
“দিমিত্রি আনাতোলিয়েভিচ, আপনি কি আবার ঘুমিয়ে পড়েছেন? দিমিত্রি আনাতোলিয়েভিচ?” অনলাইনে পরিচয়হীন একজনের প্রকাশ করা ছবি
রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ, যে কিনা ইউক্রেন এবং আঞ্চলিক সংযুক্তির ঘটনায় তার রাষ্ট্রপতি পুতিনের মতই নীরব, অবশেষে সে তার বিবৃতি প্রদানের জন্য এক ভিন্ন মাধ্যম বেছে নিয়েছে। মেদভেদেভ, অথবা তার কোন এক সেক্রেটারি, তার ফেসবুক একাউন্টে একটি লেখা পোস্ট করেছে [রুশ ভাষায়], ইতোমধ্যে যার ৫০০০-এর বেশী উত্তর দেওয়া হয়েছে, সেখানে ৬০০০ লাইক পড়েছে, এবং এটি ৩,০০০ বার শেয়ার করা হয়েছে। এই পোস্টে সে বেশ কয়েকটি বিবৃতি প্রদান করেছে, যার মধ্যে সবচেয়ে বিচিত্র বিবৃতি হচ্ছে:
Да, авторитет президента Януковича практически ничтожен, но это не отменяет того факта, что по Конституции Украины он – легитимный глава государства.
হ্যাঁ, রাষ্ট্রপতির কর্তৃত্ব কার্যত এখন শূন্যের কোঠায়, কিন্তু তাতে এই বাস্তবতা পাল্টে যায় না যে ইউক্রেনের সংবিধান অনুসারে সেই রাষ্ট্রের বৈধ প্রধান।
এরপর তিনি এগিয়ে এসে এই পরামর্শ প্রদান করেছেন যে ইউক্রেনের সংসদের উচিত ইয়ানুকোভিচকে অভিশংসন করা, আর এটাই তারা করতে চায়। ইয়ানুকোভিচের কর্তৃত্বের বিষয়ে এই (যৌক্তিক) বর্ণনার ফলে টুইটার ব্যবহারকারীদের মেদভেদেভের নিজের দোদুল্যমানতা বিষয়ে মন্তব্য করার দিকে ঠেলে দেয়।

আর্নল্ড শোয়ার্জেনেগার এবং দিমিত্রি মেদভেদেভ যারা চিন্তা বিনিময় করছে, বিপরীত ভাবনার দুই যমজ। অনলাইনে পরিচয়হীন একজনের প্রকাশ করা ছবি।
একটি টুইট, যা প্রায় ১৫০ বার পুনরায় টুইট করা হয়েছে, সেখানে রসিকতা করা হয়েছেঃ:
Дмитрия Медведева на время войны отвезли к бабушке
— AXT (@filin_pro) March 2, 2014
যখন বিষয়টি শুরু হল, তখন থেকে মেদভেদেভ তার দাদির বাসায় বাস করছে।
আরেকজন ব্লগার টুইট করেছে:
И Медведев нашёл того, кто ещё более жалок, и всё пытается попрыгать на политическом трупе. http://t.co/OzLeSQS3zo
— Сергей Д (@sd0107) March 2, 2014
মেদভেদেভ এমন একজনকে খুঁজে পেয়েছে যে কিনা তারচেয়েও দয়ার যোগ্য এবং সে রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তির উপর দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছে।
অন্যেরা উল্লেখ করেছে যে কর্তৃত্বহীন,কিন্তু বৈধ রাষ্ট্রপতি বিষয়টি “ পরস্পর বিপরীত বাস্তবতা তুলে ধরে”।
!["Don't worry Vic[tor], we've got this." Anonymous image found online.](https://globalvoicesonline.org/wp-content/uploads/2014/03/1393607616_1158443527.png)
” ভি[ক্টর] চিন্তা করো না, আমরা এটা পেয়ে গেছি”, পরিচয়হীন ব্যক্তির প্রকাশ করা এই ছবিটি অনলাইনে পাওয়া গেছে
России нужна сильная и стабильная Украина. Предсказуемый и экономически состоятельный партнер. А не бедный родственник, вечно стоящий с протянутой рукой.
রাশিয়ার জন্য দরকার এক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ইউক্রেনের প্রয়োজন। যাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় এবং যে অর্থনৈতিক ভাবে জোরালো এক অংশীদার, এক নিঃস্ব আত্মীয় নয়, যে সবসময় সাহায্যের প্রত্যাশায় থাকে।
ইতিবাচক ভাবে এই পোস্টের উত্তর দেওয়া শুরু হয় (“হ্যাঁ”, “আমি একমত” এবং ভাল বলেছেন) কিন্তু দ্রুত তা ইউক্রেন বিষয়ে রাশিয়ার অবস্থান এবং ক্রিমিয়া এবং বাহ্যত ক্রিমিয়ায়, রুশ হস্তক্ষেপের সমালোচনায় রূপ নেয়। মেদভেদেভ, অথবা তার সাংবাদিকের দল, এখনো এসবের কোনটার উত্তর প্রদান করেনি।