
কুয়ালালামপুরের ইন্ডিপেনডেন্ট স্কোয়ারে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানযাত্রীদের জন্য প্রার্থনা। ছবি আশরাফ রশিদের, কপিরাইট @ডেমোটিক্সের (৩/১০/২০১৪)
এই বিমানটির এই রকম রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়া নিয়ে অজস্র তত্ত্ব প্রদান করা হচ্ছে; কিন্তু এখন পর্যন্ত সরকারি কর্মকর্তারা না পেরেছে এমএইচ৩৭০–এর অবস্থান নির্ধারণ করতে, না পেরেছে বিমানটির ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোন সিদ্ধান্তপ্রদান মূলক ব্যাখ্যা প্রদান করতে।
এমএইচ৩৭০-এর যাত্রী এবং ক্রুদের পরিবার এবং বন্ধুদের জন্য সপ্তাহ উদ্বেগের সাথে কাটছে। এম এইচ ৩৭০ বিষয়ক যথেষ্ট তাজা সংবাদ থাকা না পাওয়ায় অনেকে তাদের হতাশা ব্যক্ত করেছে এবং এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে। অনেকে এই বিষয়ে তাদের অনুভূতি তুলে ধরার জন্য সাইবার স্পেসে প্রবেশ করেছে। যেমন লোকমান মুস্তাফা আশা করছে সে আবার তার প্রিয় বোনটিকে দেখতে পাবে:
এই প্রচেষ্টার সময়, আমার সহকর্মী, আত্মীয় ও বন্ধু যারা আমাকে এবং আমার পরিবারকে উৎসাহ এবং সান্ত্বনা প্রদান করছে, তাদের কথায় আমি স্বস্তি এবং শক্তি খুঁজে পাচ্ছি।
কিন্তু বাস্তবিকই, আমরা আল্লাহ-এর ইচ্ছার জন্য প্রস্তুত, তা সে ভালো বা খারাপ যে সংবাদ হোক না কেন।
আমার বোন এক দয়ালু হৃদয়ের মানুষ, আর যদি সবচেয়ে খারাপ কিছু ঘটে তাহলে আমি হৃদয় দিয়ে এই বোনটির অভাব অনুভব করতে থাকব।
আমি কি আমার বোনকে শেষ বিদায় জানাচ্ছি, আমার ভাইবোনদের যে সবচেয়ে ছোট? সময় বলে দেবে।
মারিয়া এলিজাবেথ নারি, যার পিতা এমএইচ৩৭০ বিমানের চীফ স্টুয়ার্ট, প্রায়শ সে তার পিতার সাথে আবার একত্রিত হবার তীব্র ইচ্ছে জানিয়ে টুইট করছে। পাশাপাশি যারা তার প্রতি সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছে, তাদের সবাইকে সে ধন্যবাদ জানিয়েছে।
I miss him so much. Sigh..
— . (@Gorgxous_) March 13, 2014
আমি তার অভাব অনুভব করছি। হায়…
You know what makes me keep on going? Supportive family members, friends & all of you who never stop giving positive support and prayers.
— . (@Gorgxous_) March 9, 2014
জানেন কি কোন বিষয়টি আমাকে এখনো সচল রেখেছে? আমার পরিবারের সদস্য, বন্ধু এবং সকলের সমর্থন, যারা কখনো ইতিবাচক সমর্থন প্রদান করা এবং প্রার্থনা করা থেকে বিরত থাকেনি।
মারিয়ার টুইটার পোস্টের দ্বারা চেকিয়া আপ্লুত:
এন্ড্রুর কন্যা গতকাল যে সব টুইট করেছে, তা পড়ে আমার চোখে পানি চলে এসেছে, বিশেষ করে যখন আমি শেষবার তার সাথে দেখা হবার বিষয়টি স্মরণ করি এবং আমাদের মধ্যে যে আলাপচারিতা হয় যেমনটা আমাদের এবারের আলাপের ভিত্তিতে অন্য অনেকের মত আমি নিশ্চিত ছিলাম যে অন্য কোন বিমান যাত্রায় আবার আমাদের দেখা হচ্ছে।
এমএইচ৩৭০ বিমানের যাত্রীদের আত্মীয় এবং বন্ধুদের জন্য অনেক মালয়েশীয় নাগরিক একত্রিত করতে এবং তাদের প্রতি একাত্মতা প্রদর্শনে উৎসাহিত করেছে। রাজলিনা ইয়াকুব এক অলৌকিক ঘটনা ঘটার প্রত্যাশায় রয়েছে:
আমি আশা করি সকল মালয়েশীয় নাগরিক এমএইচ ৩৭০ সম্বন্ধে বিস্ময়কর সুন্দর কিছু কল্পনা করছে।
কিন্তু সর্বোপরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রার্থনা বন্ধ না করা, আশা ত্যাগ না করা, হাল না ছাড়া।
আমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করি, আলৌকিক ঘটনা ঘটে।
যখন নাগরিকদের এই বিষয়ে বিভিন্ন ধরনের অনুমান রয়েছে, আসুন আমরা এক অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করি, এবং আমাদের এমএইচ৩৭০ ফিরে আসবে নিরাপদে এবং ঠিকঠাকমতো।
সানথিনি সুব্রামানিয়া সবাইকে আশাবাদ জিইয়ে রাখার আহ্বান জানাচ্ছে:
এই লেখাটি সেই সব আত্মীয়দের উদ্দেশ্য উৎসর্গকৃত, যারা মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান এমএইচ৩৭০-এর যাত্রী। যা কিছু ঘটুক না কেন আশার রশিটি যেন আমরা ছেড়ে না দেই। মনে জোর রাখি। আমি বাজি রেখে বলতে পারি আপনার প্রিয়জন চাইত আপনি যেন এ রকম দৃঢ় থাকুন।
এমএইচ৩৭০–এর যাত্রীদের আত্মীয় স্বজনকে স্বস্তি ও সমর্থন প্রদানের জন্য নেট নাগরিকরা #প্রেফরএমএইচ৩৭০ নামক হ্যাশট্যাগ ব্যবহার করছে।
"Please Share Your Prayers for #MH370" pic.twitter.com/MfpvmETNmZ
— BERNAMA Radio24 (@bernamaradio24) March 13, 2014
আপনারাও প্রার্থনায় যোগ দিন
This is nice. #PrayForMH370 pic.twitter.com/DKKEzO1YnG
— YasminNorah (@YasmineHaron) March 13, 2014
এটা বেশ সুন্দর
Please be safe #PrayForMH370 pic.twitter.com/LIwIwdGh5O
— Tired (@Kimmy29vip) March 13, 2014
দয়া করে নিরাপদে থাক
TOUCHING PHOTO: #MH370 projected onto a building in Shanghai Wednesday.
#PrayForMH370
#MalaysiaAirlines pic.twitter.com/dNMvuCF6Dm
— Missing Flight MH370 (@ClubSkygeng) March 13, 2014
হৃদয়গ্রাহী ছবিঃ বুধবার সাংহাই-এ এক ভবনে #এমএইচ৩৭০ কে নিয়ে গ্রহণ করা এক প্রকল্প।