#জিভিআড্ডাঃ বাস্তব জগতের শ্রোতাদের জন্য পুনরায় ভার্চুয়াল গ্লোবাল ভয়েসেস বিশ্ব গড়ে তোলা

সাড়া বছর ধরে আপনি তাদের লিখা গল্পগুলো পড়েন এবং টুইটারে তাদের অনুসরণ করেন, কিন্তু আপনি কি আপনার দেশের গ্লোবাল ভয়েসেসের লেখক এবং অনুবাদকদের সাথে কখনও সাক্ষাৎ করেছেন?

এই শীতে প্রথমবারের মতো আমরা গ্লোবাল ভয়েসেসের সদস্যদের সহযোগিতায় আমাদের অফিসিয়াল গ্লোবাল নেতৃত্বের সশরীরে উপস্থিত ‘সাক্ষাৎকার’ চালু করেছি, যারা ছয়টি দেশের ​​স্থানীয় সম্প্রদায়ের সম্পর্কে ​​জানেন এবং সেখানে বাস করেন।

এবং আমরা ইতিমধ্যে মাঝপথে চলে এসেছি!

জিভি অভিব্যক্তির এই সপ্তাহের পর্বে আমি কথা বলব:

বলিভিয়ার কোচাবাম্বা থেকে রাইজিং ভয়েসেসের পরিচালক এডি আভিলা, মিশর থেকে গ্লোবাল ভয়েসেস লিঙ্গুয়া সমন্বয়কারী মোহাম্মদ এলগোহারি, পাকিস্তানের করাচি থেকে উর্দু লিঙ্গুয়া সম্পাদক ফয়সাল কাপাডিয়া, পর্তুগালের পোর্টো থেকে পর্তুগিজ ভাষার সম্পাদক সারা মোরেইরা সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন। ভার্চুয়াল গ্লোবাল ভয়েসেসের লক্ষ্য, শক্তি এবং ভালোবাসার সাথে বাস্তবিক অফলাইনের শ্রোতাদের তুলনামূলক পার্থক্য নিজ দেশের অভিজ্ঞতার আলোকে তাঁরা তুলে ধরবেন।

করাচী, কাম্পালা, কায়রো ও স্কপিয়েতে ইতিমধ্যে অনেক অংশগ্রহণকারী জিভি সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন, যারা নাগরিক মিডিয়ার ক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে শিক্ষা ও জ্ঞান ভাগভাগির সুযোগ পেয়েছেন। এবং #জিভিআড্ডার অংশগ্রহণকারীরা এখন পরবর্তী পোর্তো এবং নম পেনের দুর্ভাগা শ্রোতা হিসেবে প্রস্তুত হন!

আমাদের গুগল + ইভেন্ট পাতাতে আরও তথ্য রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .