
ঢাকার মিরপুরে শেরে বাংলা নগর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-জিম্বাবুয়ে একদিবসীয় খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজ-এর প্রতি শ্রদ্ধা নিবেদনে দুটি দেশের খেলোয়াড়-কর্মকর্তা ও দর্শকরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে। ছবি রেজা সুমন-এর, কপিরাইট ডেমোটিক্সের। (২৮/১১/২০১৪)
অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ফিলিপ হিউজ, যে ২৭ নভেম্বর মৃত্যু বরণ করেছে, তার স্মৃতিতে সে দেশের এক ক্রিকেট ভক্তর শ্রদ্ধা নিবেদন অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে।
বুধবারে ঘরোয়া ক্রিকেট লীগে খেলার সময় সিডনি ক্রিকেট মাঠে এক বাউন্সারের আঘাতে আহত হয়েও কিছুদিন অজ্ঞান থাকার পর দেশটির তারকা খেলোয়াড় ফিলিপ হিউজ মৃত্যু বরণ করে। আঘাত লাগার সময় হিউজ মাথায় হেলমেট পড়ে ছিল, কিন্তু বল গিয়ে তার শরীরের অরক্ষিত অংশে আঘাত হানে, ফলে মেরুদণ্ডের ধমনী ক্ষতিগ্রস্থ হয়, আর তার কারণে মস্তিস্কে রক্ত জমাট বাঁধে। এই আঘাতের ফলে দুইদিন পরে, তার ২৬তম জন্মদিনের ঠিক তিন দিন আগে সিডনি হাসপাতালে সে মৃত্যুবরণ করে।
ফিলিপের প্রতি শ্রদ্ধা নিবেদনে, সিডনির এক আইটি কর্মী পল টাইলর একটি ক্রিকেট টুপি দিয়ে তার পুরোনো ক্রিকেট ব্যাটের হাতল ঢেকে তার ঘরের সামনের দরজায় রেখে দিয়েছেন এবং তার অনুসারীদের #পুটইয়োরব্যাট হ্যাশট্যাগের মাধ্যমে ছবিটি প্রদান করেছেন। আর দ্রুত অস্ট্রেলিয়া এবং বিশ্বে তার শোকার্ত ভক্তরা শোক প্রকাশের এই চিন্তাটি গ্রহণ করে।
The #CricketFamily has united for a powerful tribute to Phillip Hughes: http://t.co/EVLIN8Zf3v #PutOutYourBats pic.twitter.com/kWMd0JNUys
— cricket.com.au (@CricketAus) November 28, 2014
ফিলিপ হিউজের প্রতি এক আন্তরিক শ্রদ্ধা প্রদর্শনে ক্রিকেট পরিবার এক হয়েছে।
Very touching tribute for Phillip Hughes at Adelaide Oval.Our sincere condolences to family friends & cricket family pic.twitter.com/596tEAUL8e
— Crows Supporters Grp (@crowssupporters) November 28, 2014
এ্যাডেলাইড-এর ওভালে-এ ফিলিপ হিউজের প্রতি অত্যন্ত হৃদয়গ্রাহী শ্রদ্ধা প্রদর্শন। তার পরিবার, বন্ধু এবং ক্রিকেট পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
Awesome! Well done Google Australia #PutYourBatsOut #63NotOutForever RIP Phillip Hughes. pic.twitter.com/AZPsXtRcC3
— ★mallyHelen★ (@malsagirl) November 28, 2014
অসাধারণ! দারুণ কাজ করেছ গুগুল অস্ট্রেলিয়া। শান্তিতে ঘুমাও ফিলিপ হিউজ।
PHOTO: A tribute to Phillip Hughes at the MCG #putoutyourbat @theage pic.twitter.com/vNZKKWFu65
— The Age Photography (@theage_photo) November 28, 2014
ছবিঃ এমসিজিতে ফিলিপ হিউজের প্রতি শ্রদ্ধা।
63 bats have been placed in the windows of @CricketAus headquarters as a tribute to Phillip Hughes. #9Newscomau pic.twitter.com/MklWwaNYAS
— Nine News Australia (@9NewsAUS) November 28, 2014
ফিলিপ হিউজের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সদর দপ্তরের জানালায় ৬৩টি ব্যাট রাখা হয়েছে।
