মারিজুয়ানাকে বৈধতা দেয়া উচিৎ কিনা সে বিষয়ে ক্যারিবিয়ান দেশগুলোতে তুমুল বিতর্ক চলছে।
গত মে মাসে প্রকাশিত একটি ভিডিওতে ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো’র তৎকালীন ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে জুয়ার আড্ডা, মদ বা গাঁজার বৈঠকে বিশেষ ভূমিকা পালনের অভিযোগ ওঠে। ফলে তাকে তাঁর পদ থেকে বহিষ্কার করা হবে কিনা সে বিষয়ে তুমুল আলোচনা চলতে থাকে। সে সময়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হয়তো তাকে তাঁর পদ থেকে বহিষ্কার করার দিকেই বেশি ঝুঁকেছিলেন। তখন তারা তাঁর গাঁজা সেবনের সম্ভাব্যতার জন্য নয় বরং তাঁর কাজের জন্য তাকে বহিষ্কার করার সমর্থনে মত দিয়েছিলেন। দুর্নীতির কেলেঙ্কারিতে জনগণের চাপের মুখে শেষ পর্যন্ত দেখা গেল মন্ত্রী মহোদয় গতকাল পদত্যাগ করেছেন।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্য প্রান্তে জ্যামাইকান সরকার সেপ্টেম্বর মাসের মধ্যে ব্যক্তিগতভাবে ২ আউন্স পর্যন্ত গাঁজা বহন ও ক্রয় বিক্রয়কে বৈধতা দিতে চাচ্ছে। দেশটির মাদক অপব্যবহার কাউন্সিলের কাছ থেকে অনুমোদন নিয়ে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এটর্নি এবং সক্রিয় কর্মী রিচি মেইটল্যান্ড গ্রাউন্ডেশন গ্রানাডা ব্লগে গুল্মটিকে বৈধতা দেয়ার জন্য একটি সুপারিশ করেছেন। তিনি এক্ষেত্রে অন্যান্য সব দেশের উদ্ধৃতি দিয়েছেন, যারা গুল্মটি ব্যবহারের বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে গ্রানাডায় গুল্মটি ব্যবহারের অনুমতি নেই। কারন সরকার মনে করে মাদক সম্পর্কিত অসুখ বিসুখ দেশের করদাতাদের জন্য একটি অতিরিক্ত বোঝায় পরিণত হয়। হাসপাতালগুলোর পরিসংখ্যান (নিচে উল্লেখ করা তাঁর গ্রাফটিতে দেখানো হয়েছে) যাচাই বাছাই করে মেইটল্যান্ড এই বিতর্কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আর তিনি দেখেছেন যে মারিজুয়ানায় আসক্তদের চেয়ে এ্যালকোহল সম্পর্কিত সমস্যাতে মানুষ বেশি ভুগছে।

গ্রানাডায় অ্যালকোহল ও মারিজুয়ানা সম্পর্কিত হাসপাতাল ঘটনার গ্রাফিক্স চিত্র। এটি তৈরি করেছেন রিচি মেইটল্যান্ড।
জনগণ বিষয়টিকে কীভাবে উপলব্ধি করে সেটির উপর বেশিরভাগ পার্থক্য নির্ভর করেঃ এ্যালকোহল বৈধ, তবে মারিজুয়ানা বৈধ নয়। পোস্টটির মাধ্যমে এই বিতর্ককে বিশ্লেষণও করা হয়েছে। মারিজুয়ানার ব্যবহারকে বৈধতা দেয়া হলে দেশটি যে নির্দিস্ট কয়েকটি আন্তর্জাতিক চুক্তির সাথে সংযুক্ত হয়তোবা সে চুক্তিগুলো ভঙ্গ করা হবেঃ
আপনারা জানেন গ্রানাডার আর কি কি আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে? যেমন, এলজিবিটিআই লোকেদের সমতাকে শ্রদ্ধা করা এবং তাদেরকে স্বীকৃতি দেয়া অন্যতম একটি দায়বদ্ধতা […] আঘাত বা শাস্তির ঝুঁকি ছাড়া অন্যান্য বাধ্যবাধকতা অগ্রাহ্য করে যখন সরকার এসব বিড়ম্বনাকর কাজ এড়িয়ে যেতে চায় তখন তারা আন্তর্জাতিক দায়বদ্ধতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তাঁর পিছনে লুকাচ্ছেন। অবশেষে মারিজুয়ানার ব্যবহারকে বৈধতা দেয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বাধ্যবাধকতার উপর জোর দেয়াটা অত্যন্ত দূর্বল একটি যুক্তি।
ভন্ড যুক্তি তর্ক উপস্থাপন করার চেয়ে বরং বস্তুটিকে উদ্দেশ্য করাই বেশি যুক্তি সঙ্গত। জ্যামাইকা থেকে ক্যারিবিয়ান আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ প্রফেসর স্টিফেন ভাসসিয়ানে […] প্রকৃত পক্ষে ইস্যুটিকে সঠিকভাবে নির্নয় করেছেন। জ্যামাইকার মতো গ্রানাডা এবং অন্যান্য বেশিরভাগ ক্যারিবিয়ান দেশ মাদক নিষেধাজ্ঞা বিষয়ে একই আন্তর্জাতিক বাধ্যবাধকতা শেয়ার করে থাকে। পরিশেষে ভাসসিয়ানে ২০০১ সালে প্রকাশিত তাঁর একটি প্রকাশনাতে […] বলেছেন, আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা ভঙ্গ না করেই জ্যামাইকাতে ব্যক্তিগতভাবে গাঁজার ব্যবহারকে বৈধতা দেয়া সম্ভব ছিল। এক সময় সেখানে গাঁজার উৎপাদন এবং বন্টন ছিল অবৈধ।