আজ মুসলিম ব্রাদারহুড সহ উল্লেখযোগ্য সংখ্যক সংগঠনকে, সৌদি আরব সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
কাতারের রাজধানী দোহা থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন তাদের রাষ্ট্রদুত প্রত্যাহার করে নেওয়ার একদিন পরেই এই ঘোষণা আসল।
সিএনএন-এর মোহাম্মদ জামজুম সংবাদ প্রদান করেছে:
#Saudi Arabia designates Muslim Brotherhood, ISIS, Nusra Front, Houthis & more as terrorist organizations, according to SPA
— Mohammed Jamjoom (@JamjoomCNN) March 7, 2014
এস পিএর সংবাদ সূত্রানুসারে, সৌদি আরব, মুসলিম ব্রাদারহুড, আইএসআইএস, নুসরা ফ্রন্ট, হৌউতিস সহ আরো অনেক সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে
এবং সে মন্তব্য করেছে:
Interesting timing? #Saudi move to designate Brotherhood, ISIS, Nusra Front terrorist organizations so soon after pulling envoy from #Qatar
— Mohammed Jamjoom (@JamjoomCNN) March 7, 2014
লক্ষ্য করার মত এক সময়, ৭ মার্চ, ২০১৪ তারিখে কাতার থেকে দূত প্রত্যাহার করার পরপরই সৌদি আরব ব্রাদারহুড, আইএসআইএস, নুসরা ফ্রন্টকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা শুরু করছে।
সৌদি আরব কর্তৃক ঘোষিত অন্য সন্ত্রাসী সংগঠনের মধ্যে রয়েছে আল কায়েদার সাথে সংশ্লিষ্ট সংগঠন জাবহাত আল নুসরা এবং ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস), যে সংগঠনটিও এক সময় আল কায়েদা দলের একটি অংশ ছিল, আর এদের সাথে রয়েছে উত্তর ইয়েমেনের সাআদা অঞ্চলের শিয়া হুতিস বিদ্রোহী,এবং হিজাজের হিজবুল্লাহর মত দল।
যার শত শত নাগরিক সিরিয়ায় যুদ্ধ করছে সেই নিরঙ্কুশ রাজতন্ত্রের এই দেশ তাদের সকলকে ১৫ দিনের মধ্যে দেশে ফিরে আসার নির্দেশ প্রদান করেছে- আর যদি তারা এই আদেশ অনুসরণ না করে তাহলে দেশে ফেরার সাথে সাথে তাদের কারাগারে পাঠানোর হুমকি প্রদান করা হয়েছে।
সৌদি নাগরিক আলি মোহাম্মেদ অট্টহাসি হাসছে, সে একটি ছবির সাথে বিষয়টিকে যুক্ত করেছে, যেটিতে দেখা যাচ্ছে সৌদি রাজতন্ত্রের শাসক বাদশা আবদুল্লাহ মিশরের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির সঙ্গে দেখা যাচ্ছে, যে মিশরের মুসলিম ব্রাদারহুডে অন্যতম নেতৃস্থানীয় একজন (এখন মিশরেও মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে):
السعودية تضع قائمة إرهابية تضم الإخوان المسلمين ههههههههههههههههههههههههههههههههههه pic.twitter.com/9G1hJQSNw0
— ali mohammed (@alahlawy29) March 7, 2014
সৌদি আরব সন্ত্রাসী তালিকায় মুসলিম ব্রাদারহুডকে অর্ন্তভুক্ত করল হাহাহা
মারিয়া আবি হাবিব মন্তব্য করেছে:
#Saudi designates Muslim Brotherhood, Hezbollah, Nusra and ISIS as terrorist organizations today. Basically, everyone but the monarchies
— Maria Abi-Habib (@Abihabib) March 7, 2014
