২০১৪ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে ভাদিম মাখরভ এবং ভিটালি রাকলভ সাংহাই টাওয়ারের ছাদে উঠেছিলেন। তারা টাওয়ারে আরোহনের একটি ভিডিও ইন্টারনেটে আপলোড করেন। যা দেখে সবাই হতবিহ্বল হয়ে যান। উল্লেখ্য, নির্মাণাধীন সাংহাই টাওয়ারের উচ্চতা ৬৩২ মিটার। নির্মাণ শেষে দুবাইয়ের বুর্জ খলিফার পর এটাই হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উঁচু ভবন।
সাংহাই টাওয়ারে আরোহণকারী দু'জন রাশিয়ার নাগরিক। আরোহণকারীদের অভিজ্ঞতার কথা জানতে দ্যাটস সাংহাই নামের একটি ম্যাগাজিন তাদের সাক্ষাত্কার নেয়।
আর কথা না বাড়াই। তারচেয়ে চলুন সাংহাই টাওয়ারের ছাদ থেকে নেয়া অবিশ্বাস্য ছবিগুলো দেখে আসি। কিছু ছবি অবশ্য সাংহাই শহরের অন্যান্য অংশের। ভাদিম মাখরভ এবং ভিটালি রাকলভের অনুমতি নিয়েই ছবিগুলো প্রকাশ করা হলো।