প্রিয় সিএনএন, উগান্ডা তানজানিয়া নয়

A screenshot of a map of East Africa showing Uganda as Tanzania.

পূর্ব আফ্রিকার মানচিত্র। এখানে উগান্ডাকে তানজানিয়া হিসেবে দেখানো হচ্ছে।

কেনিয়ার গার্সিয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনার সংবাদ পরিবেশন করতে গিয়ে সিএনএন তাদের পরিবেশিত একটি মানচিত্রে উগান্ডাকে তানজানিয়া হিসেবে উপস্থাপন করেছে। তাছাড়া একই প্রতিবেদনে নাইরোবিকে নাইজেরিয়ার একটি শহর হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় আফ্রিকার অনেক নেটিজেনই মনক্ষুন্ন হয়েছেন।

সিএনএন আফ্রিকা মহাদেশকে অসম্মান করেছে। নাইরোবি এখন নাইজেরিয়ার একটি শহর। আর উগান্ডা হলো তানজানিয়া।

টেলিভিশন চ্যানেল এনটিভি উগান্ডার সোশ্যাল মিডিয়া ম্যানেজার পাত্রা বলেছেন:

প্রিয় সিএনএন: উগান্ডা তানজানিয়া নয়

পাত্রাকে উত্তর দিতে গিয়ে মোল্লেল পরামর্শ দিয়েছেন:

আমি মনে করি, কারো উচিত সিএনএনের ভূগোল ক্লাস নেয়া: এবং বলা, নাইজেরিয়ার পরিবর্তে হবে কেনিয়া।

বিকো স্টিফেন মন্তব্য করেছেন:

সিএনএন অস্বস্তির কারণ হয়েছে। অনেক অনেক ভূল পদক্ষেপ নিয়েছে।

ঘটনার প্রতি ভাবলেশহীন মনোভাব বলে দেয়, আমেরিকান এই সংবাদ সংস্থা আফ্রিকাকে একটি দেশ হিসেবেই মনে করে:

কখনো কখনো মনে হয়, সিএনএন একমাত্র কট্টরপন্থী প্যান-আফ্রিকান। তারা জাতীয় সীমানা বা নামের ওপর বিশ্বাস রাখে না।

জিয়োভান্না বুনেই সিএনএন কর্মীদের উল্লেখ করে লিখেছেন:

সিএনএন-এর প্রিয় কর্মীবাহিনী, আপনাদের কেউ কি স্কুলে ভূগোল বিষয়ে পাশ করেছিলেন?

আরো অনেকেই ক্ষুব্ধ মন্তব্য করেছেন:

প্রিয় সিএনএন, আফ্রিকা কোনো দেশ নয়। তারা কি কখনো জেনেছে? তারা কি বিষয়টি পাত্তা দিয়েছে?

চানু৮ মন্তব্য করেছেন:

With such small mistakes made by one of the most respectable news networks all over the world, make one simple explanation. They are also human.

বিশ্বের সবচে’ পরিচিত সংবাদ সংস্থার এই ধরনের একটি ছোট্ট ভুলের একটি সহজ ব্যাখ্যা দেয়া যায়। তারাও মানুষ।

ফেসবুকে ওয়ামোকা ডেরিক যুক্তি দিয়ে বলেছেন, এটা সিএনএন-এর সমস্যা নয়। তবে সত্য হলো, উগান্ডা সবার কাছে পরিচিত নয়:

Its Not CNN's Mistake.
We Are The Onez Who Made A Mistake Bse They Dont Know Us.
THAT SIMPLY SHOWS THAT IN EASTAFRICA, UGANDA IS LESS KNOWN WORLDWIDE.

এটা সাধারণ কোনো ভুল নয়।
আমরা হলাম তারাই যাদের সম্পর্কে ভুল করা হয়েছে। কারণ, তারা আমাদের সম্পর্কে তেমন জানে না। পূর্ব আফ্রিকার এটা আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বব্যাপী উগান্ডা অতোটা পরিচিত নয়।

ডেনিস এনতুমি প্রতিউত্তরে লিখেছেন:

How can you guys be saying they don't know about us when their grandfathers are the ones who demarcated our boarders? They know but are either complacent or, [it was] intended!

তাদের পিতামহরা যখন আমাদের সীমানা বরাবর বসবাস করতেন তখন আপনি কীভাবে নিশ্চিত হচ্ছেন, তারা আমাদের সম্পর্কে জানে না। তারা আমাদের সম্পর্কে জানেন, তবে আত্মতৃপ্তিতে ভোগেন অথবা তাদের এরকমই অভিপ্রায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .