar Al-Aulaqi (@ammar82) April 20, 2015
ফাজ আত্তানের গতকালের ভয়াবহ বিস্ফোরণের পরিষ্কার ছবি। এই বিস্ফোরণে আশেপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। #ইয়েমেন
Our five-floor building was all damaged&people from my neighborhood came out w/ blood pouring of their bodies #Yemen https://t.co/1RYaCuhsSm
— Osama Abdullah (@PoliticsYemen) April 20, 2015
ফাজ আত্তানের ভয়াবহ বিস্ফোরণে আমার বাসাও ব্যাপক ক্ষতি হয়েছে।
This is how walking the dog looks like in my neighborhood today . Faj Attan bombing aftermath. Copyrighted. pic.twitter.com/ZuOtmnnhl8
— Ammar Al-Aulaqi (@ammar82) April 22, 2015
আমাদের পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রতিবেশীদের দেখলাম রক্তমাখা শরীর নিয়ে বের হতে। #ইয়েমেন
Glass gate of #Sanaa University, Faculty of commerce is broken. It's 15km away from area of today explosion. #Yemen pic.twitter.com/l0jAVLORdi
— A. Sayaghi •| (@AhmedSayaghi) April 20, 2015
সানা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের কাচের দরজা ভেঙ্গে গেছে। এটা বিস্ফোরণস্থল থেতে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
Images of the #OpDecisiveStorm air strike on Al-Daleel Bridge at the end of Sumarah Road in Ibb. #Yemen pic.twitter.com/nlX1sTevTM
— Yemen Updates (@yemen_updates) April 21, 2015
সামারাহ রাস্তার শেষপ্রান্তে আল দালিল সেতুর উপর #অপারেশনডিসাইসিভস্টর্মের বিমান হামলার ছবি। #ইয়েমেন
তেইজ, মারেব এবং দক্ষিণাঞ্চল দখলকারী হুতি এবং সালেহ বাহিনীর বিরুদ্ধে পরিচালিত অপারেশন ডিসাইসিভ স্টর্ম এবং বিমান হামলা ইয়েমেন জুড়ে ব্যাপক ধ্বংস, ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের কারণ হচ্ছে। তাছাড়া দু’পক্ষে গোলাগুলির মাঝে পড়েও সাধারণ মানুষ মারা যাচ্ছেন। (পড়ুন আমাদের রিপোর্ট)
বিস্ময়ের ব্যাপার হলো, অপারেশন রিস্টোর হোপ এদের জন্য কি বয়ে আনবে!
রুবা আলেরয়ানি দেশটির স্থিতিশীলতা চেয়ে টুইট করেছেন:
#OpOurYemen because we don't need another country to restore hope for us. We are resilient and will do whatever it takes to restore #Yemen.
— Ruba A. (@raleryan) April 21, 2015
অন্য কোনো দেশ এসে আমাদের স্থিতিশীলতা এনে দিক, তা চাই না। আমরা সবাই স্বাভাবিক আছি। ইয়েমেনের যা দরকার আমরা সবাই মিলে তা করতে পারবো।