উজবেকিস্তানে সমকামিতা অবৈধ, সেখানে সরকারের কর্তাব্যক্তিরা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এলজিবিটি গ্রুপগুলো সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। কিন্তু সম্প্রতি একজন অজ্ঞাত গায়ক নিষিদ্ধ চায়ের মিষ্টতা শিরোনামে একটি গান ইউটইউবে জনপ্রিয় করে বিশ্বকে আওয়াজ দিয়েছে যে উজবেকেও সমকামী বিরাজ করে।
সোভিয়েত ইউনিয়নের সময় সোভিয়েত ইউনিয়নের দন্ডবিধির ১২১ ধারা অনুযায়ী সমকামিতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ১৯৯১ সালে ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর পনেরটি রাজ্যের মধ্য মাত্র দুটি রাজ্য – উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এ ধারা বজায় রেখেছে। সমকামের জন্য উজবেকিস্তান ইদানিং তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, দুই দশকেরও বেশি দিন ধরে ক্ষমতায় থাকা দেশটির নেতা ইসলাম কারিমভ বলেছেন [রুশ] উজবেকদের জন্য সমকামিতা “ন্যাক্কারজনক”।
ধারণা করা যেতে পারে যে উজবেকদের কথা বলা হয়েছে তাঁরা কারা। গতমাসে অশ্রুত একজন গায়কের ইউটিউবে প্ররোচনামূলক ভিডিও আলোড়ন তুলে [উজবেক]। আসাল চোই [মধু চা] দলের একজন অজ্ঞাত গায়ক উজবেক ভাষায় একই কর্মস্থলে কর্মরত তাঁর একজন পুরুষ সহকর্মীর জন্য আবেগপূর্ণ ভণ্ডামী মুক্ত গান পরিবেশন করেন। এ ভিডিও ক্লিপটির চিত্রায়ন বিষয়ে ইউটিউব ব্যবহারকারী ও ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসাল চোই- এর মূল ব্যক্তিকে অনেক উজবেক “জাতির জন্য কলঙ্ক বহনকারী” হিসেবে আখ্যায়িত করেছেন, আবার অনেকেই এই দলটিকে ট্যাবু বা সামাজিক বিচারে নিষিদ্ধ বিষয় উপস্থাপনের জন্য বাহবা দিয়েছেন।
এই ভিডিওটিতে আসাল চোই গায়কের গান [রুশ]:
Асал чойингдек ичгин мени, новвот чойинг деб билгин мени.
মধু চায়ের মত আমাকে পান কর, মিস্টি চায়ের মত আমাকে জান।
উজবেক সমাজে এলজিবিটি সম্পর্কে মূল দৃষ্টিভঙ্গি কি সে বিষয়ে একজন ইউটিউব ব্যবহারকারী গুলিয়া গ্যাপারোভা [Гуля Гаппарова] উপস্থাপন করেনঃ
Узбек халкини кулгуга,лаънатга,куйишдан бошка нарса эмас бу, шу энди бизга биз узбек халкига етишмас эди,шармандалик!
উজবেক জাতির জন্য উপহাস এবং অভিশাপ ছাড়া এটা আর কিছুই না, এই একটা জিনিসই [সমকামিতা] যা থেকে আমরা উজবেক জনগণ মুক্ত ছিলাম। কি অপমানজনক!
আরনাল টোকটোমামাটভ নামের অন্য একজন ব্যবহারকারী বলেন [আরবী]:
Astagfirullah!
আল্লাহ ক্ষমা কর!
অন্য আরেকটি মন্তব্যে ধর্মীয় অসন্তোষের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রুপ প্রকাশ পেয়েছে। থেকিরব্যাং স্পোক [রুশ] উজবেক পরিচয় এবং সমকামিতার মধ্যেকার অসামঞ্জস্যতা সম্পর্কে বলেনঃ
Есть ли чтонибудь более жалкое чем узбекский пидорас? Только ебаный румын.
একজন উজবেকের জন্য এর চাইতে বেশি দুঃখ জনক আর কি হতে পারে? [সমকামীদের শূন্যস্থানপূরণ]? কেবলমাত্র সমকামী রোমান হওয়া ছাড়া
আরেকজন ব্যবহারকারী ডেক্সটেরিও৮ বলেন [রুশ]:
Судя по комментам менталитет в Узбекистане не изменился с 15 века.
মন্তব্যগুলো বিচার করলে মনে হয় ১৫ শতকের পর উজবেকিস্তানে কোন ধরণের পরিবর্তন হয় নি।
‘পুরুষ পুরুষকে বিয়ে’ করার ধারনা অপছন্দকারীদের মধ্যে দেশটির স্থায়ী- রাষ্ট্রপতি ইসলাম কারিমভ ই একা নন ‘ইরক’[মুক্তি] নামের বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক উদ্বাস্তু মুহাম্মাদ সালিহ-ও একই মনোভাব পোষণ করেন। স্বাধীন প্রবাসীদের পরিচালিত উজনিউজ- নামক ওয়েবসাইটে তিনি ওয়েবসাইটটির সম্পাদক গালিমা বুখাবায়েভার সাথে ইসলাম ও সমকামিতা বিতর্কে লিপ্ত হন। গত বছর মার্চ মাসে সেন্ট্রাল এশিয়া নিউজ ডাইজেস্ট তাঁর একটি উদ্ধৃতি [রুশ] তুলে করেঃ
Я сторонник цивилизованной формы изоляции геев и прочих больных людей от общества, чтобы те не заразили своей болезнью здоровых людей.