সৌদি আরব, মুসলিম ব্রাদারহুড, হেজবুল্লাহ, নুসরা এবং আইএসআইএস-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে, মূলত রাজতন্ত্র নিজেকে ছাড়া, সবাইকে এই তালিকায় অর্ন্তভুক্ত করেছে
বাহরাইন থেকে, আবু ওমার আল শাফি বিস্ময় প্রকাশ করেছে [আরবী ভাষায়]:
بما أن الأمن القومي السعودي والإمارتي والبحريني جزء لا ينفصل عن بعضه , هل ستقوم #البحرين بوضع الإخوان فيها على لائحة الإرهاب بعد إتضاح خطرهم
— أبوعمر- الشافعي (@ALSHAF3EE) March 7, 2014
সৌদি আরবের জাতীয় নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে আলাদা করা মুশকিল,যখন বাহরাইনের বিপদ দৃশ্যত এক, তখন কি দেশটি মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে।
এখনো বাহারাইন-এ, যেখানে ইউসুফ জানাহি বলছে [আরবী ভাষায়]:
أتمنى من الشرفاء في وقفة ضد الإرهاب غداً مساندة الشقيقة الكبرى ضد إرهاب الإخوان حسب قرار اليوم….صدقوني حتى الإخوان بيشاركون ويسبون روحهم
— Yusuf Janahi (@yusufjanahi) March 7, 2014
আমি আশা করি যে সন্মানিত জনতা (সরকারপন্থী সমাবেশ নিজেদের যে ভাবে বর্ণনা করে), আগামীকাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণের ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকে গ্রহণ করা সৌদি আরবের সিদ্ধান্তের প্রতি সমর্থন প্রদান করবে। বিশ্বাস করুন, এমনকি বাহরাইনের মুসলিম ব্রাদারহুড এতে অংশ নেবে এবং নিজেদের অভিশাপ দেবে।
সে এর সাথে যোগ করেছে:
بعد قرار السعوديه إدراج جماعة الإخوان المسلمين كمنظمه إرهابية بتشوفون ازالة سريعة لشعار رابعة من بروفيل بعض الناس….حطوا صورة اليسا مؤقتاً
— Yusuf Janahi (@yusufjanahi) March 7, 2014
মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সৌদি সিদ্ধান্তের ফলে দেখা যাবে অনেকে তাদের প্রোফাইল থেকে রাবা প্রতীক সরিয়ে ফেলছে, আমার পরামর্শ হচ্ছে, এক্ষেত্রে সাময়িক ভাবে এলিসার ছবি ব্যবহার করা যেতে পারে [লেবাননের গায়িকা]।
এক হিসেব অনুসারে [আরবী ভাষায়], বাহরাইন মিরর দাবি করেছে:
بعض المراقبين يذهب إلى أن نحو 70% من قيادات الجهات الحكومية المدنية (وكلاء الوزارات، الوكلاء المساعدون، مديرو الإدارات، رؤساء الأقسام…) هم من الإخوان المسلمين، وهذه تقديرات تعود إلى عام 2006.
পর্যবেক্ষকরা দাবী করছে যে নেতৃস্থানীয় প্রায় ৭০ শতাংশ পদ (মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি, সহকারী আন্ডার সেক্রেটারি, বিভাগীয় পরিচালক এবং শাখা প্রধান) মুসলিম ব্রাদারহুড সদস্যদের দখলে। আর এই সংখ্যাটি ২০০৬ সাল থেকে প্রযোজ্য।
আর সাংবাদিক গ্রেগ কার্লস্ট্রম জিজ্ঞেস করেছে:
Does Saudi designation of the Muslim Brotherhood as a terrorist organization also include the Syrian MB leaders who live in Saudi?
— Gregg Carlstrom (@glcarlstrom) March 7, 2014
সৌদি আরব কি মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে, সাথে কি সৌদি আরবে বাস করা সিরিয়ার মুসলিম ব্রাদারহুড নেতাদের গ্রেফতার করবে?