ম্যারাথন জয়ীকে রাষ্ট্রপতির উপহার প্রদানে উগান্ডায় ক্ষোভ

১৭ আগস্ট ২০১৩ তারিখে মস্কোয় অনুষ্ঠিত বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ম্যারাথনে স্টিফেন কিপরোটিচ জয় লাভের পর, উগান্ডার রাষ্ট্রপতি ইওয়ারে মুসেভেনি দ্বিতীয় বারের মত তাকে স্বগৃহে আতিথ্য প্রদান করেন। কিপরোটিচ মস্কোয় স্বর্ণপদক জয় লাভের পর মুসেভেনি তাকে একটি ঝক্‌ঝকে নতুন মিতসুবিশি পাজেরো গাড়ি উপহার দেন, সাথে ক্রীড়াবিদকে তিন বেডরুমের একটি বাড়ি তৈরী করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। তাকে প্রদান করা এই উপহার অনলাইনে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Stephen Kiprotich at the London 2012 Men's Olympic Marathon. Photo released under Creative Commons (CC BY-SA 2.0) by Flickr user Peter Mooney.

২০১২ লন্ডন অলিম্পিক ম্যারাথনে স্টিফেন কিপরোটিচ। ছবি ফ্লিকার ব্যবহারকারী পিটার মুনির, ক্রিয়েটিভ কমন্স (সিসি-বাই-এসএ-২.0)–এর অধীনে প্রকাশ করা হয়েছে।

কিপরোটিচ, একই সাথে ২০১২ অলিম্পিক গেমসের ম্যারাথনেও বিজয়ী হন। ১৯৯৬ সালের পর এটাই অলিম্পিকে উগান্ডার জন্য প্রথম কোন পদক, ১৯৭১ সালের পর দেশটির প্রথম স্বর্ণ পদক এবং ম্যারাথনে প্রথম পদক অর্জন।

কিপরোটিচ কেবল উগান্ডায় রেকর্ড ভঙ্গ করেনি, সদাহাস্যময় এই দৌড়বিদ বিশ্বের তৃতীয় ব্যক্তি যে একই সাথে অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছে।

বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় তার এই স্বর্ণ পদক জয়ের ফলে,উগান্ডার এই ক্রীড়াবিদের নাম কেনেনিসা বিকেলে এবং হাইলে গেব্রেসেলেসির মত আফ্রিকার মহান ক্রীড়াবিদদের নামের সাথে উচ্চারিত হবে।

দি উগান্ডান অবজারভার (@অবজারভারইউজি) সংবাদ প্রদান করেছে:

# আইএফএফএ ম্যারাথনে জয়লাভের ফলে, স্টিফেন,#কিপরোটিচ একই সাথে এক ঝক্ঝকে নতুন এক পাজেরো, কাপচরোয়ায় একটা বাড়ি, সাথে মাসে ৫ মিলিয়ন শিলিং ভাতা পাবে।

এই সংবাদ শোনার পর, ওমাইদো ব্লায়ার (@ব্লায়ারও) পরামর্শ প্রদান করে:

@অবজারভারউইজি, তার মত আরো এ রকম অনেক ক্রীড়াবিদ সৃষ্টির জন্য যথারীতি অনেক বেশী সুবিধাদি প্রদান করি না কেন।

এ্যাঞ্জেলা ইজামা (@ওপাইয়া), উগান্ডার এক সাংবাদিক এবং বিশ্লেষক, তিনি উল্লেখ করেন:

বস্তুগত লাভের চেয়ে-এর প্রেরণাদায়ক দিকটি অনেক বেশি। #কিপরোটিচের স্বর্ণজয়ের বিষয়টি প্রতীকী। এমনকি ভালো উদ্দেশ্য সেটিকে নষ্ট করবেন না। #উগান্ডা

তিনি একই সাথে জিজ্ঞেস করেছেন:

#কিপরোটিচকে অমর করার জন্য তারা কি আর কোন উপায় খুঁজে বের করতে পারে না। অন্য শিশুদের জন্য তাদের বার্তা কি এই যে, অর্থ জন্য অথবা গৌরবের জন্য দৌড়াও। #উগান্ডা

