
সাউ পাওলোর ফিফা ফান ফেস্টে বিশ্বকাপের দ্বিতীয় দিন ভক্তরা খেলা দেখছেন। ছবিঃ জুলিয়া রেইনহার্ট। কপিরাইট ডেমোটিক্স।
অন্যান্য প্রধান প্রধান খেলার আসরের মত সারা দুনিয়া জুড়ে ফুটবল প্রেমীরা এই সময় টেলিভিশনের সাথে আঠার মতো লেগে থাকবেন। তারা হয় বাড়িতে, না হয় কোন স্থানীয় কমিউনিটি সেন্টারে বা কোন রেস্টুরেন্টে যেয়ে ফুটবল খেলা দেখার জন্য ভিড় করবেন। প্রিয় দলের পাশাপাশি ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যান্য দলের লড়াই দেখবেন।
আফ্রিকাতেও (যেহেতু পাঁচটি আফ্রিকান দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে) এ ঘটনার ব্যতিক্রম ঘটেনি। তবে এ মহাদেশের অনেক ফুটবল ভক্তকে কোন সম্প্রচার কেন্দ্রের সাথে সংযুক্ত হতে জটিলতার কারণে কিছুটা সময় নষ্ট করতে হতে পারে।
দক্ষিণ আফ্রিকার টেলিভিশনে খবর সম্প্রচার এবং বিশ্লেষণকারী একজন দক্ষিণ আফ্রিকান ব্লগার থিনাস ফেরেইরা কিছু চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করেছেন। স্যাটেলাইট সংযোগ প্রদানকারী এবং দর্শকেরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তিনি তাঁর ব্লগ “টিভি উইথ থিনাস” এ সেসব চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করেছেন। কেনিয়াতে চীনের মালিকানাধীন স্টার টাইমসের মাঝে খেলা সম্প্রচার করা নিয়ে যেসব নাটক হয়েছে, তিনি সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। এই টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে অবৈধভাবে কেনিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের (কেবিসি) একটি বিশ্বকাপ সিগন্যাল চুরি করে ব্যবহার করার অভিযোগ উঠেছেঃ
স্টার টাইমস এবং ওয়ানাচি টেলিভিশন অর্থ পরিশোধের মাধ্যমে পাওয়া তাদের টেলিভিশন প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিফা প্রচার সূচী সম্প্রচার করছে। টেলিভিশন দুইটি কেবিসি এবং ফিফা’র বিরুদ্ধে লাইসেন্স চুক্তি ভঙ্গ করার অভিযোগ তুলেছে। কেবিসি বলেছে, এই দুইটি টেলিভিশন অপারেটর যে সিগন্যাল ব্যবহার করছে তাতে করে ফিফা ২০১৪ বিশ্বকাপ খেলাগুলো তারা ঝামেলা মুক্তভাবে সম্প্রচার করতে পারবে না। স্টার টাইমস যতদূর সম্ভব কেবিসির টেলিভিশন সম্প্রচার সূচী হ্যাক করছে বলে অভিযোগ উঠেছে। তাঁর পাশাপাশি ফিফা বিশ্বকাপ ২০১৪ খেলা গুলো সম্প্রচার করতে এটির বিরুদ্ধে পাইরেসি করার অভিযোগও উঠেছে। এটি অর্থের বিনিময়ে পাওয়া টেলিভিশন প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র কেনিয়ার দর্শকদের জন্যই নয় বরং উগান্ডা এবং তানজানিয়ার দর্শকদের জন্যও ফিফা বিশ্বকাপ ২০১৪ খেলা সম্প্রচার করছে।
তথ্য গবেষণা কোম্পানি জিওপল এর দেয়া তথ্য অনুযায়ী, কেনিয়াতে বিশ লক্ষ দর্শক বিশ্বকাপ খেলার প্রথম দুই দিন থেকে সম্প্রচার কেন্দ্রের সংযোগ পাওয়ার চেষ্টা করছেনঃ
স্ট্রাথমোর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এবং তথ্য প্রযুক্তি আইন কেন্দ্রের মাধ্যমে সিপিট ল ব্লগ বলছে, ফিফা ম্যাচগুলোর ডিজিটাল পাইরেসি বন্ধ করতে কেনিয়ার যা করনীয় তা তাকে অবশ্যই করতে হবে।
জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে ফুটবল ভক্তরা স্যাটেলাইট পরিশোধিত টেলিভিশন মাল্টিচয়েসের মাধ্যমে বিশ্বকাপ ম্যাচগুলো দেখার আশা করছেন। কিন্তু এটা তাদের ধরা ছোঁয়ার বাইরে। দুইটি দেশের ব্রডকাস্টিং কর্পোরেশনগুলোকে কোম্পানিটি এটির ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন (ডিএসটিভি) সার্ভিস থেকে সম্প্রচার করতে অনুমতি দিচ্ছে না। এ নিয়ে ফেরেইরা লিখেছেনঃ
এই সম্প্রচারকারীরা তাদের নিজ নিজ দেশে বৈধভাবে ফিফা বিশ্বকাপ ২০১৪ এর ম্যাচগুলোর এফটিএ সত্ত্ব রক্ষা করছে। এখন বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময়ে দর্শকেরা যখন জিম্বাবুয়ে ব্রডকাস্টিং কর্পোরেশন (জেডবিসি) এবং নামিবিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন (এনবিসি) (শুধুমাত্র) সম্প্রচারকারী চ্যানেল হিসেবে দেখতে পাচ্ছে, তখন মাল্টিচয়েস আফ্রিকা হঠাৎ করে ফিফা বিশ্বকাপ ২০১৪ শুরু হওয়ার আগে সমগ্র আফ্রিকা জুড়ে সরকারি সম্প্রচারকারীদের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে বলুন। টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে কি আপনাকে খুব ঝামেলায় পরতে হয়েছে ?