অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে জীবন ধারণ করা, দীর্ঘ সময় ধরে এবং বার বার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া, রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির অস্থিতিশীল অবস্থা, সংবাদ মাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হওয়া সত্ত্বেও ইয়েমেনি এক দল জনগণ দুনিয়াকে দেখাতে পেরেছেন যে তাদের দেশের প্রাচীন নাম ‘আরাবিয়া ফেলিক্স’ তথা সুখি আরাবিয়া কতোটা সার্থক ছিল। ইতিহাসের পাতায় দেখা যায়, ইয়েমেনকে লোকে আরাবিয়া ফেলিক্স নামে চিনতো। এ নামের অর্থ হচ্ছে, ভাগ্যবান আরাবিয়া অথবা সুখি আরাবিয়া। গ্রিক ভূগোলবিদ টলেমি এই নামটি দিয়েছিলেন। দেশটির এমন নামকরণের কারন হলো, এখানকার উঁচু উঁচু পর্বত। এই পর্বতমালাই মেঘকে আটকে রাখতে পারে বলে এখানকার বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। আর তাই বেশিরভাগ আরবীয় উপদ্বীপের চেয়ে এ জায়গাটি অনেক বেশি উর্বর।
ফারেল উইলিয়ামের বিপুল জনপ্রিয় গান “হ্যাপির” প্রচ্ছদ ভিডিওটিতে একটি ইয়েমেনি চমক রাখা হয়েছে। এতে ইয়েমেনি তরুণদের সৃজনশীলতা এবং মেধার প্রকাশ ঘটেছে। ভিডিওটিতে ইয়েমেনি তরুণদের ইতিবাচক মনোভাব এবং তাদের রসবোধ প্রকাশ পেয়েছে।
সাপোর্ট ইয়েমেন এবং গাবরিজের সাথে যৌথ সহযোগীতায় ভিডিওটি তৈরি করা হয়েছে। অস্কার পুরষ্কারের জন্য মনোনীত পরিচালক আব্দুরাহমান হুসেইন এবং আমিন আলঘাবরির যৌথভাবে পরিচালনা করে ভিডিওটি তৈরি করেছেন।
ইয়েমেনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফাজলি কোরমান টুইট করেছেনঃ
@NoonArabia Which country on earth had the “Happy” title in antique times.. Yemen of course, aka Arabia Felix… http://t.co/ReY6K33AhX
— Fazli Corman (@FazliCorman) May 24, 2014
@নুনআরাবিয়াঃ পৃথিবীর কোন দেশটি প্রাচীনকালে “সুখি” দেশ হিসেবে পরিচিত ছিল… অবশ্যই ইয়েমেন, তথা আরাবিয়া ফেলিক্স…
মারেইকে ট্রান্সফেল্ড নির্বাচন বিষয়ক ইয়েমেনের একজন গবেষক। তিনি ফারেলকে টুইট করেছেনঃ
@Pharrell you got to check out & RT Yemen's official #Happy video by Oscar nominated @AfroHussain & @AmeenAlghaberi, @SupportYemen always
— Mareike Transfeld (@projectyemen) May 23, 2014
@ফারেল, অস্কার পুরষ্কারের মনোনয়ন প্রাপ্ত @আফ্রহুসেইন এবং @আমিনআলঘাবেরি পরিচালিত #হ্যাপি ভিডিওটির আরটি ইয়েমেনের দাপ্তরিক পাতায় আপনি সবসময় যাচাই করতে পারবেন।
সাপোর্ট ইয়েমেনের একজন সদস্য আওসান কামাল টুইট করেছেনঃ
The Happy #Yemen video shines a light on the darkness yemeni #youth live thorough today @SupportYemenhttp://t.co/0epqebRCrh via @youtube
— awssan kamal (@awssan) May 24, 2014
আজ পর্যন্ত ইয়েমেনি #তরুণরা যে অন্ধকারের মধ্যে জীবনধারণ করে এসেছে, হ্যাপি #ইয়েমেন ভিডিওটি তাতে আলোর সঞ্চার করেছে। @ইউটিউব’এর মাধ্যমে @সাপোর্টইয়েমেন
সিএনএন’এর মোহাম্মাদ জামজুম আরও বলেছেনঃ
Another showcase of how amazing people of #Yemen are-their version of “#Happy“w pause for power cut-beautifully done http://t.co/Z1t7PZgZYk
— Mohammed Jamjoom (@JamjoomCNN) May 24, 2014
বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য বিরতি দেখিয়ে “#হ্যাপি” গানের আরেকটি সংস্করণে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, #ইয়েমেনের জনগণ কতোটা মজার।
ব্লগার আফরাহ নাসের এটাকে একটু ভিন্নভাবে দেখেছেন। তিনি টুইট করেছেনঃ
New blogpost: #Yemen is Resilient Rather Than Happy http://t.co/0U9RRvJI0Z
— Afrah Nasser (@Afrahnasser) May 24, 2014
নতুন ব্লগপোস্টঃ সুখি হওয়ার চেয়ে #ইয়েমেন বরং বেশ প্রাণবন্ত।
সাপোর্ট ইয়েমেনের সহকারী প্রতিষ্ঠাতা রুজকেও এই ভিডিওতে লক্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি লক্ষ্য করেছেনঃ
Despite media rhetoric that we r depressed unhappy #Yemen-is in need of saving. Here is our reponse #HappyYemenhttps://t.co/LPrk3B40na
— Rooj (@Rooj129) May 23, 2014
আমরা হতাশ ও অসুখী বলে সংবাদ মাধ্যমের বাড়াবাড়ি প্রচারণার হাত থেকে #ইয়েমেনের নিস্তার প্রয়োজন। আমাদের প্রতিক্রিয়াগুলো এখানে জানা যাবে।
ইয়েমেনের আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে একটি সুস্পষ্ট বার্তা হচ্ছে, “আমাদের শত কষ্ট সত্ত্বেও আমাদের সুখ কখনও ফুরাবে না।”
1 টি মন্তব্য
Blog ta pore khub moja pelum