In tribute to Phillip Hughes #putyourbatsout #408 pic.twitter.com/0TNvem5VXa
— Melbourne Renegades (@RenegadesBBL) November 28, 2014
ফিলিপ হিউজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
From the Gilly kids xxx #PutOutYourBats #RIPPhillipHughes pic.twitter.com/aeheTLw5dI
— Adam Gilchrist (@gilly381) November 27, 2014
এ্যাডাম গিলিক্রিষ্ট-এর সন্তানদের শ্রদ্ধা নিবেদন।
Gorgeous tribute at Macksville Primary School for Phillip Hughes pic.twitter.com/8aXvMD2l4i
— Lucy Carter (@lucethoughts) November 28, 2014
ফিলিপ হিউজের জন্য ম্যাকসিভিল প্রাথমিক বিদ্যালয়ের সাড়ম্বর শ্রদ্ধা নিবেদন।
#putoutyourbats for Phil Hughes. A sad day for the sporting world pic.twitter.com/UCDeZ0g4rR
— Saracens Rugby Club (@Saracens) November 28, 2014
ফিল হিউজের জন্য ব্যাটকে একপাশে রাখি। ক্রীড়াজগতের জন্য এক বেদনাদায়ক দিন।
The @Momentum_za Proteas wmn have joined the tribute in their innings break v India #PutOutYourBats #CricketFamily pic.twitter.com/a2Ev7eMKVR
— Cricket South Africa (@OfficialCSA) November 28, 2014
ভারতের বিরুদ্ধে খেলার সময় প্রোটিয়াস নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার প্রমীলা ক্রিকেটাররাও খেলার বিরতিতে শোক প্রকাশে যোগ দিয়েছে।
#PutOutYourBats l @BLACKCAPS and Pakistan team mourn the passing of Phil Hughes during the ongoing test match pic.twitter.com/ItmEao3Z5G
— CNN-IBN News (@ibnlive) November 28, 2014
ব্লাক ক্যাপ নামে পরিচিত নিউজিল্যান্ড এবং পাকিস্তান ক্রিকেট দল চলতি টেস্ট ম্যাচে পৃথিবী থেকে বিদায় নেওয়া ফিল ফিউজের জন্য শোক প্রকাশ করেছে।
The whole of @BCBtigers team paying their respect to Phillip Hughes after the end of the 4th ODI. #putoutyourbats pic.twitter.com/eBPKXJenph
— Bangladesh Cricket (@BCBtigers) November 28, 2014
চতুর্থ একদিবসীয় খেলা শেষে বিসিবি টাইগার বাংলাদেশী ক্রিকেট দল ফিল হিউজের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছে
সাউথ ওয়েলস-এর পূর্ব উপকূলীয় এক ছোট্ট শহর ম্যাকসভিলে ফিলিপ হিউজের জন্ম এবং তিনি এতটাই প্রতিভাবান ছিলেন যে ১২ বছর বয়সে এ গ্রেড ক্রিকেটে তার অভিষেক হয়। তার এই বেদনাদায়ক মৃত্যুতে অস্ট্রেলিয়া এবং বিশ্বের অন্যান্য দেশে ক্রিকেট খেলা বাতিল করা হয়। সারা বিশ্বের ক্রিকেটাররা তার স্মৃতিতে টুইট করেছে:
From Sydney to Secunderabad, Phillip Hughes is being remembered http://t.co/YtGrBFJG3T
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 28, 2014
সিডিনী থেকে সেকেন্দ্রাবাদ, ফিলিপ হিউজকে স্মরণে রাখবে
Phillip Hughes: He died doing something he loved, with a cricket bat in his hand. http://t.co/cgnuFEK9me #PhilHughes pic.twitter.com/SqejYugK9R
— Firstpost (@firstpostin) November 28, 2014
ফিলিপ হিউজ: তিনি ক্রিকেট ব্যাট হাতে যা করতে ভালবাসতেন, সেই কাজ করতে গিয়ে মৃত্যুবরণ গেছেন।
এই তারকা ক্রিকেটারের প্রতি আরো অনেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে, সে সম্বন্ধে জানতে ইএসপিএন-এর পাতায় প্রবেশ করুন।