
উগান্ডান সংসদের প্রধান প্রবেশদ্বার। ক্রিয়েটিভ কমন্সের অধীনে ছবিটি প্রকাশ করেছেন এন্ড্রু রিগান।
উগান্ডান আইনপ্রনেতারা একটি প্রস্তাবনা বিবেচনা করছেন। সেই প্রস্তাবনা অনুযায়ী, যে সব সাংবাদিক “ভারসাম্যপূর্ণ প্রচার মাধ্যম কভারেজের স্বার্থে” সংসদীয় বিভিন্ন কার্যকলাপ গত ১ মে, ২০১০ তারিখের পূর্ব থেকে কভার করে আসছেন তাদের জায়গায় অন্যদের নিয়োগ দেওয়া হবে।
একজন জনপ্রিয় উগান্ডান সাংবাদিক গ্রেস নাটাবালো টুইটারে সম্পূর্ণ চিঠিটি শেয়ার করেছেনঃ
#Uganda Parliament wants reporters who've been covering parliament for more than 5 years replaced. pic.twitter.com/8MGL3L97Tx
— Grace Natabaalo (@Natabaalo) March 11, 2015
উগান্ডা সংসদ সে সব প্রতিবেদকদের প্রতিস্থাপন করতে চায়, যারা গত পাঁচ বছরের বেশি সময় ধরে সংসদীয় কার্যকলাপের সংবাদ সংগ্রহ করছেন।
মজার ব্যাপার হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক যাদের আইন প্রণয়ন রাজনীতিতে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, তাদের বদলে নতুনদের নিয়োগ দেয়া হবে। এতে অনেক উগান্ডান বিস্মিত হয়েছেন।
বারনার্ড টাবাইরে এই আদেশকে “বোকাটে” পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেনঃ
Parliament of #Uganda must immediately reverse its silly order kicking out reporters who have covered it for more than 5 years.
— Bernard Tabaire (@btabaire) March 11, 2015
উগান্ডা সংসদকে যত দ্রুত সম্ভব পাঁচ বছরের বেশি সময় ধরে সংসদীয় কার্যকলাপের প্রতিবেদন সংগ্রহকারী প্রতিবেদকদের বাদ দেয়ার এই দূর্বল-চেতা আদেশ বদলাতে হবে।
সামাজিক প্রচার মাধ্যম সম্পর্কে উৎসাহী কেমিগিসা জ্যাকির মতো অন্যান্যরা এটিকে ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেনঃ
Abuse of power by parliament has just clocked 100% ! Parliamentary commission headed by Kadaga wants journos who covered it for 5yrs out
— kemigisa jacky (@JackyKemigisa) March 11, 2015
সংসদের ক্ষমতার অপব্যবহার একেবারে শতকরা ১০০ ভাগে পৌছে গেছে! কাগাদার অধীনস্থ সংসদীয় কমিশন পাঁচ বছরের বেশি সময় ধরে কাজ করা প্রতিবেদকদের বাদ দিতে চাইছে।
অনেকেই এই পদক্ষেপ গ্রহণের সদুত্তর চাইছেন। একজন সরকারি নীতি বিশ্লেষক এবং বিদ্যুৎ সরবরাহ শক্তির ভোল্টেজ হ্রাসবৃদ্ধি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মরিসন আরওয়াকাকামবা জানতে চেয়েছেনঃ
Really @Parliament_UG should let journalists be. What is Parliament hiding Madam Speaker?
— Rwakakamba (@Rwakakamba) March 11, 2015
@সংসদীয় নেতার কি আসলেই সাংবাদিকদের বদলি করা উচিৎ হবে? মাননীয় স্পিকারকে জিজ্ঞাসা করছি, সংসদ আমাদের কাছ থেকে কি লুকাচ্ছে?
শহুরে টেলিভিশনের একজন উপস্থাপক ড্যান মুমবেরে টুইট করেছেনঃ
How much dirt can one collect in 5 years as a Parliamentary reporter? That's the story I am looking out for. cc @JackyKemigisa
— Daniel M. Mumbere (@danmumbere) March 11, 2015
একজন সংসদীয় প্রতিবেদক হিসেবে ৫ বছরে কতটুকু আবর্জনা সংগ্রহ করা যায়? এ ঘটনাটিকে আমি চোখে চোখে রেখেছি।
গ্রেস নাটাবালো সংসদকে পরামর্শ দিয়ে বলেছেন, এ সিদ্ধান্তের পরিবর্তে সংসদের নিজের ব্যবস্থাপক সভাকে ঢেলে সাজানো উচিতঃ
Parliament should be kicking out MPs who dodge sessions
— Grace Natabaalo (@Natabaalo) March 11, 2015
সংসদ সদস্যদের মাঝে যারা কৌশলে অধিবেশন পরিহার করেন, সংসদের উচিৎ তাদের বিতাড়িত করা।
গত বছর একটি সংসদীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে দেখানো হয়েছে, সংসদ সদস্যদের অনেকেই “পুরো সাত মাস সময়ে চলা বিভিন্ন অধিবেশনীয় এবং কার্যনির্বাহী কমিটির কমপক্ষে ৬০ টি সভার মাঝে প্রত্যাশিত গড়ের ১০ টিরও কম সংখ্যক সভাতে অংশ নিয়েছেন”।
জনগণের প্রকাশ্য প্রতিবাদের কারনে উগান্ডান ডেপুটি স্পিকার জ্যাকব উলানিয়াহ এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে এটি সংসদীয় কমিশনের একটি প্রস্তাব মাত্র। আলোচনার খাতিরে বিভিন্ন প্রচার মাধ্যম থেকে সম্পাদকদের আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যেই চিঠিটি পাঠানো হয়েছে।