ইয়েমেনও বেশ সুখী!

অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে জীবন ধারণ করা, দীর্ঘ সময় ধরে এবং বার বার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়া, রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির অস্থিতিশীল অবস্থা, সংবাদ মাধ্যমে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হওয়া সত্ত্বেও ইয়েমেনি এক দল জনগণ দুনিয়াকে দেখাতে পেরেছেন যে তাদের দেশের প্রাচীন নাম ‘আরাবিয়া ফেলিক্স’ তথা সুখি আরাবিয়া কতোটা সার্থক ছিল। ইতিহাসের পাতায় দেখা যায়, ইয়েমেনকে লোকে আরাবিয়া ফেলিক্স নামে চিনতো। এ নামের অর্থ হচ্ছে, ভাগ্যবান আরাবিয়া অথবা সুখি আরাবিয়া। গ্রিক ভূগোলবিদ টলেমি এই নামটি দিয়েছিলেন। দেশটির এমন নামকরণের কারন হলো, এখানকার উঁচু উঁচু পর্বত। এই পর্বতমালাই মেঘকে আটকে রাখতে পারে বলে এখানকার বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। আর তাই বেশিরভাগ আরবীয় উপদ্বীপের চেয়ে এ জায়গাটি অনেক বেশি উর্বর।

ফারেল উইলিয়ামের বিপুল জনপ্রিয় গান “হ্যাপির” প্রচ্ছদ ভিডিওটিতে একটি ইয়েমেনি চমক রাখা হয়েছে। এতে ইয়েমেনি তরুণদের সৃজনশীলতা এবং মেধার প্রকাশ ঘটেছে। ভিডিওটিতে ইয়েমেনি তরুণদের ইতিবাচক মনোভাব এবং তাদের রসবোধ প্রকাশ পেয়েছে। 

সাপোর্ট ইয়েমেন এবং গাবরিজের সাথে যৌথ সহযোগীতায় ভিডিওটি তৈরি করা হয়েছে। অস্কার পুরষ্কারের জন্য মনোনীত পরিচালক আব্দুরাহমান হুসেইন এবং আমিন আলঘাবরির যৌথভাবে পরিচালনা করে ভিডিওটি তৈরি করেছেন।

ইয়েমেনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফাজলি কোরমান টুইট করেছেনঃ  

@নুনআরাবিয়াঃ পৃথিবীর কোন দেশটি প্রাচীনকালে “সুখি” দেশ হিসেবে পরিচিত ছিল… অবশ্যই ইয়েমেন, তথা আরাবিয়া ফেলিক্স…

মারেইকে ট্রান্সফেল্ড নির্বাচন বিষয়ক ইয়েমেনের একজন গবেষক। তিনি ফারেলকে টুইট করেছেনঃ 

@ফারেল, অস্কার পুরষ্কারের মনোনয়ন প্রাপ্ত @আফ্রহুসেইন এবং @আমিনআলঘাবেরি পরিচালিত #হ্যাপি ভিডিওটির আরটি ইয়েমেনের দাপ্তরিক পাতায় আপনি সবসময় যাচাই করতে পারবেন।

সাপোর্ট ইয়েমেনের একজন সদস্য আওসান কামাল টুইট করেছেনঃ 

আজ পর্যন্ত ইয়েমেনি #তরুণরা যে অন্ধকারের মধ্যে জীবনধারণ করে এসেছে, হ্যাপি #ইয়েমেন ভিডিওটি তাতে আলোর সঞ্চার করেছে। @ইউটিউব’এর মাধ্যমে @সাপোর্টইয়েমেন 

সিএনএন’এর মোহাম্মাদ জামজুম আরও বলেছেনঃ 

বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য বিরতি দেখিয়ে “#হ্যাপি” গানের আরেকটি সংস্করণে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, #ইয়েমেনের জনগণ কতোটা মজার।

ব্লগার আফরাহ নাসের এটাকে একটু ভিন্নভাবে দেখেছেন। তিনি টুইট করেছেনঃ 

নতুন ব্লগপোস্টঃ সুখি হওয়ার চেয়ে #ইয়েমেন বরং বেশ প্রাণবন্ত। 

সাপোর্ট ইয়েমেনের সহকারী প্রতিষ্ঠাতা রুজকেও এই ভিডিওতে লক্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি লক্ষ্য করেছেনঃ 

আমরা হতাশ ও অসুখী বলে সংবাদ মাধ্যমের বাড়াবাড়ি প্রচারণার হাত থেকে #ইয়েমেনের নিস্তার প্রয়োজন। আমাদের প্রতিক্রিয়াগুলো এখানে জানা যাবে। 

ইয়েমেনের আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে একটি সুস্পষ্ট বার্তা হচ্ছে, “আমাদের শত কষ্ট সত্ত্বেও আমাদের সুখ কখনও ফুরাবে না।”

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .