
সিরীয় পিতা ওয়ায়েল জেইন দাবী করেছে তার পাঁচ বছরের বৃটিশ পুত্র সিরিয়ায় আটকে পড়েছে এবং তাদের পুনর্মিলনের জন্য বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই করছে না। ছবিটি টুইটারে প্রদর্শিত হয়েছে।
ওয়াএল জেইন সিরীয় এক নাগরিক, যে এখন লন্ডনে কাজ করে। সে তার পাঁচ বছরের পুত্র মাউধ, যে কিনা বৃটিশ নাগরিকত্ব লাভ করেছে, তার দুর্দশার কাহিনী তুলে ধরার জন্য টুইটারের আশ্রয় গ্রহণ করেছেন। মাউধ তিন বছর ধরে সিরিয়ায় আটকে রয়েছে।
ধারাবাহিক বেশ কয়েকটি টুইটে জেইন ব্যাখ্যা করছে যে তার পুত্র এবং স্ত্রী সিরিয়ার দেরাআ নামক গ্রামে বাস করে এবং সে দাবী করেছে সম্প্রতি তার পুত্রের গায়ে গুলি লেগেছে, আর তার চিকিৎসার প্রয়োজন। সে একই সাথে দাবী করছে করেন যে তার দুর্দশার কথা বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কানেই নিচ্ছে না।
মূলত সিরিয়ার ডেরাআর আদিবাসী জেইন টুইট করেছে:
Please help my 5yr old son (British) in Syria come home. @foreignoffice has abandoned him. @guardian @bbclysedoucet pic.twitter.com/VJ0ZWvYxnG
— Wael Zain (@Wael_Zain) April 20, 2014
দয়া করে সিরিয়ায় আটকে পড়া বৃটিশ নাগরিক আমার পাঁচ বছরের সন্তানকে ঘরে ফিরে আসতে সাহায্য করুন। বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে পরিত্যাগ করেছে।
সে ব্যাখ্য করছে:
@bbclysedoucet with his mother in a village near Nawa in Deraa. Has been there for over 3 years. 2 weeks ago he was shot at.. He needs help
— Wael Zain (@Wael_Zain) April 20, 2014
নাওয়ার কাছে দেরাআ নামক গ্রামে সে আর তার মা বাস করত। সেখানে সে তিন বছর ধরে বাস করছে। দুই সপ্তাহ আগে তার গায়ে গুলি লাগে। তার এখন সাহায্যের প্রয়োজন।
অন্য একটি টুইটে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগকে উদ্দেশ্য করে তার এর কাছে জেইন আবেদন জানাচ্ছে:
@WilliamJHague my 5 year old British son stuck in #Syria has been abandoned by your office.
— Wael Zain (@Wael_Zain) April 19, 2014
আমার পাঁচ বছরের পুত্র যে কিনা বৃটিশ নাগরিক, সে সিরিয়ায় আটকে পড়ে আছে এবং আপনার দপ্তর তাকে পরিত্যাগ করেছে।
এর সাথে সে আরো যোগ করেছে:
The British government pledged to help vulnerable Syrian refugees mainly women + children but refuse to help a British child. @williamjhague
— Wael Zain (@Wael_Zain) April 19, 2014
বৃটিশ সরকার নাজুক সিরীয় উদ্বাস্তু, বিশেষ করে নারী এবং শিশুদের সাহায্য করার অঙ্গিকার করেছে, কিন্তু তারা এক বৃটিশ শিশুকে সাহায্য করতে অস্বীকার করছে।
জেইন বলছে যে সে তিন বছর ধরে তার পুত্র সন্তানের মুখ দর্শন করেনি এবং তার কাছে পুত্রের সর্বশেষ তোলা যে ছবিটি রয়েছে, সেটি সে প্রদর্শন করেছে :
last picture I have of my son in #Syria. haven't seen him for 3 yrs. needs urgent medical treatment. @WilliamJHague pic.twitter.com/S76FoALkNO
— Wael Zain (@Wael_Zain) April 19, 2014
আমার পুত্রের সর্বশেষ ছবিটি আমি আবিষ্কার করেছি তা তিন বছর আগে সিরিয়া তোলা হয়েছিল। আমি তিন বছর তাকে দেখিনি, তার এখন জরুরী চিকিৎসা দরকার।