মেক্সিকোর চিহ্নিত মাদক সমাট গ্রেপ্তার

Detienen a capo mexicano Servando Gomez, alias "La Tuta", en México. Captura de pantalla de YouTube.

মেক্সিকান মাদক সম্রাট সারভানদো গোমেজ, আলিয়াস “লা টুটাকে” মেক্সিকোতে কারাদন্ড দেওয়া হয়েছে। ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট।

সারভানদো গোমেজ, লা টুটা অথবা এল প্রোফে (শিক্ষক), লস ক্যাবালেরস টেমপ্লারিওশ (বীরযোদ্ধা ) নামে পরিচিত মেক্সিকান অপরাধ সংস্থার অভিযুক্ত নেতা। তাকে মিসোয়াকান রাজ্য থেকে ২৭ ফেব্রুয়ারি তারিখে গ্রেপ্তার করা হয়েছে।

কেউ কেউ গোমেজকে দেশটির সবচেয়ে চিহ্নিত সন্দেহভাজন বলে মনে করেন। আর তারা ক্যাবেলেরোশ টেম্পলারিওসকে সহিংসতার প্রাদুর্ভাব ঘটানোর জন্য দোষারোপ করেন। সন্ত্রাসী দলটি কয়েক মাস ধরে মিশোয়াকানে ত্রাস সৃষ্টি করে রেখেছে। (গ্লোবাল ভয়েসেস অতীতেও এই সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।)    

২২ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখের প্রায় এক বছর পর বিশ্বের সবচেয়ে চিহ্নিত সন্ত্রাসী গোমেজকে গ্রেপ্তার করা হল। তিনি মাদক সম্রাট জোয়াকুইন গুজমান, যিনি এল চাপো নামেই বেশি পরিচিত। ইউনিয়ন নেতা এলবা এসথার গরডিলো, লা মায়েস্ত্রাদের বিরুদ্ধে প্রাপ্ত তহবিল অবৈধভাবে খরচ করার অভিযোগ আনা হয়েছে। এই নেতাদের শাস্তি প্রদান করাসহ সাম্প্রতিক গ্রেপ্তারগুলো মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর শাসনামলে অপরাধের বিরুদ্ধে নেয়া বড় কয়েকটি পদক্ষেপের অন্যতম।

লা টুটা গ্রেপ্তার হওয়ার এক দিন আগে সাংবাদিক কার্লস লরেট ডি মোলা লিখেছিলেন, অত্যন্ত ভুল একটি ভবিষ্যৎবাণী প্রমাণিতঃ

¿Quién es el más buscado de México tras la caída de El Chapo? Algunos podrían pensar que Servando Gómez Martínez La Tuta, líder de la organización criminal de Los Caballeros Templarios. Pero no, esa es quizá la búsqueda más mediática pero no la más relevante. Se sabe por distintas fuentes que La Tuta quedó francamente disminuido, al grado que ya anunció que no mandará más videos… ni siquiera audios con sus comunicados.

লা টুটা যখন বেশ ক্ষমতাবান ছিলেন, তখন যে “ভিডিওগুলো” (রাজনীতিবিদদের অবৈধ সভাতে আপোস মীমাংসার কিছু ফুটেজ, তাঁর সাথে সাথে রাজনৈতিক অনুসারী এবং জনগণের জন্য কিছু বার্তা) তিনি সংবাদপত্রে ফাঁস করতেন, সেগুলোর কথা লরেট উল্লেখ করেছেন।  

বেতার অনুষ্ঠান আসি লাস কোসাস টুইটারে লা টুটার গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে, যা আগে শুধুমাত্র গুজব ছিল তা সম্পর্কে নিশ্চিত খবর দেয়া হয়ঃ এ ঘটনায় এটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম পদত্যাগ করতে যাচ্ছেন।   

আয়তজিনাপাতে (গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি এখানে পড়ুন) ঘটে যাওয়া সহিংস ঘটনা সম্পর্কিত তদন্ত কর্মকান্ডে এটর্নি জেনারেল মুরিলো কারামের ভূমিকা যথেষ্ট বিতর্কিত হওয়ায় তিনি এই ঝামেলায় জড়িয়ে পরেছেন।  

টুইটার ব্যবহারকারী মাদামে দেফিসিট মনে করেন, ভুল লোককে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। তিনি লিখেছেন, সাবেক গভর্নর এঞ্জেল আগুইরের মতো রাজনীতিবিদেরা যারা আয়তজিনাপা মামলায় পদত্যাগ করেছেন তারা এখনও মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ একই ঘটনায় অন্যান্য অপরাধীরা এখন কারা বরণ করেছেন।

টুইটার ব্যবহারকারী লুইস ডায়াজ লা টুটাকে গ্রেপ্তারের অস্বাভাবিক সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। মেক্সিকোর নির্বাচনের কেবল কয়েক মাস বাকি থাকতে তাকে গ্রেপ্তারের ঘটনাটি ঘটল।  

এই জঘন্যতম মাদক সম্রাটের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে কয়েক ঘন্টার মাঝে মেক্সিকান কর্তৃপক্ষ একটি দাপ্তরিক ঘোষণাপত্র প্রচার করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .