টোকিওর তুষারপাত গর্ভণর নির্বাচনে ভোট প্রদানের হার কমিয়ে ফেলেছে

যখন শীতকালীন ঝড় টোকিওর ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভারী তুষারপাতে মাধ্যমে শহরটিকে বরফের স্তূপে পরিণত করে। সেই প্রেক্ষাপটে রোববার, ৯ ফেব্রুয়ারি ২০১৪-এ অনুষ্ঠিত গর্ভণর নির্বাচনে মাত্র ৪৬.১৬ শতাংশ ভোটার ভোট ইতে উপস্থিত হয়,

People holding umbrellas in heavy snow. Photo taken on February 8 in Tokyo by flickr user lestaylorphoto (CC BY NC-ND 2.0)

ভারি তুষারপাতের মাঝে নাগরিকরা ছাতা ধরে আছে। ছবি ৮ ফেব্রুয়ারিতে টোকিওতে গ্রহণ করা হয়েছে। ছবি তুলেছে ফ্লিকার ব্যবহারকারী লেসটাইলরফটো (সিসি বাই এনসি-এনডি ২.০)

যা টোকিওর যে কোন গর্ভণর নির্বাচনে তৃতীয় সর্বনিম্ন ভোট প্রদানের হার।

প্রাক্তন মন্ত্রী মাসুজো ইয়াচি নতুন গর্ভনর নির্বাচিত হয়েছেন, যাকে শাসক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কোমেই পার্টি সমর্থন প্রদান করেছিল, তিনি ২,১১২, ৯৭৯ ভোট বা প্রাপ্ত মোট ভোটের ৪৩ শতাংশ অর্জন করেন।

ভোট প্রদানের হার কম হওয়ার কারণে টুইটার ব্যবহারকারীরা এই ঘটনার সমালোচনা করেছে। দার্শনিক তাতসুরু উচিদা [ জাপানী ভাষায়] তার হতাশা প্রদর্শন করেছে:

টোকিওর গর্ভণর নির্বাচনে ভোটারের উপস্থিতি দেখে আমার মনে হল নির্বাচন ভেসে গেছে। আমার মনে হচ্ছে যে প্রথাগত জাপানি মূল্যবোধ এবং প্রচলিত রাজনীতি, খুব নীরবে একটা নির্দেশনার দিকে এগিয়ে যাওয়া যেখানে বিষয়টি এমন, “ওহে, সামনে একটা প্রতিবন্ধকতা আছে। “

অঙ্কনশিল্পী নিগ্রিরিকাপুসি একটি ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে যা ঠাণ্ডা আবহাওয়া এবং পরমাণু বিরোধী প্রার্থীর পরাজয়ের সাথে যুক্ত। এর কেন্দ্রে, তিনটি ছাতা হাতে বিজয়ী প্রার্থী মাসুজো দাঁড়িয়ে,যেগুলো “ কল্যাণ”, “অলিম্পিক” এবং “ “অর্থনীতি”-র প্রতিনিধিত্ব করেছে, আর তার পরনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির উষ্ণ পোষাক, যাতে কোমেই পার্টির প্রতীক রয়েছে। এর বামে কম্পমান কেনজি উৎসুনমিয়ার ছবি আঁকা রয়েছে, পরমাণু বিরোধী এই মানবাধিকার আইনজীবী নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেছে। এর বামে রয়েছে পরমাণু বিরোধী প্রার্থী মোরিহিরো হোসাকাওয়া, যে তৃতীয় স্থান লাভ করে, মোরিহিরোর পাশে তার সমর্থক, প্রাক্তন প্রধানমন্ত্রী জুনিইচিরো কোইজিমির ছবি,যেখানে লেখা “ বাইরে বেশ ঠাণ্ডা”। আর বরফ দিয়ে যে লেখা তৈরী করা হয়েছে তার মানে “পরমাণু –বিরোধী” :

ব্যঙ্গচিত্রে টোকিওর গর্ভণর নির্বাচনের চিত্র তুলে ধরা হয়েছে।

সংবাদপত্রের প্রাক্তন সাংবাদিক এইকেন ইতাগাকি যুক্তি প্রদর্শন করেছে [জাপানি ভাষায়] যে মাসুজো হয়ত জাপানের সাধারণ নির্বাচন অধ্যাদেশ লঙ্ঘনের মত এক জটিলতায় পড়তে যাচ্ছেন, বলা হচ্ছে যে, সমর্থন লাভের জন্য তিনি ৩,০০০ জাপানি ইয়েন সমমানের অলিম্পিক ব্যাজ বিতরণ করেছেন, এটি এমন এক কর্ম, যা প্রচারণার রাজনৈতিক অনুদান নিষিদ্ধকরণ আইন লঙ্ঘন করে। যে একটিভিস্টের দল গত বছরের শেষে প্রাক্তন গর্ভণর নাওকি ইনোসের বিরুদ্ধে একই রকম ভাবে অনুদান বিষয়ক অভিযোগ দায়ের করেছিল, সেই একই দল এই অভিযোগ দায়ের করেছে। ইনোসে দাবী করেছিল যে এটা ছিল ব্যক্তিগত ঋণ, কিন্তু তিনি এই অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছিলেন। আদালত নতুন গর্ভণর-এর বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নেয় কিনা, তা জানার জন্য ক্ষেত্রে অপেক্ষা করতে হবে।

এই পোস্টটি সম্পাদনা করেছে এল ফিঞ্চ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .