“একজন সাধারণ নাগরিক” নামের একজন ব্লগার লিখেছেন:
ভারতে আম আদমি পার্টির বিকাশে বাংলাদেশের অনেকেই কৌতূহলী হয়ে এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন এবং অনুরূপ একটি দল বাংলাদেশেও তৈরি হবে বলে প্রত্যাশা করছেন।
কাকতালীয়ভাবে, ভারতের আম আদমি পার্টির সাফল্য বাংলাদেশের একটি গ্রুপকে আম জনতার দল – সাধারণ মানুষের দল – নামের একটি নতুন দল তৈরিতে অনুপ্রাণিত করেছে। আগামী ১৭ জানুয়ারী, ২০১৪ তারিখে এই দলটির কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হবে।