টি ডুম্বা (@টমডুম্বা) এর জবাব প্রদান করেছে:

@অপিয়াইয়া, অসাধারণ কোন কিছু উদযাপন করা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ! #কিপরোটিচ এক বিনয়ী মানুষ। এটা আমাদের জন্য লজ্জা যে আমরা টাকার বাইরে কোন কিছু চিন্তা করত পারি না

বিবিসি উগান্ডার মাল্টি মিডিয়ার সাংবাদিক ক্যাথরিন বায়ুরুহাঙ্গা (@ক্যাথকেমি), এর জবাব প্রদান করেছে:

যখন তার সাফল্য অর্থে প্রতিফলিত হয়, তখন টাকার উপর সব মনযোগ এসে পড়ে। #উগান্ডা #কিপরোটিচ

কোবেল ক্রিষ্টোফার (@অলায়ুনি), একজন শিল্পী এবং কবি, তিনি বলেন:

#কিপরোটিচ হচ্ছে এক পরিষ্কার উদাহরণ যে প্রতিভা সাফল্যে পরিণত হয়েছে, যা জীবনে সাফল্যে পেতে হলে পড়ালেখা করতে হবে ৬০-৭০ দশকের এই তথ্যকে একপাশে সরিয়ে দিয়েছে।

ব্যবসায় যার কাছে নেশার মত, উগান্ডার তেমন এক নাগরিক কলিন্স মুগুমের (@সি মুগুমে), এই বিষয়ে বক্তব্য হচ্ছে:

কি বিস্ময়কর! দৌড়ানোর প্রতিভা নিয়ে আমার জন্ম নেওয়া উচিত ছিল!!! যদি কেউ একটি স্বর্ণ জিতে তাহলে আজীবন সে প্রতি মাসে ৫ মিলিয়ন উগান্ডা শিলিং ভাতা পেতে থাকবে। #কিপরোটিচ #উগান্ডা

প্যাট্রিক মাগুমায়া (@mugumya) দেশটির রাষ্ট্রপতি মুসাভেনিকে তার আচরণ ভঙ্গির জন্য টুইটে সাভো বলে উল্লেখ করে তার সমালোচনা করেছেন:

#কিপরোটিচকে উপহার প্রদানের বেলায় সাভো আরো একবার অগ্রহণ যোগ্য কিছু একটা করল। যদি আমরা ১০টি সোনা জিতি তাহলে আগামীতে আমাদের রাষ্ট্রীয় কোষাগার দেউলিয়া হয়ে যাবে।

উগান্ডার শ্রমিক, বেতন বাড়ানোর দাবীতে যাদের প্রায়শই ধর্মঘটের আশ্রয় নিতে হয় তাদের কথা উল্লেখ করে উগান্ডার প্রচারণা কৌশলী ই. অটিম (@আইডিয়াসাগ) উগান্ডার নাগরিকদের পরামর্শ প্রদান করছে:

যদি আপনি আরো অর্থ পেতে চান তাহলে খেলাধুলায় যোগ দিন আর পদক জিতুন, তাহলে আপনাকে #কিপরোচির মত সম্মান প্রদান করা হবে। এখানে কোন কাজ ছাড়াই প্রচারণা এবং অর্থ লাভ হয়। #উগান্ডা

এক ইতিবাচক লেখায় উগান্ডার যোগাযোগ বিষয়ক পরামর্শদাতা মোরিন আজেনা (@মোরিনাআজেনা) উগান্ডার এখন কেন পরিবর্তিত হওয়া উচিত নামক আখ্যানে উল্লেখ করেছে:

ইদি আমিনের কাছ থেকে আসা উগান্ডার পরিবর্তিত হওয়া উচিত হচ্ছে এমন দেশের আখ্যান যে দেশের একই সাথে অলিম্পিক এবং বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতায় শিরোপা জয়ী # কিপরোটিচের বাস। #মিডিয়া

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .