মায়ানমারের শিক্ষা মন্ত্রণালয় এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশন যৌথভাবে দেশটির প্রথম ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করল। ওপেন সোসাইটি ফাউন্ডেশন-এর উচ্চ শিক্ষা সহায়ক কর্মসূচির সিনিয়র ম্যানেজার ওলেকজানড্রা সতকভেয়েচ এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন:
একই সাথে এর অর্থ হচ্ছে তাদের (ইয়াঙ্গুন এবং মান্দালয় বিশ্ববিদ্যালয়ের) ছাত্র এবং মেধাবীদের নতুন জ্ঞান উৎপাদন ও জটিল চিন্তায় সক্রিয় অংশগ্রহণ করানোর মত বিষয়ের সাথে যুক্ত করা এবং বিচিত্র ও সমৃদ্ধ ঐতিহ্যকে সামনে নিয়ে আসা, আর মায়ানমারের বর্তমান উন্নয়ন হচ্ছে আন্তর্জাতিক বৃত্তির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।