গত ৫ নভেম্বর ২০১৩ তারিখের অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতা মেলবোর্ন কাপের দিনটি ছিল এক মিশ্র অনুভূতির। বহুল সমাদৃত ঘোড়া ফিওরেন্টের জয় ছিল প্রশিক্ষক গাই ওয়াটারহাউজের এক বিরাট সাফল্য। জাতিকে স্তব্ধ করে দেয়া এই প্রতিযোগিতার একটি বিজয়ী ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া তিনি প্রথম মহিলা। এই প্রতিযোগিতার সময় যেন স্বাগতিক শহরটি স্তব্ধ হয়ে যায় কারন দিনটি জাতীয় ছুটির দিন এবং প্রায় ১,১০,০০০ জন লোকের জমায়েত হয়।
যাইহোক, ভিরেমা নামের একটি ঘোড়ার মৃত্যুতে যদিও সেই গৌরব কিছুটা ফিকে হয়ে গেছে। একে পরে মেরে ফেলা হয়েছিল। এটি ছিল এই খেলার অন্যতম ধনী পৃষ্ঠপোষক আগা খান চতুর্থ এর মালিকানাধীন ঘোড়া।
টুইটারে বিভিন্ন অনুভুতির মিশ্রণ দেখা গিয়েছিল …
উল্লাস:
‘কর্মরত নারীরা কি চান’ নামক অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা কোম্পানীর প্রধান নারী নির্বাহী কর্মকর্তা ফেভ কেইলি বলেছেন:
GAI WATERHOUSE is Australia's FIRST FEMALE Trainer to WIN the Melbourne Cup: Just goes to show that you can WIN… http://t.co/zsCn7YM131
— Fabe Keily (@fabekeily) November 5, 2013
গাই ওয়াটারহাউজ হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রশিক্ষক যিনি মেলবোর্ন কাপ জয় করলেন: এটি দেখা্য় যে নারীরাও জয় করতে জানে…
কিছু লোক কৌতুক করেছেন:
I must resist urge to ‘shop that MT @7NewsSydney: The moment Gai Waterhouse realised Fiorente won 2013 #MelbourneCuppic.twitter.com/AkVtIGARx3
— Solly (@Sollygc) November 5, 2013
@৭নিউজরোববারঃ আমি এই ছবিটি ফটোশপ করার উত্তেজনা অবশ্যই প্রতিহত করবঃ যে মুহূর্তে গাই ওয়াটারহাউজ উপলব্ধি করতে পেরেছেন যে ফিওরেন্ট ২০১৩ সালের #মেলবোর্নকাপ জিতে যাবে।
মেরে ফেলা ঘোড়ার খবর বিষণ্ণতার সাথে অনুসরণ।
Oh Verema. RIP you beautiful girl. RT“@DanGinnane: How could you not choke up, at least a little #melbournecuppic.twitter.com/X5wM2szq07”
— Rita Panahi (@RitaPanahi) November 5, 2013
ওহ ভিরেমা। তোমার মতো সুন্দর ঘোড়ার জন্য দুঃখিত। রিটুইট @ডানগিনান্সঃ কিভাবে আপনি কান্না সম্বরণ করতে পারবেন। একটু হলেও চোখে জল আসবে। #মেলবোর্নকাপ
এছাড়া কিছু রাগও ছিল:
Horses were beaten today, and one was put down. But #MelbourneCup is not the only day this happens. It's just the one people dress up for.
— ABCnewsIntern (@ABCnewsIntern) November 5, 2013
ঘোড়াগুলোকে আজ পেটানো হয় এবং একটিকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু #মেলবোর্নকাপ শুধুমাত্র এই ঘটনার দিন নয়। এই প্রতিযোগিতার জন্য লোকজন সেজেগুজে অপেক্ষা করে থাকে।
Verema has been put down after snapping a cannon bone. Worth re-reading our piece: The cruelty of the #MelbourneCuphttp://t.co/kYq9SPSsFx
— Jessica Reed (@GuardianJessica) November 5, 2013
ভিরেমার হঠাৎ ক্ষুরের উপরের হাড্ডি ভেঙ্গে যাওয়ায় একে মেরে ফেলা হয়। আমাদের লেখাটি পুনরায় পড়ুন। #মেলবোর্নকাপ এর নিষ্ঠুর দিক। http://t.co/kYq9SPSsFx
Hope everybody had fun dressing up, gambling and vomiting. Verema was necessary collateral damage, right? #MelbourneCup
— Jes (@mugleyjes) November 5, 2013
আশা করছি সবাই মজা করেছে সুন্দর পোশাক পড়ে, জুয়া খেলে এবং বমি করে। ভিরেমা প্রাসঙ্গিক ক্ষতি, ঠিক না? #মেলবোর্নকাপ
টুইটারে ছিল কিছু হাস্যরসঃ
I love the smell of glue in the afternoon. #MelbourneCup
— Skarburn (@EnjoyMedway) November 5, 2013
আমি বিকালে আঠার গন্ধ ভালোবাসি। (অনুবাদকের নোট: মৃত ঘোড়াকে দিয়ে আঠা বানানো হয়) #মেলবোর্নকাপ
বর্তমান অনলাইন যুগের সাথে তাল মিলিয়ে এই ঘটনার দুই ঘন্টার মধ্যে আগা খানের জন্য উইকিপিডিয়ার ভুক্তি সাম্প্রতিকরণ করা হয়েছে:
Thoroughbred horse racing
…On 5 November 2013, one of Aga Khan's horses – Verema – fractured it's right fore cannon[90] and was put down at the Melbourne Cup, Australia.
মৌলিক ঘোড়দৌড়
…গত ৫ নভেম্বর ২০১৩ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে কাপে আগা খানের ঘোড়া –ভিরেমা – এর ডান পায়ে আঘাতে চিড় ধরে এবং পরে তাকে মেরে ফেলা হয়।