সমকামীদের এবং অন্যান্য বিকারগ্রস্ত মানুষদের সমাজ থেকে সভ্য পন্থায় বর্জন করাকে আমি সমর্থন করি। এতে করে তাঁরা সুস্থ্য লোকদের আক্রান্ত করতে পারবে না।
রেনাট নামের একজন উজনেট ব্যবহারকারী এ দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেনঃ
Узбекистан должен признать право своих граждан на неприкосновенность личной жизни. Кто и с кем спит после работы – не дело узбекской госбезопасности и милиции. В любом обществе 2 – 5 % граждан придерживаются гомосексуальной ориентации (вместе с бисексуалами получится ещё больше!). И никакая, даже самая жестокая уголовная статья, никакие “священные” писания законов природы отменить никогда не смогут. Ну, а то, что внимание узбекского общества к этой проблеме стали приковывать артисты эстрады, можно только приветствовать. Фальшивая средневековая мораль должна быть низвергнута навсегда!
নাগরিকদের গোপনীয়তার অধিকারের বিষয়ে উজবেকিস্তানকে স্বীকৃতি দিতে হবে। কাজের পর কে কার সাথে ঘুমাবে সেটা দেখার দায়িত্ব উজবেক নিরাপত্তা বাহিনী বা পুলিশের নয়। যেকোন সমাজের ২-৫% লোক সমকামিতায় আবদ্ধ (আরও বেশি হতে পারে যদি উভকামিদের সংযুক্ত করা হয়!) এমনকি সবচাইতে বর্বর কোন দণ্ডবিধির আইনের ধারা বা কোন ধর্মগ্রন্থ ও প্রকৃতির এ আইনকে অস্বীকার করতে পারে না।বাস্তবতা হল পপস্টাররা উজবেক সমাজের যে সমস্যাকে আমাদের সামনে তুলে ধরেছেন সেই সমস্যাকে আমাদের স্বাগত জানানো উচিত। মিথ্যা, মধ্যযুগীয় নৈতিকতা চীরতরে উৎপাটন করা উচিত!
অপর একজন ব্যবহারকারী হেক্টো বলেন [রুশ]:
Я против геев? Нет. Я могу слушать Элтона Джона или Чайковского. Фреди Меркури. Но я против их вызывающего отношения к другим. И чтобы кто-то диктовал коу-то что норма, а что нет. Есть устои, в котором выросло общество. И самому обществу решать, что норма, а что нет. А не законам, которые гей-лоббисты проталкивают во многих странах.
আমি সমকামীদের বিপক্ষে নই। আমি এলটন জন অথবা চাইকোভস্কি, ফ্রেডি মার্কারি শুনি। কিন্তু আমি তাঁদের অন্যদের প্রতি বেপরোয়া মনোভাবের বিরুদ্ধে, কেউ অন্য একজনকে নির্দেশ করবে যে কোনটা প্রথাসিদ্ধ আচরণ, কোনটা নয় সেই আচরণের বিরুদ্ধে। প্রত্যেকটা সমাজ কিছু ভিত্তির উপর গড়ে উঠে। সেটা সমাজ নিজেই ঠিক করে কোনটা উচিত আর কোনটা অনুচিত। বিভিন্ন দেশে সমকামী লবিস্টরা যে আইনগুলো জোর করে ঢুকিয়ে দিচ্ছে আমি সেগুলোর বিরোধী।
এয়াশ নামের একজন ব্যঙ্গ করে বলেন [রুশ]:
Не читал коментарии уважаемых, ну разве что по диагонали, обе команды хороши – гомофобы vs “любители прикинуться женщинами”.Одно очевидно – нашим детям достанется худший мир, чем он есть сейчас. Спасибо! Спасибо! Не надо аплодисментов!
মাননীয় জনতার সব মন্তব্য আমি এখনও পড়িনি, কিন্তু চোখ বুলিয়ে মনে হল দুটো দলই ভাল- সমকাম সন্ত্রস্ত বনাম নারী বলে নিজেদের মনে করে এমন লোকজনের ভক্ত। একটা বিষয় পরিষ্কার- আমাদের সন্তানেরা এমন একটি দুনিয়ার উত্তরাধিকারী হবে যে দুনিয়া বর্তমানের চাইতে খারাপ। ধন্যবাদ! ধন্যবাদ আপনাদের! তালি দেবার দরকার নেই!
পুনশ্চ: উজবেকিস্তানে সমকামিতা বিরোধীদের জন্য প্রকৃতপক্ষে গায়ক উজবেক ভাষায় গান গেয়েছেন, এটা বিশেষভাবে রাশিয়ানদের জন্য পীড়াদায়ক। ইন্টারনেট থেকে “অ- উজবেক” উপাদান নিয়ন্ত্রণের জন্য উজবেক সরকারের উদ্যোগ জানার জন্য পড়ুন সারাহ কেন্ডিজর এর নিবন্ধ উজবেকিস্তান কেন উইকিপিডিয়া নিষিদ্ধ করেছিল?