
তিউনিস, তিউনিশিয়া। ২২ অক্টোবর ২০১৪ — তিউনিশিয়া বিপ্লবে আহত ও নিহতদের ছবি নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রালয়ের বাইরে বিক্ষোভকারীরা বিপ্লবিদের হত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজনদের খুবই সামান্য শাস্তি প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। — তিউনিশিয়ার নির্বাচনকে সামনে রেখে বিপ্লবে নিহত ও আহতদের স্বজনরা সরকারি এই সিদ্ধান্তের বিরদ্ধে ক্ষোভ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের বাইরে একত্র হয়েছেন। কপিরাইটঃ ডেমোটিক্স।
গত ২৬শে অক্টোবর, ২০১৪ তারিখে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ভোট দিতে তিউনিসিয়ানদের উদ্বুদ্ধ করা হয়েছে ব্যাপক ভাবে।
২০১১ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে শতকরা ৪৫ শতাংশেরও কম ভোটার অংশ নিয়েছিলেন। তাই সুশীল সমাজের বিভিন্ন সংস্থা এই নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করার জন্য একত্রিত হয়ে নতুন নতুন উদ্যোগ নিয়েছেন।
নির্বাচনে অংশগ্রহনকারী বিপুল সংখ্যক রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের থেকে তিউনিসিয়ানরা এখন অনলাইনে দেয়া বিভিন্ন তথ্যের সাহায্যে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। তারা প্রার্থীদের বার্তাগুলো যাচাই বাছাই করে দেখতে পারবেন। এমনকি তারা এখানে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে তথ্য জানাতেও পারবেন।
ইখতিয়ার তৌনেস (আরবি/ফ্রেঞ্চ)
ইখতিয়ার তৌনেস আরবি শব্দটি অনুবাদ করলে অর্থ দাঁড়ায় তিউনিসিয়ার পছন্দ। এটি এমন একটি মঞ্চ যা তিউনিসিয়ার কোন নির্দিস্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুতে বিভিন্ন দলের প্রস্তাবিত সমাধান এবং কর্মসূচী সম্পর্কে ভোটারদের মতামত এবং উত্তরের মাঝে তুলনা করে থাকে। সবশেষে পাওয়া ফলাফল ব্যবহারকারী এবং এই মঞ্চে নিবন্ধন করা বিভিন্ন দলের দৃষ্টিভঙ্গির মাঝে তুলনা করার সক্ষমতার হার নির্ধারন করবে।
বিরাসমি ডট টিএন (ফ্রেঞ্চ)
তিউনিসিয়াতে “বিরাসমি” একটি কথ্য শব্দ। এটির অর্থ হচ্ছে “আসলেই?”
নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া সত্য বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সমাধান অথবা সাম্প্রতিক বক্তব্যগুলোর সত্যতা ওয়েবসাইটটি যাচাই করে থাকে। উল্লেখ্য যে এরপর ওয়েবসাইটটিতে “সম্পূর্ণ সত্য” থেকে শুরু করে “করা যেতে পারে”, “সম্পূর্ণ মিথ্যা”, “অর্জন করা অসম্ভব” এমন বিভিন্ন বিশ্বাসযোগ্যতা সীমা নির্ধারন করে দেয়া হয়েছে।
বিলকামচা ডট টিএন (আরবি)
বিলকামচা একটি দুর্নীতি বিরোধী ওয়েবসাইট। এখানে নাগরিকরা দেশে ঘটে যাওয়া বিভিন্ন প্রশাসনিক দুর্নীতির কথা জানাতে পারবেন। ওয়েবসাইটটির সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করে তারা এসব সম্পর্কে জানাতে পারবেন।
আই-ওয়াচ অথবা মৌরাকিবোন’এর মতো অন্যান্য বেশ কয়েকটি সংস্থা নির্বাচনের আয়োজন কাছ থেকে পর্যবেক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনের আয়োজন পর্যবেক্ষণের পাশাপাশি আইন অমান্যকারী বিভিন্ন কাজ সম্পর্কেও লক্ষ্য রাখা হচ্ছে। এ ধরনের কাজের মধ্যে আছে নাগরিকদের কাছ থেকে ভোট কেনা অথবা তথ্য চুরি। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া কারও কারও বিরুদ্ধে এসব কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ আছে।

তিউনিশিয়া নির্বাচন ২০১৪ পর্যবেক্ষণরত সংস্থার তালিকা।
আজ কয়েকজন ভোটার জানিয়েছেন, তাদের নাম ভোটার তালিকাতে নেই। তারা জানেন ভোট দিতে তারা নাম নিবন্ধন করেছেন অথচ সেখানে তাদের নাম নেই। অনেকেই আবার জানিয়েছেন যে তাদের নাম দুইটি দপ্তরে নিবন্ধিত হয়েছে।
নির্বাচন সম্পর্কে নাগরিকদের সরাসরি দেয়া খবরাখবর জানতে আপনি #টিএননির্বাচন২০১৪ হ্যাশট্যাগটি অনুসরণ করতে পারেন। রাষ্ট্রীয় জাতীয় টেলিভিশন চ্যানেলটি পারস্পরিকভাবে সক্রিয় একটি ডিজিটাল মানচিত্র (আরবি) তৈরি করেছে। ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পর আসন্ন দিনগুলোতে মানচিত্রটিতে ধীরে ধীরে বিভিন্ন জায়গার নির্বাচনী ফলাফল জানিয়ে দেয়া হয়েছে।
আগামী মাসে অর্থাৎ ২৩ নভেম্বর তারিখে তিউনিসিয়াতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।