সৌদি আরব এবং তার প্রতিবেশী রাষ্ট্রে এক ধূলিঝড় আঘাত হেনেছে

Dust storm in Bahrain. Photograph shared on Twitter by Manama Voice

বাহরাইনের ধূলিঝড়। ছবি টুইটারে প্রদর্শন করেছে মানামা ভয়েস।

এক জোরালো ধূলিঝড় সৌদি আরবে আঘাত হানার প্রেক্ষাপটে আগামীকাল দেশটির কিছু স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একই সাথে এই ধূলিঝড় প্রতিবেশী বাহরাইন, কাতার এবং কুয়েতে আঘাত হেনেছে, যেখানে কোন কিছু সহজে দেখা যাচ্ছে না, যার কারণ দমকা বাতাস এবং বাতাসে ধূলিকণার উড়তে থাকা।

অনলাইনে নেট নাগরিকরা এই ধূলিঝড়ের ছবি এবং ভিডিও শেয়ার করেছে- শুষ্ক এবং আধা শুষ্ক এলাকায় যেগুলো এক সাধারণ দৃশ্যাবলী।

সৌদি আরব:

সৌদি ব্লগার আহমেদ আল ওমরান সৌদি রাজধানী রিয়াদের এই বিখ্যাত ভবন কিংডোম সেন্টারের ছবি শেয়ার করেছে, যা ধুলায় ঢেকে আছে:

সৌদি আরবে খুব কাছের জিনিসও আবছা দেখা যাচ্ছে ।

এছাড়াও এই রিয়াদ থেকে মোহাম্মদ আল সাআদুউন টুইট করেছে:

আজ সাইলেন্ট হিল নামক এলাকা থেকে রিয়াদকে এক রকম নোংরা লাগছে।


কুয়েত:

কুয়েত থেকে, ফয়সাল আল ফাদহালে কুয়েতের দিকে ধেয়ে আসা ঝড়ের এই ভিডিওটি শেয়ার করেছে। :

বাহরাইন:

বু ইসা, স্থানীয় সময় রাত ৯ টার তোলা এই সকল ছবি শেয়ার করেছে:

রাত ৯ টায় দৃষ্টিসীমা–১০০ মিটার পর্যন্ত বিস্তৃত।
তার ৯.১০ –এ দৃষ্টিসীমা–কেবল ৫০ মিটার পর্যন্ত বিস্তৃত।

কাতার:

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রী টুইটারে নীচের সতর্কবাণীটি জারি করেছে:

দেশের বেশিরভাগ এলাকা শক্তিশালী এক ধূলিঝড়ে আক্রান্ত হয়েছে। দয়া করে গাড়ি চালানো সময় এবং ঘরে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

দোহা থেকে ডাঃ আলমাসরি এই ভিডিওটি শেয়ার করেছে:

এই প্রথম এই ধরনের ঝড় আঘাত হানল… এক প্রবল শক্তিশালী ধূলিঝড় এই প্রথম দোহা সিটিতে আঘাত হেনেছে।

মিশেল ওয়াকার দীর্ঘ সময় ধরে কাতারে বাস করছে, সে তার এখানে বাস করা এক দশক সময়ের মধ্যে সবচেয়ে বাজে ধূলিঝড়ের মুখোমুখি হল:

এক দশক ধরে কাতারে বাস করার ক্ষেত্রে এটা আমার দেখা সবচেয়ে বাজে ধূলিঝড়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .