৩৫০.অর্গ-এর জন্য হোদা বারাকা এই প্রবন্ধটি লিখেছিলেন। ৩৫০.অর্গ হচ্ছে বিশ্ব পরিবেশবাদী আন্দোলনের জন্য গড়ে ওঠা একটি সংগঠন। কন্টেন্ট শেয়ার চুক্তি অনুসারে এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এ ছাপা হয়েছে।
গত সপ্তাহে, এই অঞ্চলের প্রায় ১৫,০০০-এর মত নাগরিক লিমার রাস্তায় অনুষ্ঠিত এক শোভাযাত্রায় অংশ নেয়, যেটিকে তারা ল্যাটিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শোভাযাত্রায় পরিণত করে।
অঞ্চলগত ভিত্তিতে, জলবায়ু পরিবর্তনকে পরিবেশ, উন্নয়ন এবং মানবাধিকার বিষয় হিসেবে দেখা হয়, আর এ কারণে ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই শোভাযাত্রার আয়োজন কোন কাকতলীয় ঘটনা নয়। এতে “জলবায়ু পরিবর্তন নয়,পদ্ধতিগত পরিবর্তন আনার” আহ্বান জানানো হয়, এই শোভাযাত্রা জলবায়ু সংক্রান্ত সমস্যা মোকাবেলায় বিভিন্ন দলকে একত্রিত করেছে যারা বাস্তব সম্মত এবং শক্তিশালী কর্মকাণ্ডের দাবী জানায়।
এই শোভাযাত্রায় যে সমস্ত দল অর্ন্তভুক্ত ছিল তারা হচ্ছেঃ সম্প্রদায়, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু সম্প্রদায়, তরুণ এবং একই সাথে বিশ্বাসী দল। অতি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত বিশাল এক পরিবেশ শোভাযাত্রার ঠিক পরে নাগরিকদের এই জলবায়ু শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং তা ক্রমশ বাড়তে থাকা বিশ্ব জলবায়ু আন্দোলনকে আরো বেগবান করে।
নীচে ধারাবাহিক কয়েকটি ছবিতে এই শোভাযাত্রার শক্তি, প্রাণ উচ্ছ্বলতা এবং বৈচিত্র্য ধরা পড়েছে।