ইয়েমেন; শিক্ষার প্রতি মনোযোগ

ইয়েমেন হছে এমন এক দেশ যেখানে পুরুষ ও নারী [১৫ বছরের উর্ধ্বে] উভয়ের শিক্ষার হার প্রায় ৪০ শতাংশ, সেখানে দেশটির সুদৃঢ় উন্নয়নের জন্য নারী ও যুবাদের শিক্ষা প্রদান এবং তাদের ক্ষমতায়ন অতীব জরুরী।

শিক্ষা হতে হবে অধিকার, কোন সুযোগ নয় ” একটিভিস্ট এবং গবেষক আতায়াফ আলওয়াজির এই নামে একটি ব্লগ পোস্ট লিখেছেন। যেখানে তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছেন।

ভদ্রমহিলা আহবান জানিয়েছেন:

সুদৃঢ় এক উন্নয়নের লক্ষ্যে আসুন আমরা সকলে একসাথে কাজ করি আর সরকারের কাছে স্বাক্ষরতা কর্মসূচি পুনরায় চালু করার দাবী করি, যা কিনা অতীতে চালু ছিল। জাতীয় আলোচনায় (যা কিনা মার্চ ২০১৩ থেকে শুরু হবে এবং যা শেষ হবার নির্ধারিত তারিখ হচ্ছে ২০১৩-এর আগস্টের শেষে) রাজনীতিবিদেরা যেন শিক্ষা ও স্বাস্থ্য অধিকারের প্রতি সবচেয়ে গুরুত্ব প্রদান করে, তা যেন আমরা অবশ্যই নিশ্চিত করি।

Yemen's school aged boys and girls. Photo by Arwa Othman

ইয়েমেনের সেই সমস্ত বালক বালিকা, যাদের এখন স্কুলে যাওয়ার বয়স। ছবি আরওয়া অথমান।

জাতীয় আলোচনায়, একটিভিস্ট এবং রাইটস এন্ড ফ্রিডম একটিভিস্ট ওয়ার্কিং গ্রুপের চেয়ারপারসন আরওয়া ওথমান শিক্ষার গুরত্বের উপর জোর দেন, কিন্তু তিনি একই সাথে তার ফেসবুক পাতায় [আরবি ভাষায়] লেখা এক পোস্টে যোগ করেছেন:

ليس فقط الحق في التعليم كما تنص مواثيق حقوق الإنسان ، بل ويجب أن أن تتضمن المناهج المدرسية في الجمهورية اليمنية ( اليمن الجديد) هذه المواثيق .. وتدرسها كمادة أساسية ، لإشاعة ثقافة حقوق الإنسان التسامح ، التعايش ، السلام ، الحرية ، المواطنة ، المساواة ، عدم التمييز ، حرية الإختلاف ، حرية المعتقد ،…الخ) أي أحترام الإنسان بعيداً عن لونه ، وجنسه ، وديانته ، ولغته ، ورأيه السياسي ، ومبادئه ..الخ ..نتمنى أن نخرج من مؤتمر الحوار بهذا النص الدستوري احتراماً لحق الأجيال ..

মানবাধিকার সম্মেলনে–এ যেমনটা বিবৃতি প্রদান করা হয়েছে যে শিক্ষা শুধুমাত্র অধিকার নয়, আমরা ইয়েমেনের [ নতুন এই ইয়েমেনের] এই সনদে স্কুলের পাঠ্যসূচি অর্ন্তভুক্ত করব … আর সেগুলোকে মানবাধিকার সংস্কৃতি, সহনশীলতা, সহ অবস্থান, শান্তি, স্বাধীনতা, নাগরিকত্ব, সমানাধিকার, বৈষম্যহীনতা ,ভিন্নমতের স্বাধীনতা , ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি তুলে ধরার জন্য মৌলিক এক বিষয় হিসেবে অবশ্যই পাঠ করা হবে; যেমন- বর্ণ, লিঙ্গ, ধর্ম, ভাষা, রাজনৈতিক মতামত এবং নীতির উর্ধ্বে মানবকে শ্রদ্ধা করা। আমরা আশা করি এই জাতীয় সম্মেলনে আমরা এমন এক সংবিধান পাব যেখানে ভবিষ্যত প্রজন্মের অধিকারকে শ্রদ্ধা করা হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .