কম্বোডিয়ার রাজধানীতে ফিরছে পাবলিক বাস সার্ভিস

Promotional poster of the Phnom Penh bus trial.

নমপেন বাস পরীক্ষার একটি প্রচারণামূলক পোস্টার। 

কম্বোডিয়ার রাজধানী নমপেনের অধিবাসীরা এক মাসের জন্য পাবলিক বাসে চড়তে পারবেন। দেশটির রাজধানীতে যানজট কমানোর উদ্দেশ্যে পাবলিক বাস সার্ভিস পুনরায় চালু করার জন্য এটি পরীক্ষামূলক কার্যক্রমের একটি অংশ।

নমপেনে দশ লক্ষ মোটরবাইক (এগুলোর মধ্যে আছে মোটরসাইকেল ট্যাক্সি অথবা মোটোডাপ) এবং তিন লক্ষ গাড়ি চলে। কিন্তু কোন গণ পরিবহনের ব্যবস্থা না থাকায় শহরের কেন্দ্রস্থলে এসব যানের সংখ্যা বিস্ময়করভাবে বেড়েই চলেছে।

নমপেনের গভর্নর আশা করছেন, একমাস ব্যাপী এই পরীক্ষা কম্বোডিয়ান নাগরিকদেরকে পাবলিক বাস ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে সাহায্য করবে। এক মাস ব্যাপী এই পরীক্ষা ৪ মার্চ তারিখে শেষ হবেঃ 

…এই পাইলট প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, যানজটের কারণে সংঘটিত দূর্ঘটনা এবং যানজট কমানোর সাথে সাথে কম্বোডিয়ান নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার অভ্যাস বাদ দিয়ে পাবলিক বাস ব্যবহারের অভ্যাস বাড়ানো। 

কম্বোডিয়াতে পাবলিক বাস সার্ভিস ২০০১ সালে প্রথম বারের মতো চালু করা হয়। কিন্তু এই কার্যক্রম মাত্র দুই মাস স্থায়ী ছিল। এর কারন হচ্ছে, সরকারের ভর্তুকির অভাব এবং যাত্রীদের অনীহা। মোটর ট্যাক্সিতে আরোহণের পাশাপাশি নমপেনের অধিবাসীরা জনপ্রিয় বাহন টুকটুক ব্যবহার করতেও বেশী পছন্দ করে থাকেন।

এবিগাইল গিলবার্ট পাবলিক বাস ব্যবহারের বেশ কিছু সুবিধা উল্লেখ করেছেনঃ 

প্রায় ১০ বছরেরও বেশী সময় আগে, সর্বশেষ পাবলিক বাস পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হয়েছিল। যেহেতু স্থানীয় লোকেরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া দুই চাকা বিশিষ্ট বাহনের সেবা বেশী পছন্দ করে, তাই এই কার্যক্রম তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে যদি স্থানীয়দের আচরণে পরিবর্তন আসে, তবে জাপানিজ আন্তর্জাতিক সহযোগীতা সংস্থার আংশিক অর্থায়নে প্রদত্ত এই নুতন সিটি বাসের পরীক্ষামূলক সার্ভিস প্রদান চলতে থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত যান, ব্যাগ ছিনতাই হওয়ার কোণ সম্ভাবনা থাকবে না এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিত রুট সহ আরও বেশ কিছু নির্দিষ্ট সুবিধা এই শহরে আসা দর্শনার্থীরা পাবেন।

নমপেনের অধিবাসী এবং প্রসিদ্ধ ব্লগার থারুম বান এই বাসের আগমনকে স্বাগত জানিয়েছেনঃ 

আমরা যানজট, অনেক বেশী মোটরসাইকেল এবং অন্যান্য বাহন নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু আমরা পাবলিক যানবাহন নিয়ে কোন কথা বলিনি। এ বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে বাসটি মোনিভং বুলেভার্ডের দিকে চলা শুরু করবে। আমাদের বেশীরভাগের জন্যই, যারা এই বাসে আবারো চড়তে ইচ্ছুক, তাদের জন্য  এটি একটি বিরাট সুযোগ। 

কিন্তু থারুম জানতে পেরেছেন যে কিছু সংখ্যক মোটর ট্যাক্সি চালক, তাদের জীবিকার উপর এই বাস সার্ভিসের প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্নঃ    

মোটর ট্যাক্সি চালকেরা আমাকে বলেছেন যে যেহেতু তাঁর জীবিকা অর্জনের একটাই পথ, তাই সে এই পাবলিক যাতায়াত ব্যবস্থা নিয়ে খুব উদ্বিগ্ন।  

এই পরীক্ষামূলক কার্যক্রমের অধীনে প্রতিদিন সকাল ৫:৩০ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত ১০ টি বাস চলবে।

নমপেনের অনেক অধিবাসী এই পরীক্ষামূলক বাস চালু কার্যক্রম নিয়ে বেশ উত্তেজিত। তারা খুব দ্রুত টুইটারে এই পাবলিক বাসগুলোর বিভিন্ন ছবি পোস্ট করা শুরু করেছেনঃ  

ভিতউ বাসের জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষা তার জন্য প্রথম কোন অভিজ্ঞতা। 

কম্বোডিয়ার নমপেনে এক মাস দীর্ঘ পাবলিক বাস সার্ভিস চালুর আজ প্রথম দিন। মনিভঙ্গে আমার অফিসের সামনে থেকে তোলা ছবি।   

নমপেনের নুতন পাবলিক বাস স্টপেজের একটির ছবি। হ্যাঁ, অবশেষে শহরে পাবলিক বাস আসছে।  

কম্বোডিয়ার রাজধানী শহর নমপেনে পাবলিক বাস ব্যবস্থা চালু করা হয়েছে। 

অবশেষে কম্বোডিয়ার নমপেনে একটি সিটি বাস সার্ভিস চালু করা হয়েছে। কিন্তু এতে কি মানুষ অভ্যস্ত হয়ে উঠবে ? 

*@খিরিকম্বোডিয়া থেকে ছবিগুলো ব্যবহার করা হয়েছে।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .