
টুইটারে @ফুগালসাদা জরদানিয়ান এমপি'র এই কার্টুন শেয়ার করেছেন, যিনি সংসদে তাঁর সহকর্মীকে গুলি করেছেন। অবশ্য এতে কেউ হতাহত হয়নি।
আজ জর্দানে সংসদ অধিবেশন চলাকালে এক সংসদ সদস্য অন্য আরেকজন এমপিকে লক্ষ করে প্রকাশ্যে গুলি ছুঁড়েছেন। এই ন্যাকারজনক ঘটনায় কেউ আহত হয়নি – যেটি মূলত: আগের ঘটনারই প্রতিচ্ছবি যেখানে, সংসদ সদস্যরা একে অপরকে জলের বোতল এবং জুতা ছুড়ে মেরেছিলেন।
ফিলিস্তিনি সাংবাদিক দাউদ কুত্তাব সেই গুলি বর্ষণের একটি ভিডিও চিত্র শেয়ার করেছেন, যেখানে আজ সংসদ অধিবেশন চলাকালে বাইরের একটি কক্ষে কি ঘটেছে তা দেখানো হয়েছে। সেখানে একটি একে-৪৭ থেকে গুলি করার শব্দ ভিডিওতে পরিষ্কার:
Video of the shooting in parliament @AmmanNet فيديو// اطلاق النار تحت القبة http://t.co/8LqzEMmqcK#الاردن#مجلس_17
— Daoud Kuttab (@daoudkuttab) September 10, 2013
সংসদে গুলি বর্ষণের ভিডিও @আম্মাননেট
তিনি আরো ব্যাখ্যা করেছেন:
The #jo parliament shooting was done by 33 yr old Tallal Sharif using a AK Klashinkoff that he brought from his car http://t.co/8LqzEMmqcK
— Daoud Kuttab (@daoudkuttab) September 10, 2013
#জু সংসদে ৩৩ বছর বয়সি তালাল শারিফ তার গাড়ী থেকে আনা একটি একে কালাশনিকভ ব্যবহার করে গুলি ছুঁড়েছেন।
তিনি আরও লিখেছেনঃ
134 out of 136 MPs presented voted to dismiss MP Tallal Sharif who fired his Klashkinoff inside #jo Parliament bldng http://t.co/rTnBliI0sQ
— Daoud Kuttab (@daoudkuttab) September 10, 2013
#জু সংসদে কালাশনিকভ ব্যবহার করে গুলি ছোঁড়া এমপি তালাল শারিফকে বহিষ্কারের জন্য সংসদে উপস্থিত ১৩৬ জন সদস্যের মধ্যে ১৩৪ জনই ভোট দেন।
ক্রিস্টেন ম্যাক্টিঘ বিস্ময় প্রকাশ করেছেন এই ভেবে যে, একজন এমপি কীভাবে সংসদের ভেতর কালাশনিকভ নিয়ে প্রবেশ করেনঃ
Begs to question, how does someone get into parliament with a Kalashnikov? #Jordan
— Kristen McTighe (@KristenMcTighe) September 10, 2013
একটি প্রশ্ন, কিভাবে একটি কালাশনিকভ নিয়ে সংসদের মধ্যে কেউ প্রবেশের সুযোগ পায় ? #জর্দান
জর্দানিয়ান ইয়াসমিনা আলনাসের অন্য আরেকটি প্রশ্ন তুলেছেন [আরবী ভাষায়]:
Do think that wild animals should be kept in a zoo? طيب النواب ليش برا؟ #نواب #الاردن #jordan
— ياسمينة YasminA (@YasminaAlnasser) September 10, 2013
আপনি কি মনে করেন যে, বন্য প্রাণীদের চিড়িয়াখানায় রাখা উচিৎ ? কিভাবে এসব এমপি বাইরে আসে [চিড়িয়াখানার] ? #জর্দান
এবং জর্দানিয়ান আলী দাহমাস বলেছেন:
عزيزي مجلس النواب المنتخب: مبروك الكلاشنكوف، ما تنسوا تصفوا بعضكم قبل يوم الخميس علشان نرتاح وشكرا. المخلص، المواطن المعتر #الاردن
— Ali Dahmash (@AliDahmash) September 10, 2013
নির্বাচিত প্রিয় সংসদ সদস্য, কালাশনিকভের জন্য অভিনন্দন। বৃহস্পতিবার আগে একে অপরকে হত্যা করতে ভুলবেন না, যাতে আমরা আরামে থাকতে পারি। আপনার বিনীত, নাগরিক সম্প্রদায়।
বাহরাইন থেকে ব্লগার ইয়াদ ইব্রাহিম ঘটনাটিকে দারুণ হিসাবে বর্ণনা করেছেন – “খুবই দারুণ”:
Jordanian MP's shooting at each other, awesome, just awesome.
— إياد Eyad (@eyade) September 10, 2013
জর্দানিয়ান এমপি একে অপরকে গুলি করেছেন। দারুণ। খুবই দারুণ।