৪৬.৭ শতাংশ ভোট অর্জনের মধ্যে দিয়ে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাসলেট চিলির রাষ্ট্রপতি নির্বাচনে সুস্পষ্ট ভাবে বিজয়ী হয়েছেন। তবে, ইউএন ওমেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান নির্বাহী ডিসেম্বরে রক্ষণশীল দলের প্রার্থী ইভিলেইন ম্যাথেই-এর বিপক্ষে দ্বিতীয় দফা নির্বাচনের মুখোমুখি হবেন, যিনি ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
ব্যাসলেটের এই বিজয় কোন বিস্ময়কর বিষয় নয়, বিশেষ করে এমনকি কয়েকজন ভবিষ্যদ্বাণী করেছিল যে, তিনি প্রথম দফা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হতে পারেন।
কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর ব্যাসেলেটের প্রার্থীতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার প্রশাসন নিয়ে তাদের অসন্তোষ এই নির্বাচনী প্রচারণার সময় তুলে ধরেছিল। গতকালের ফলাফলের পর, অনেকে চিলির সোশ্যাল নেটওয়ার্ক এবং বাস্তবতার ফারাক নিয়ে মন্তব্য করেছে:
Dato para las marcas: Después de los resultados de la elecciones ya sabe que las redes sociales no pesan NADA.
— Javier Ignacio (@Javierdoe) November 18, 2013
ব্রান্ডের জন্য এক কৌশলঃ এই সমস্ত নির্বাচনের পর আপনি জানবেন যে সোশ্যাল নেটওয়ার্কের কোন গুরুত্ব নেই।
#SiVotastePorBachelet me alegra saber que las redes sociales no representan la realidad. Somos 1 grupo de privilegiados con smartphone
— Daniela (@DanielaPazP) November 18, 2013
[যদি আপনি ব্যাসলেট-এর জন্য ভোট প্রদান করেন] তাহলে আমি জেনে খুশি যে সোশ্যাল নেটওয়ার্ক বাস্তবতার প্রতিফলন ঘটায় না। আমরা হচ্ছি স্মার্টফোনের সুবিধাভোগী একদল ব্যক্তি।
#SiVotastePorBachelet probablemente no tienes twitter
— Humberto Mansilla (@peltoman) November 18, 2013
[যদি আপনি ব্যাসলেটকে ভোট দেন] তাহলে আপনার সম্ভবত টুইটার একাউন্ট নেই।
Me gustaría saber cuantos de los que estan usando el #SiVotastePorBachelet fueron a votar…….. El pais no se cambia en Redes sociales!!!
— Diego Quiroga (@DiegoBatero) November 18, 2013
আমি জানতে আগ্রহী যে কতজন #সিভোটাস্টেপরব্যাসেলেট হ্যাশট্যাগ ব্যবহারকারী ভোট দিতে গিয়েছিল…সোশ্যাল নেটওয়ার্কের ভিত্তিতে রাষ্ট্রকে বদলে দেওয়া সম্ভব নয়। !!
#সিভোটেস্টেপরব্যাসলেট [যদি আপনি ব্যাসলেটকে ভোট প্রদান করেন]নির্বাচনের দিন চিলিতে আলোচিত ধারায় পরিণত হয় এবং নির্বাচনের পরের দিনও তা আলোচিত ধারা ছিল।
#SiVotastePorBachelet después no te quejes de las marchas estudiantiles.
— Bastian Mella (@don_bestian) November 17, 2013
[যদি আপনি ব্যাসলেটকে ভোট প্রদান করেন] তাহলে ছাত্র বিক্ষোভ সম্বন্ধে কোন অভিযোগ নয়।
#SiVotastePorBachelet -Empieza a despedirte de tu Pyme -menos sustentabilidad -dale la bienvenida a Monsanto -más termoeléctricas Sigo??
— Claudio Consales (@clAUDIoXC) November 18, 2013
[যদি আপনি ব্যাসলেটকে ভোট প্রদান করেন]
তাহলে বিদায় জানানো শুরু করুন পেমিকে (ক্ষুদ্র এবং মাঝারি আকারের ব্যবসা] আর
— কম স্থায়িত্বকে।
আর মনসান্তো
এবং থার্মোইলেকট্রিক প্লান্ট স্বাগত জানানোর জন্য তৈরী হোন
আমি কি আরো চালিয়ে যাব?
এদিকে জ্যানেথ আলেকজান্দ্রা নির্দেশ করেছে :
Cada vez es más fuerte la presencia de las mujeres. Dos candidatas, #Bachelet y #Matthei a la segunda vuelta para la presidencia de #Chile.
— Jeaneth Alexandra (@jeanethburbano) November 18, 2013
মেয়েদের উপস্থিতি আরো জোরালো হচ্ছে। দুজন [নারী] প্রার্থী, ব্যাসেলেট এবং মাথিয়ে, চিলের রাষ্ট্রপতি পদের দ্বিতীয় দফা নির্বাচনের দুজন প্রার্থী।
এবং ব্যাসেলেট এবং ম্যাথেই-এর সমর্থকেরা তাদের অভিনন্দন জানাচ্ছে:
Felicitaciones a la próxima presidenta de mi país … Una mujer llena de convicciones, estoy contigo @ComandoMichelle !!!
— Constanza Zurita V. (@czvaldebenito_) November 18, 2013
আমাদের রাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতিকে অভিনন্দন… আত্মবিশ্বাসে ভরপুর এক নারী। [মিশেল ব্যাসলেট] আমি আপনার সাথে রয়েছি।
Vamos por esa 2da vuelta el 15 de dic, por un gobierno lleno de cambios @VotoEvelyn2014 #EvelynUn7ParaChile #EvelynMatthei
১৫ ডিসেম্বরে আমাদের দ্বিতীয় দফা নির্বাচন, এক সম্পূর্ণ পরিবর্তিত সরকারের জন্য।
সবশেষে এক প্রশান্ত মনোভাব, জুলিও আরিগাদো লিখেছেন:
Excelente x los chilenos q votaron.Ahora se debe motivar a los q no les importó no votar . Felicidades a Bachelet y Matthei . Viva Chile!
— Julio Arriagada (@Julioarriagad) November 17, 2013
চিলির নাগরিক যারা ভোট প্রদান করেছে, তারা অসাধারণ। এখন আমরা তাদের উৎসাহ প্রদান করব, যারা ভোট দিতে মোটেও আগ্রহী নয়। ব্যাসলেট এবং ম্যাথেই-কে অভিনন্দন। চিলির জয় হোক!